Logo
Logo
×

নগর-মহানগর

মাজারে গামছা পরে অভিনেতা সমু চৌধুরী

মাজার ছেড়ে কোথাও যেতে চাচ্ছেন না

Icon

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মাজারে গামছা পরে অভিনেতা সমু চৌধুরী

নাট্যাভিনেতা সমু চৌধুরী ময়মনসিংহের গফরগাঁওয়ে মূখী শাহ্ মিসকিন মাজারে অবস্থান করছেন। তিনি কোথাও যেতে চাচ্ছে না। পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, সমু চৌধুরী মাজার ছেড়ে অন্য কোথাও যেতে চাচ্ছেন না। মাজারেই থাকবেন তিনি। মাজার ছেড়ে না যাওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে ওই পুলিশ কর্মকর্তা বলেন, তার কাছে নাকি মাজার ভালো লাগে। তাই তিনি মাজারে থাকবেন। সমু চৌধুরীকে ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। তিনি সুস্থ আছেন।

এর আগে মাজারে গাবগাছের নিচে শুয়ে থাকতে দেখা যায় সমু চৌধুরীকে। বৃহস্পতিবার দুপুরে তাকে অস্বাভাবিক অবস্থায় পাওয়া গেছে। পরনে ছিল শুধু একটি ছোট গামছা, পাশে একটি পানির বোতল ও পুতুল। গাছতলায় মাদুর পেতে ঘুমিয়ে ছিলেন তিনি। মাজারে শুয়ে থাকা অবস্থার কিছু ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে।

মূখী শাহ্ মিসকিন মাজারটি গফরগাঁও উপজেলার পাগলা থানার মশাখালী ইউনিয়নে অবস্থিত। মামুন নামে এক অভিনয়শিল্পী প্রথমে সমু চৌধুরীর ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন। ফেসবুক স্ট্যাটাসে মামুন জানান, ‘সমু দাকে আমরা পার্শ্ববর্তী সেইফ জায়গায় নিয়ে এসেছি। তার মানসিক ও শারীরিক কন্ডিশনের ওপর ভিত্তি করে যত দ্রুত সম্ভব আমরা ঢাকায় নিয়ে আসব। সব প্রক্রিয়া অভিনয় শিল্পী সংঘের স্পেশাল তত্ত্বাবধানে হচ্ছে।’

কিন্তু সমু চৌধুরী কিভাবে ওই মাজারের সামনে পৌঁছালেন, কেন পৌঁছালেন আর কেনইবা তার গায়ে কোনো পোশাক নেই-এ নিয়ে কেউ কিছুই জানাননি।

ওসি ফেরদৌস আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সমু চৌধুরীর মাজারে এভাবে শুয়ে থাকার বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।


Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম