ফরিদপুর সদর আসন
স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের বিশাল সমাবেশ
ফরিদপুর ব্যুরো
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুর-৩ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এ কে আজাদের (আব্দুল কাদের আজাদ) সমর্থনে নির্বাচনি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় ফরিদপুর শহরের রাজেন্দ্র কলেজ মাঠে এ নির্বাচনি সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বাবু বিপুল ঘোষের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র সংসদ-সদস্য প্রার্থী ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এ কে আজাদ, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ফারুক হোসেন। বক্তৃতা করেন- যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ, মহিলাবিষয়ক সম্পাদক আইভি মাসুদ, সদস্য আব্দুল বাতিন, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট সুবল সাহা, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ নুসরাত রাসুল তানিয়া, সাবেক পৌর মেয়র শেখ মাহাতাব আলী মেথু, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সামসুল হক ভোলা মাস্টার, পৌর আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক মনিরুল হাসান মিঠু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট বদিউজ্জামান বাবুল, ছাত্রলীগের সাবেক সভাপতি শহিদুল ইসলাম মিরু, একে আজাদের স্ত্রী সায়লা আজাদ, ডিক্রিরচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাদিকুজ্জামান মিলন পাল, ঈগল প্রতীকের নির্বাচন সমন্বয়ক শোয়েবুল ইসলাম, যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক রাবেয়া বৃষ্টি, যুগ্ম আহ্বায়ক মেহেরিন শেখ অয়নিকা, পারভিন বেগম। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির। এ সময় অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নির্বাচনি জনসভায় নেতারা রোববার জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর সদর-৩ আসনে ঈগল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
শামীম হকের সমর্থনে শোভাযাত্রা : ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর সদর আসনে নৌকা প্রতীকের প্রার্থী শামীম হকের সমর্থনে মহিলা আওয়ামী লীগের উদ্যোগে পিকআপভ্যান শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুর ১টায় শহরের আলিপুরে হাসিবুল হাসান লাভলু সড়ক থেকে শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে।
