Logo
Logo
×

নগর-মহানগর

ত্রিপুরায় ১২ বাংলাদেশি আটক

মান্দারবাড়ীয়া চরে ৭৮ জনকে পুশইন করেছে বিএসএফ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের সুন্দরবনসংলগ্ন বঙ্গোপসাগরের মান্দারবাড়ীয়া চরে ৭৮ ব্যক্তিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এদিকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় নারী, শিশুসহ ১২ বাংলাদেশিকে অনুপ্রবেশের দায়ে গ্রেফতার করা হয়েছে। প্রতিনিধিদের পঠানো খবর-

মোংলা (বাগেরহাট) : বঙ্গোপসাগরের মান্দারবাড়ীয়া চরে ৭৮ ব্যক্তিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সমুদ্রঘেষা উপকূলীয় এলাকায় পুশইন ঠেকাতে তৎপরতা শুরু করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। একই সঙ্গে পুশইন করা ব্যক্তিদের হেফাজতে রাখা হয়েছে। তাদের মধ্যে সরবরাহ করা হয়েছে খাবার-ওষুধ। জানা গেছে, শুক্রবার মান্দারবাড়ীয়া চরে ৭৮ জনকে পুশইন করে বিএসএফ। এ খবর পেয়ে জাহাজ ও বোট নিয়ে সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছায় কোস্ট গার্ড।

কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) জোনাল কমান্ডার মেহেদী হাসান জানান, মান্দারবাড়ীয়ায় পুশইনের খবর পাওয়ার পর শুক্রবার সন্ধ্যায় ঘটনাস্থলের উদ্দেশে কোস্ট গার্ডের একটি জাহাজ ও একটি হাই স্পিডবোট পাঠানো হয়। সেখানকার ক্যানেলে পানি কম থাকায় জাহাজটি ঘটনাস্থলে যেতে বাধাগ্রস্ত হয়। পরে সমুদ্র পথ ঘুরে জাহাজটি ঘটনাস্থলের পথে রয়েছে। আর হাই স্পিডবোট ওষুধ ও খাবার নিয়ে শনিবার দুপুরে ঘটনাস্থলে পৌঁছায়। কোস্ট গার্ড ১০০ কেজি শুকনো খাবার, পানি ও ওষুধ নিয়ে যায় পুশইন করা ব্যক্তিদের জন্য। কোস্ট গার্ড শনিবার দুপুরে তাদের খিচুড়ি খাবার দিয়েছে। রাতেও খাবারের ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি আরও বলেন, পুশইন করা ব্যক্তিদের নাম-পরিচয় শনাক্তে কাজ চলছে। আর যাতে পুশইনের ঘটনা না ঘটে সেজন্য কোস্ট গার্ড সতর্ক অবস্থানে রয়েছে।

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) : ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় নারী, শিশুসহ ১২ বাংলাদেশিকে অনুপ্রবেশের দায়ে গ্রেফতার করা হয়েছে। রাজ্যটির দক্ষিণাঞ্চলীয় এলাকা শ্রীনগর সীমান্ত গ্রাম থেকে শুক্রবার সকালে স্থানীয় জনতা তাদের আটক করে বিএসএফের হাতে তুলে দেয়। শনিবার ত্রিপুরার বিভিন্ন গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

জানা যায়, শুক্রবার সকালে ত্রিপুরার সাব্রুম মহকুমার বাংলাদেশ সীমান্তবর্তী কড়লিয়া টিলার একটি পরিত্যক্ত বাড়ি থেকে স্থানীয়রা ১১ বাংলাদেশিকে আটক করে। এদের মধ্যে চারজন মহিলা, চারজন শিশু ও তিনজন পুরুষ রয়েছে। তাদের নাম প্রকাশ করা হয়নি। গ্রেফতারকৃতরা বাংলাদেশের নড়াইল জেলার কালিয়া উপজেলার বাসিন্দা বলে প্রকাশ করেছে। বৃহস্পতিবার তারা গুজরাট থেকে ট্রেনে এসেছিল বাংলাদেশে আসার উদ্দেশে। শনিবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে বৃহস্পতিবার রাতে অনুপ্রবেশের দায়ে ত্রিপুরার আগরতলায় লিটন মিয়া নামে আরেক বাংলাদেশিকে গ্রেফতার করেছে সেখানকার পুলিশ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম