Logo
Logo
×

নগর-মহানগর

জৈন্তাপুর ছাতক ও পাটগ্রাম সীমান্ত দিয়ে ৪৬ জনকে পুশইন

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সিলেটের জৈন্তাপুর, সুনামগঞ্জের ছাতক ও লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে মঙ্গলবার ভোরে ৪৬ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এছাড়া মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে সোমবার আটক ১২ রোহিঙ্গাকে শরণার্থী শিবিরে ও চার বাংলাদেশিকে পরিবারের জিম্মায় বাড়িতে পাঠিয়েছে পুলিশ। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

সিলেট, গোয়াইনঘাট ও ছাতক (সুনামগঞ্জ) : ৪৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, জৈন্তাপুর উপজেলার মিনাটিলা সীমান্ত দিয়ে ১৯ জনকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। বিজিবি সদস্যরা তাদের আটক করে হেফাজতে নেয়। তাদের সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা।

ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে আরও ২০ জনকে বাংলাদেশে পাঠিয়ে দেয় বিএসএফ। ২০ জনের মধ্যে ১৯ জনের বাড়ি কুড়িগ্রামে ও একজনের পাবনায়।

লালমনিরহাট : পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের হোসনাবাদ সীমান্ত দিয়ে সাতজনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। পরে বিজিবি সদস্যরা তাদের হেফাজতে নিয়ে থানা পুলিশের কাছে তুলে দেয়। তাদের বাড়ি খুলনার দৌলতপুর উপজেলায়। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, ‘পুশইনের শিকার সাতজনের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। নাগরিকত্ব যাচাই করে সত্যতা নিশ্চিত হলে তাদের পরিবারের কাছে তুলে দেওয়া হবে।’

বড়লেখা (মৌলভীবাজার) : বড়লেখার লাতু সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে আটক ১২ রোহিঙ্গাকে শরণার্থী ক্যাম্পে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার বিকালে পুলিশ তাদের কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন শরণার্থী শিবিরে পাঠায়। এর আগে আটক চার বাংলাদেশি নাগরিককে পুলিশ পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে। সোমবার ভোরে সীমান্তের জিরো লাইনে বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে দেয়। স্থানীয়দের সহায়তায় বিজিবির লাতু বিওপির টহল বাহিনী তাদের আটক করে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম