Logo
Logo
×

অর্থনীতি

সেবা কর্নার

ভ্যাট নিবন্ধন করবেন যেভাবে

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৭ অক্টোবর ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

প্রচলিত আইন অনুযায়ী দেশের যে কোনো জায়গায় ব্যবসা-বাণিজ্য করতে হলে ভ্যাট নিবন্ধন সনদ (বিআইএন) নেয়া বাধ্যতামূলক।

যাদের বার্ষিক টার্নওভার ৮০ লাখ টাকা, তাদের বিআইএন নম্বর নিতে হবে। এর বিপরীতে ৩ শতাংশ টার্নওভার ট্যাক্স আরোপিত আছে।

সরবরাহকারী, ঠিকাদার, ব্যবসায়ী (পরিবেশক, পাইকারি ও খুচরা বিক্রেতা), আমদানি-রফতানিকারকসহ শিল্প কারখানা স্থাপনে বিআইএন নিতে হবে। এ সনদ না নিলে আমদানি-রফতানি কার্যক্রম বা সরকারি নিলাম, টেন্ডারে অংশ নেয়া যাবে না।

আর ক্ষুদ্র দোকানদারদের এলাকাভেদে প্যাকেজ ভ্যাট দেয়ার বিধান রয়েছে। তাদের ভ্যাট নিবন্ধন নিতে হয়। জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট বিভাগ থেকে এ নিবন্ধন দেয়া হয়।

প্রয়োজনীয় যেসব কাগজপত্র লাগবে

ভ্যাট নিবন্ধন নিতে বেশ কিছু কাগজপত্রের প্রয়োজন হয়। এর মধ্যে নবায়নকৃত ট্রেড লাইসেন্সের সত্যায়িত ফটোকপি; মালিক/ব্যবস্থাপনা পরিচালকের জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি; পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত ছবি; টিআইএন সার্টিফিকেটের সত্যায়িত কপি; জমির/বাড়ির/ভবনের/প্রাঙ্গণের মালিকানা বা ভাড়া সংক্রান্ত কাগজপত্র; আমদানিকারকের ক্ষেত্রে নবায়নকৃত আইআরসির সত্যায়িত ফটোকপি; রফতানিকারকের ক্ষেত্রে নবায়নকৃত ইআরসির সত্যায়িত ফটোকপি; পণ্য উৎপাদনকারী হলে কারখানার ব্লু প্রিন্ট, প্ল্যান্টের বর্ণনা, যন্ত্রপাতির বর্ণনা, উৎপাদিত পণ্য ও ব্যবহৃত উপকরণ সম্পর্কিত ঘোষণা; ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে সংশ্লিষ্ট ব্যাংকের প্রত্যয়নপত্র (ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নম্বর, শাখা, ঠিকানাসহ); লিমিটেড কোম্পানির জন্য মেমোরেন্ডাম অব আর্টিকেলস, অ্যাসোসিয়েশন অব আর্টিকেলস এবং সার্টিফিকেট অব ইনকর্পোরেশন, পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে অংশীদারিত্বের চুক্তিপত্র লাগবে।

কীভাবে পাবেন বিআইএন সনদ

প্রয়োজনীয় কাগজপত্রসহ সংগ্রহের পর অনলাইনে (www.vat.gov.bd) বিআইএন সনদের জন্য আবেদন করতে হবে। এ ওয়েবসাইটে প্রবেশের পর ফরমে ক্লিক করে মূসক-২.১ ফরম পূরণ করতে হবে।

প্রয়োজনে ওয়েবসাইটের ইউজার গাইড ক্লিক করে পুরো প্রক্রিয়াটি দেখে নিতে পারেন। এছাড়া প্রয়োজনীয় কাগজপত্রসহ পার্শ্ববর্তী ভ্যাট কমিশনারেটের সংশ্লিষ্ট সার্কেলে গিয়েও বিআইএন সনদ নিতে পারেন। এজন্য কোনো ফি নেয়া হয় না।

বিআইএন না নিলে বিদ্যমান ভ্যাট আইনে বলা আছে, ভ্যাটযোগ্য সেবা বা ব্যবসা পরিচালনা সত্ত্বেও কোনো ব্যবসায়ী যদি বিআইএন না নেয় তাহলে আইন অনুযায়ী জরিমানা করা হবে।

এক্ষেত্রে প্রথমে ওই ব্যবসা প্রতিষ্ঠানকে আইনের ক্ষমতাবলে জোরপূর্বক বিআইএন দেয়া হবে।

পরে ব্যবসার শুরু থেকে বিআইএন সরবরাহ পর্যন্ত ওই প্রতিষ্ঠান যে সেবা বা পণ্য সরবরাহ করেছে তার মূল্য হিসেব করে ভ্যাট আদায় করা হবে। এর সঙ্গে সুদও আদায় করা হবে।

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম