Logo
Logo
×

ওয়ানডে বিশ্বকাপ

২৯ বলে ১০০ দ্রুততম সেঞ্চুরির নতুন বিশ্বরেকর্ড

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আগের দিন ওয়ানডে বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার আইডেন মার্করাম। শ্রীলংকার বিপক্ষে তিন অঙ্ক ছুঁতে তার লেগেছিল ৪৯ বল। রোববার অস্ট্রেলিয়ার ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট দ্য মার্শ কাপে জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক যে অভাবনীয় তান্ডব চালালেন, তাতে মার্করামের ইনিংসটিকেও মন্থর মনে হতে পারে! ২১ বছর বয়সি এই অখ্যাত অসি ব্যাটার প্রোটিয়া কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সের রেকর্ড ভেঙে লিস্ট-এ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির নতুন বিশ্বরেকর্ড গড়েছেন। তাসমানিয়ার বিপক্ষে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে মাত্র ২৯ বলে তিন অঙ্ক ছুঁয়েছেন ম্যাকগার্ক। লিস্ট-এ ক্রিকেটে তো বটেই, যে কোনো স্বীকৃত ক্রিকেটে এটি দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড। একদিনের ক্রিকেটে এত দিন এই রেকর্ড ছিল ডি ভিলিয়ার্সের। ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১ বলে সেঞ্চুরি করেছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক। আর স্বীকৃত ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি ছিল ক্যারিবীয় গ্রেট ক্রিস গেইলের। ২০১৩ সালে আইপিএলে পুনের বিপক্ষে বেঙ্গালুরুর হয়ে তিন অঙ্ক ছুঁতে তার লেগেছিল ৩০ বল। কাল দুজনকেই পেছনে ফেলা ম্যাকগার্ক ৩৮ বলে ১০ চার ও ১৩ ছক্কায় করেন ১২৫ রান। তারপরও তার দল হেরেছে ৩৭ রানে। আগে ব্যাট করে তাসমানিয়া তুলেছিল নয় উইকেটে ৪৩৫ রান, যা মার্শ কাপের ইতিহাসে সর্বোচ্চ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম