Logo
Logo
×

নগর-মহানগর

সাতকানিয়ায় আ.লীগের পাঁচ নেতা এলডিপিতে

‘মনের দুঃখে দল ছেড়েছি’

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামের সাতকানিয়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের পাঁচ নেতা লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে (এলডিপি) যোগ দিয়েছেন। শনিবার চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এয়াকুব আলীর ব্যবসায়িক কার্যালয়ে তারা প্রাথমিক সদস্য ফরম পূরণ করেন এবং আনুষ্ঠানিকভাবে এলডিপিতে যোগ দেন। এ নিয়ে সাতকানিয়া আওয়ামী লীগে তোলপাড় চলছে। দলত্যাগী একজন বলেন, ‘মনের দুঃখে আওয়ামী লীগ ছেড়েছি।’ এলডিপিতে যোগ দেওয়া আওয়ামী লীগ নেতারা হলেন-আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপকমিটির সদস্য শামসুল ইসলাম, উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি ও ১০ নম্বর কেওচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মনির আহমদ, কেওচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও একই ওয়ার্ডের ইউপি সদস্য আবু তালেব সিকদার, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ও একই ওয়ার্ডের ইউপি সদস্য সাহেব মিয়া এবং উত্তর সাতকানিয়া আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও একই ইউনিয়নের সংরক্ষিত (মহিলা) ইউপি সদস্য রোকেয়া বেগম। অনুষ্ঠানে দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এয়াকুব আলী, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল, সাতকানিয়া উপজেলা সভাপতি মাহমুদুল হক চৌধুরী চেয়ারম্যানসহ চট্টগ্রাম দক্ষিণ জেলার নেতারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, তারা দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এদের মধ্যে তালেব সিকদার ৫ আগস্টের পর একটি মামলায় কারাবন্দি ছিলেন। সম্প্রতি জামিনে ছাড়া পান তিনি। সাহেব দলের যেকোনো কর্মসূচিতে সবার আগে থাকতেন। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সুপারিশে ইটভাটার মালিক শামসুল ইসলাম দলের পদ পান। দলীয় কোন্দল কাজে লাগিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে ২০১৬ সালে ইউপি চেয়ারম্যান হন মনির। মনির আহমদ দল পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করে যুগান্তরকে বলেন, মনের দুঃখে আওয়ামী লীগ থেকে এলডিপিতে যোগ দিয়েছি। আওয়ামী লীগের সমর্থক ছিলাম। আমার কোনো পদ-পদবি ছিল না। আমাকে সবসময় দলটির বিরুদ্ধে গিয়ে নির্বাচন করতে হয়েছে। এলডিপি নেতা এয়াকুব আলী বলেন, যেকোনো রাজনৈতিক দলের ‘ক্লিন ইমেজ’ধারী ব্যক্তির আমার পার্টিতে আসতে বাধা নেই। তারা স্বেচ্ছায় এলডিপিতে যোগ দিয়েছেন। তার পরও তাদের বিরুদ্ধে অপরাধমূলক কোনো কর্মকাণ্ডের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

যুবলীগের এক নেতা যুগান্তরকে জানান, যারা আওয়ামী লীগের নীতি আদর্শ বুকে ধারণ করেন তাদের দলের এই দুঃসময়ে অন্য দলে যাওয়ার কথা নয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম