Logo
Logo
×

ওয়ানডে বিশ্বকাপ

এক ম্যাচ আগেই বিশ্বকাপ শেষ সাকিবের

Icon

জ্যোতির্ময় মন্ডল, পুনে থেকে

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দিল্লিতে বিশ্বকাপের অষ্টম ম্যাচের পর সাকিব আল হাসানের কাছে এক ভারতীয় সাংবাদিকের প্রশ্ন, তামিম ইকবাল থাকলে বিশ্বকাপটা আরও ভালো হতো না? উত্তর দেননি সাকিব। তামিম, পুনে এবং সাকিব-এই তিনের মধ্যে দারুণ এক মিল ও অমিল রয়েছে। তামিম আইপিএলে পুনে ওয়ারিয়র্স দলে ছিলেন। বিশ্বকাপে পুনেতে বাংলাদেশ এসেছে দুবার। দুবারই খেলা হচ্ছে না বাংলাদেশ অধিনায়কের। বাঁ-হাতের তর্জনীর চোটে সাকিবের বিশ্বকাপ শেষ হয়ে গেছে। তার পরিবর্তে কাউকে দলে নেওয়া হবে কি না, জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগে পেশির চোটে পুনেতে ভারতের বিপক্ষে সাকিব খেলতে পারেননি। এদিকে শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত।

হতাশাজনক বিশ্বকাপে ছয় হারের পর শ্রীলংকার বিপক্ষে জিতেছে বাংলাদেশ। কাল দিল্লির টিম হোটেলে সাকিবের সঙ্গে দেখা যায় তার বাবা মাশরুর রেজাকে। ক্রিকেটারদর সঙ্গে তাদের পরিবারের সদস্যদের মাঝেমধ্যে দেখা গেলেও সাকিব ও তার বাবাকে এই প্রথম দেখা গেল। সোমবার দিল্লিতে শ্রীলংকার বিপক্ষে সম্মান বাঁচানোর লড়াইয়ে ব্যাটিংয়ের শুরুতেই আঙুলে চোট পান সাকিব। ব্যথা নিয়েই ব্যাটিং করেন। সেঞ্চুরি থেকে ১৮ রান দূরে আউট হওয়া সাকিবই ম্যাচসেরা। ৬৫ বলে ৮২ রানের পর বোলিংয়ে নেন তিন উইকেট। শ্রীলংকার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউসকে ‘টাইমড আউট’ করে আলোচনায় সাকিব। ম্যাচজুড়ে ছিল তুমুল উত্তেজনা। সেই ম্যাচে সেরা পারফরম্যান্স দেখিয়ে ম্যাচসেরা সাকিব। ম্যাচ শেষে বাংলাদেশ দলের সঙ্গে হাত মেলায়নি শ্রীলংকা। দীর্ঘদিনের বন্ধু ম্যাথিউস সংবাদ সম্মেলনে এসে জানান, সাকিব ও বাংলাদেশের প্রতি শ্রীলংকার যে সম্মান ছিল, এখন সেটা নেই।

বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম বলেন, ‘ইনিংসের শুরুর দিকে সাকিবের বাঁ-হাতের তর্জনীতে বল লাগে। ব্যথানাশক ওষুধ নিয়েও সহায়ক টেপ পেঁচিয়ে ব্যাটিং চালিয়ে নেন তিনি। ম্যাচ শেষে দিল্লিতে তার এক্স-রে করানো হয়।’ তিনি বলেন, ‘রিপোর্টে আঙুলের কড়ির মাঝে চিড় ধরা পড়েছে। সেরে উঠতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে।’ পুনর্বাসন প্রক্রিয়া শুরু করার জন্য তিনি গতকালই ঢাকায় ফিরে গেছেন। বিশ্বকাপ শেষ হওয়ার পর টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। ২৮ নভেম্বর শুরু হতে যাওয়া সিরিজে নিশ্চিতভাবে খেলা হচ্ছে না সাকিবের।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম