Logo
Logo
×

ওয়ানডে বিশ্বকাপ

ছয় বলে ৬ উইকেট

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিশ্বকাপের মাঝে বিশ্বরেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার এক ক্রিকেটার। সেখানকার ঘরোয়া ক্রিকেটে এক ওভারের ছয় বলে ছয় উইকেট নিয়েছেন তিনি।

এখন পর্যন্ত ক্রিকেটের ইতিহাসে এ ঘটনা দেখা যায়নি। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে গোল্ডকোস্ট প্রিমিয়ার লিগে সার্ফার্স প্যারাডাইজের বিরুদ্ধে খেলা ছিল মুদগিরাবার। সেই ম্যাচে শেষ ওভারে জিততে পাঁচ রান

দরকার ছিল সার্ফার্সের। শেষ ওভারে বল করতে আসেন মুদগিরাবার অধিনায়ক গ্যারেথ মরগ্যান। ওভারের প্রতিটি বলেই উইকেট নেন তিনি। চার রানে দলকে জিতিয়ে দেন মরগ্যান।

প্রথম বলেই সার্ফার্সের ওপেনার জেক গারল্যান্ডকে আউট করেন মরগ্যান। জেক তখন ৬৫ রান করে খেলছিলেন। পরের পাঁচ বলে পাঁচজনকে শূন্য রানে ফেরান তিনি। ম্যাচ শেষে মরগ্যান বলেন, ‘বিশ্বাস হচ্ছে না। ওভার শুরুর আগে আম্পায়ার বলেছিলেন, আমি হ্যাটট্রিক নিতে পারলে তবেই দলের জেতার সুযোগ থাকবে। হ্যাটট্রিক নয়, ডাবল হ্যাটট্রিক হয়েছে। ক্রিকেটে এটা হতে পারে ভাবতেই পারিনি। শুধু উইকেট লক্ষ্য করে বল করেছি। তাতেই সাফল্য এসেছে।’

এর আগে এক ওভারে পাঁচ উইকেট নেওয়ার ঘটনা তিনবার ঘটেছে। ২০১১ সালের নিউজিল্যান্ডের নিল ওয়াগনার, ২০১৩ সালে বাংলাদেশের আল আমিন হোসেন ও ২০১৯ সালে ভারতের অভিমন্যু মিথুন এই কীর্তি করেছিলেন। এবার ওভারের ছয় বলেই উইকেট নিলেন মরগ্যান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম