Logo
Logo
×

নগর-মহানগর

মানব উন্নয়ন সূচকে এক ধাপ এগোলো বাংলাদেশ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মানব উন্নয়ন সূচকে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার প্রকাশিত ইউএনডিপির প্রতিবেদন অনুসারে মানব উন্নয়ন সূচকে এবার ১৯৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩০তম। যা গেল বছর ছিল ১৩১তম।

মাথাপিছু আয়, শিক্ষা ও জন্মের সময় প্রত্যাশিত গড় আয়ু এই তিনটি প্রধান সূচকের ওপর ভিত্তি করে মূলত মানব উন্নয়ন সূচক (এইচডিআই) তৈরি করা হয়। এবারের তথ্য-উপাত্ত ২০২৩ সালের পরিসংখ্যান অনুযায়ী নেওয়া হয়েছে। বাংলাদেশের সূচকের মান গত বছর ছিল শূন্য দশমিক ৬৮০। এ বছর তা বেড়ে শূন্য দশমিক ৬৮৫ হয়েছে।

ইউএনডিপির এবারের প্রতিবেদনের শিরোনাম ছিল ‘এ ম্যাটার অব চয়েস : পিপল অ্যান্ড পসিবিলিটিস ইন দ্য এজ অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’। প্রতিবেদন অনুসারে বাংলাদেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ু ৭৪ দশমিক ৭ বছর। গড় স্কুল শিক্ষা ৬ দশমিক ৮ বছর। ১৯৯০ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রতিবছর মানব উন্নয়ন সূচকের প্রবৃদ্ধি হয়েছে গড়ে ১ দশমিক ৬৭ শতাংশ।

এতে বাংলাদেশের অভ্যন্তরে আয় বণ্টনে ক্রমাগত বৈষম্যও তুলে ধরা হয়েছে। জনসংখ্যার সবচেয়ে দরিদ্র ৪০ শতাংশের কাছে জাতীয় আয়ের মাত্র ২০ দশমিক চার শতাংশ রয়েছে, যেখানে সবচেয়ে ধনী ১০ শতাংশ জাতীয় আয়ের ২৭ দশমিক চার শতাংশ নিয়ন্ত্রণ করে। শীর্ষ এক শতাংশ একাই মোট আয়ের ১৬ দশমিক দুই শতাংশের অধিকারী। মানব উন্নয়ন সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান বাংলাদেশের মতোই ১৩০তম। তবে শ্রীলংকার অবস্থান সবচেয়ে ভালো। দেশটির অবস্থান ৮৯তম। এ ছাড়া, নেপাল ১৪৫তম এবং পাকিস্তানের অবস্থান ১৬৮তম। সূচকে আইসল্যান্ড, নরওয়ে ও সুইজারল্যান্ড শীর্ষ স্থান ধরে রেখেছে। অন্যদিকে দক্ষিণ সুদানের অবস্থান সবার নিচে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম