রাজশাহীর গ্র্যান্ড রিভারভিউ হোটেল
সরকারি অনুমোদন ছাড়াই চলছে চলচ্চিত্র প্রদর্শন
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জেলা প্রশাসকের অনাপত্তি (এনওসি) ছাড়াই রাজশাহীতে বাণিজ্যিকভাবে চলচ্চিত্র প্রদর্শন করছে রাজশাহীর হোটেল গ্র্যান্ড রিভারভিউ আবাসিক হোটেল। হোটেলটিতে অনুমোদিত কোনো সিনেপ্লেক্স নেই। গত কয়েক বছর ধরে কর্তৃপক্ষ দেশি-বিদেশি চলচ্চিত্র প্রদর্শন করছে উচ্চ মূল্যের টিকিটের বিনিময়ে। এক্ষেত্রে সিনেপ্লেক্স থেকে কোনো প্রমোদকর পাচ্ছে না সরকার। যা চলচ্চিত্র প্রদর্শনের ক্ষেত্রে বাধ্যতামূলক। রাজশাহী মহানগরীর কাজীহাটা এলাকায় অবস্থিত গ্র্যান্ড রিভারভিউ হোটেল। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ-আরডিএ থেকে বাণিজ্যিক ও আবাসিক তথা মিশ্র ক্যাটাগরিতে নকশা নিয়ে হোটেলের ভবন করা হয়। এই হোটেলটিতে অতিথি থাকেন নিয়মিত। সেখানে এখন বাণিজ্যিক সিনেমা প্রদর্শন করা হয়। প্রতিদিন বিকাল ৩টা, সন্ধ্যা ৬টা ও রাত ৯টায় শো চালানো হয়। হোটেলে সিনেপ্লেক্স করা হয়েছে। কিন্তু বাণিজ্যিক সিনেমা প্রদর্শনের জন্য তাদের কোনো অনুমতি নেই। চলচ্চিত্র প্রদর্শনের জন্য কোনো অনুমতি নেই। রাজশাহী জেলা প্রশাসনের তথ্য মতে, রাজশাহী জেলার ২৬টি প্রেক্ষাগৃহের মধ্যে বর্তমানে একটি অবশিষ্ট আছে। সেটি রাজশাহী নগরীর বাইরে। এছাড়া আর কোনো সিনেমা হলের অনুমতি নেই। কিন্তু প্রশাসনের অনুমতি ছাড়াই গ্র্যান্ড রিভারভিউ কর্তৃপক্ষ সিনেপ্লেক্স তৈরি করে বাণিজ্যিক সিনেমা প্রদর্শন করে যাচ্ছে। তবে চলচ্চিত্র প্রদর্শনী নিয়ন্ত্রণ আইন ১৯৬৫ অনুযায়ী, লাইসেন্স ছাড়া কোনো প্রেক্ষাগৃহে চলচ্চিত্র প্রদর্শন করা আইনত অপরাধ এবং এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে। কেবল সিনেমা হলের লাইসেন্স থাকলে হবে না, সিনেমা প্রদর্শনের জন্য আলাদাভাবে জেলা প্রশাসকের অনুমতির প্রয়োজন হয়। বিক্রীত টিকিটের ওপর আবগারি শুল্কসহ প্রমোদকর নির্ধারণ করা হয়, যা সরকারের রাজস্ব খাতে জমা দিতে হয়। এসব আইনের তোয়াক্কা না করেই প্রকাশ্যে রিভারভিউ হোটেল কর্তৃপক্ষ কয়েক বছর ধরে অবৈধভাবে সিনেমা হল চালাচ্ছে।
