Logo
Logo
×

নগর-মহানগর

ঢাকনা খোলা ড্রেন

টঙ্গীতে ৩৭ ঘণ্টা পর নিখোঁজ নারীর লাশ উদ্ধার

Icon

টঙ্গী শিল্পাঞ্চল (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গাজীপুরের টঙ্গীতে সিটি করপোরেশনের ঢাকনা খোলা ড্রেনে পড়ে নিখোঁজ নারীর লাশ ৩৭ ঘণ্টা পর তিন কিলোমিটার দূর থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার সকালে টঙ্গী পূর্ব থানার দত্তপাড়ার বাঁশপট্টি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

উদ্ধারের পর নিহত জ্যোতির বড় ভাই আক্রামুজ্জামান শোভন বোনের লাশ শনাক্ত করেন। এরপর ময়নাতদন্ত ছাড়াই তিনি লাশ নিয়ে যান। এ বিষয়ে প্রথমে একটি জিডি ও লাশ পাওয়ার পর একটি অপমৃত্যু মামলা করা হয়।

জানা যায়, রোববার রাত ৮টায় টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফুটপাতে ঢাকনা খোলা ড্রেনে পড়ে নিখোঁজ হন ফারিয়া তাসনিম জ্যোতি (৩২)। মুষলধারার বৃষ্টিতে ড্রেন ও রাস্তা তলিয়ে যাওয়ায় প্রবল স্রোতে নিখোঁজ নারী তলিয়ে যান। উদ্ধার অভিযান চলমান অবস্থায় জ্যোতির চাচাতো বোন শুকতারা ইসলাম ঐশী গণমাধ্যমকে বলেন, জ্যোতি চুয়াডাঙ্গা সদর থানার বাগানপাড়া গ্রামের মৃত ওলিউল্লাহ আহম্মেদ বাবলুর মেয়ে। তিনি মিরপুরে থেকে নিকুঞ্জর মনি ট্রেডিং করপোরেশনে ন্যাশনাল সেলস ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন। টঙ্গীতে একটি অফিশিয়াল ভিজিটে এসে তিনি ঢাকনা খোলা ড্রেনে পড়ে নিখোঁজ হন।

এদিকে নিখোঁজের পর স্থানীয়রা উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেয়। টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ৩৭ ঘণ্টা চেষ্টা করে ঘটনাস্থলের তিন কিলোমিটার দূরে একটি বিল থেকে লাশ উদ্ধার করে। টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, দুর্ঘটনাস্থলের ম্যানহোলটি প্রায় ১০ ফুট গভীর এবং প্রবল বর্ষণের কারণে পুরোপুরি ডুবে ছিল। প্রবল স্রোতের কারণে লাশ ভেসে এত দূরে চলে গেছে। টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান যুগান্তরকে বলেন, নিহত জ্যোতির বড় ভাই আক্রামুজ্জামান শোভন তার বোনের লাশ নিয়ে গেছেন। পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়া লাশ পরিবারকে দেওয়া হয়েছে। এ বিষয়ে লাশ পাওয়ার আগে একটি জিডি ও লাশ পাওয়ার পর একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম