Logo
Logo
×

নগর-মহানগর

সব করদাতার অনলাইনে রিটার্ন জমা বাধ্যতামূলক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মৃত, ৬৫ বয়সোর্ধ্ব প্রবীণ, প্রতিবন্ধী এবং বিদেশে অবস্থানরত- এই ৪ শ্রেণির ব্যক্তি ব্যতীত সব করদাতাকে আজ থেকে ২০২৫-২৬ করবর্ষের রিটার্ন অনলাইনে জমা দিতে হবে। রোববার এ সংক্রান্ত বিশেষ জারি আদেশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এতে বলা হয়েছে, ৪ আগস্ট (আজ) থেকে স্বাভাবিক ব্যক্তি করদাতাদের ২০২৫-২৬ করবর্ষের রিটার্ন অনলাইনে (etaxnbr.gov.bd) জমা বাধ্যতামূলক। তবে ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ করদাতা, সনদপত্র দাখিল সাপেক্ষে শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত ব্যক্তির রিটার্ন জমা বাধ্যতামূলক নয়। তবে তারা ইচ্ছা করলে অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন।

এনবিআর চেয়ারম্যান স্বাক্ষরিত আদেশে আরও বলা হয়, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে করদাতারা অনলাইনে রিটার্ন জমা দিতে না পারলে আগামী ৩১ অক্টোবরের মধ্যে অতিরিক্ত/যুগ্ম-কমিশনারের কাছে যৌক্তিক কারণ দেখিয়ে আবেদন করে কাগজের রিটার্ন জমা দিতে পারবেন।

আয়কর আইনে বলা আছে, আয়কর রিটার্ন জমা না দিলে করদাতার সর্বশেষ নিরূপিত আয়ের ওপর ধার্যকৃত করের ১০ শতাংশ হারে জরিমানা করা হয়, যা সর্বনিম্ন এক হাজার টাকা। ব্যর্থতা অব্যাহত থাকলে প্রতিদিনের জন্য ৫০ টাকা হারে অতিরিক্ত জরিমানা করার বিধান আছে। আগে কখনোই রিটার্ন জমা দেননি-এমন করদাতাদের জরিমানা হবে ৫ হাজার টাকা। আর আগে রিটার্ন দিয়েছেন, কিন্তু পরবর্তীতে রিটার্ন জমা দেননি-এমন করদাতাদের ক্ষেত্রে সর্বশেষ নিরূপিত আয়ের ওপর প্রদেয় করের ৫০ শতাংশ অথবা এক হাজার টাকার মধ্যে যেটা অধিক হবে, সেই হারে জরিমানা আরোপের বিধান আছে।

এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছর নির্দিষ্ট এলাকার অধিক্ষেত্রাধীন ব্যক্তি করদাতা, সারা দেশের সব ব্যাংকে কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং কিছু বহুজাতিক কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়। এতে ব্যাপক সাড়া পাওয়া যায়। এখন পর্যন্ত প্রায় ১৭ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন। অনলাইনে ব্যাংক ট্রান্সফার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদ অথবা অন্য কোনো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাপ ব্যবহার করে ঘরে বসেই কর পরিশোধ করা যায়। তাছাড়া অনলাইনে আয়কর রিটার্ন জমায় সমস্যা হলে তা তাৎক্ষণিকভাবে সমাধানের জন্য এনবিআরের কল সেন্টার এবং অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে সার্বক্ষণিক সেবা দেওয়া হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম