Logo
Logo
×

নগর-মহানগর

অপসারণের একদফা দাবি

ববি উপাচার্যের বাসায় তালা শিক্ষার্থীদের

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০৮ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. শুচিতা শরমিনের অপসারণ দাবিতে এবার তার বাসভবনের গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার দুপুর ২টার দিকে শিক্ষার্থীরা তালা ঝোলান। বেলা সাড়ে ১২টা থেকে ববির গ্রাউন্ড ফ্লোরে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেন তারা। কর্মসূচিতে তারা প্রতিবাদী গানের পাশাপাশি উপাচার্যবিরোধী বক্তব্য দেন।

অপসারণ না হলে উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ রাজধানীর সঙ্গে পুরো দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। এর আগে উপাচার্যের অপসারণ দাবিতে মঙ্গলবার ববির প্রশাসনিক দপ্তরগুলোয় তালা ঝুলিয়েছেন তারা। তবে ববির একাডেমিক কার্যক্রম সচল রয়েছে।

শিক্ষার্থীদের ২২ দফা দাবি পূরণে ব্যর্থতা, চিকিৎসার অভাবে মারা যাওয়া শিক্ষার্থীকে অর্থ সহায়তা না দেওয়া, ক্যাম্পাসে ফ্যাসিবাদের দোসরদের লালন, শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা এবং বিভিন্ন উন্নয়ন খাতে দুর্নীতির অভিযোগে উপাচার্যের অপসারণ চাইছেন আন্দোলনকারীরা।

শিক্ষার্থীরা বলেন, স্বৈরাচারের দোসর অদক্ষ এই উপাচার্য অতীতে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু আজও পূরণ না হওয়ায় ববির কোনো পরিবর্তন হয়নি। নানা সংকটে শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা পাচ্ছে না। সেদিকে উপাচার্যের নজর নেই। উলটো তিনি স্বৈরাচারের দোসরদের পুনর্বাসন করে যাচ্ছেন। তাই তাকে অপসারণ করে শিক্ষার্থীবান্ধব উপাচার্য দেওয়ার দাবি জানাচ্ছি। এর আগে ৪ দফা দাবিতে ১৫ দিনেরও বেশি সময় এ আন্দোলন চলছে। সোমবার থেকে শিক্ষার্থীরা উপাচার্যের অপসারণের এক দফা দাবিতে আন্দোলনে নামেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম