Logo
Logo
×

নগর-মহানগর

দুর্নীতির দুই মামলা চলমান

আরডিএতে পুনর্বহাল বরখাস্ত প্রকৌশলী

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দুর্নীতির দুই মামলা চলমান থাকার পরও সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামানকে পুনর্বহাল করেছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)। এর আগে দুর্নীতির দায়ে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

নিয়োগ দুর্নীতি ছাড়াও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় কামরুজ্জামান কারাগারে গেলে কর্তৃপক্ষ তাকে সাময়িক বরখাস্ত করে। ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর বিভিন্ন দলের কিছু নেতার সুপারিশে আরডিএ চেয়ারম্যান তাকে সপদে বহাল করেন। অভিযোগ-পুনর্বহাল হওয়ার পর কামরুজ্জামান অথরাইজড অফিসার পদ পেতে তদবির শুরু করেছেন। এ নিয়ে আরডিএর কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আরডিএর চেয়ারম্যান এসএম তুহিনুর আলম জানান, যে স্মারকে কামরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল সেই স্মারকের কার্যকারিতা উচ্চ আদালত ছয় মাসের জন্য স্থগিত করেছেন। তবে আমরা এ স্থগিতাদেশের বিরুদ্ধে শিগগির আপিল করব। এরইমধ্যে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ৫ ফেব্রুয়ারি আরডিএ চেয়ারম্যান (যুগ্ম-সচিব) তুহিনুর আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, সাময়িক বরখাস্ত সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামানের বরখাস্তের আদেশ প্রত্যাহার করে তাকে পুনর্বহাল করা হলো। এর আগে ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর তাকে সাময়িক বরখাস্তের আদেশ দেন আরডিএর তৎকালীন চেয়ারম্যান (যুগ্ম-সচিব) মো. জিয়াউল হক।

জানা গেছে, সহকারী প্রকৌশলী পদের লিখিত পরীক্ষায় শেখ কামরুজ্জামান অকৃতকার্য হন। দুর্নীতির অভিযোগে লিখিত পরীক্ষার ফলাফল বাতিল করা হয়। পরে সরকারি নিয়োগ বিধিমালা লঙ্ঘন করে লিখিত পরীক্ষা ছাড়াই শুধু মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়। কামরুজ্জামান সহকারী প্রকৌশলী পদে নিয়োগ পান এবং আরডিএতে যোগদান করেন। ব্যাপক দুর্নীতির অভিযোগ এনে বঞ্চিত প্রার্থীরা দুদকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম