Logo
Logo
×

অর্থনীতি

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী

সব ব্যাংকে মুজিব কর্নার

আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন। এ উপলক্ষে বছরজুড়ে অর্থাৎ আগামী বছরের ১৭ মার্চ পর্যন্ত পালিত হবে মুজিববর্ষ। এ উপলক্ষে সরকারি ও বেসরকারিভাবে বহুমুখী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ব্যাংকিং খাতও পিছিয়ে নেই। বাংলাদেশ ব্যাংকসহ সরকারি-বেসরকারি ব্যাংকগুলো নানা ধরনের কর্মসূচি নিয়েছে। প্রতিটি ব্যাংকে স্থাপন করা হবে বঙ্গবন্ধু কর্নার। এসব নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন-

Icon

হামিদ বিশ্বাস

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রীয় কর্মসূচির পাশাপাশি বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বহুমুখী কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছে। এক্ষেত্রে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোও পিছিয়ে নেই। তারা নানা ধরনের কর্মসূচি গ্রহণ করেছে। বাংলাদেশ ব্যাংক চারটি স্মারক মুদ্রা প্রকাশ করবে। এর মধ্যে একটি ২০০ টাকা মূল্যমানের স্মারক নোট। পরে তা প্রচলিত মুদ্রায় পরিণত হবে। দেশে এ প্রথমবারের মতো ২০০ টাকা মূল্যমানের নোট বাজারে আসছে। সরকারি খাতের অগ্রণী ব্যাংকে ইতিমধ্যে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়েছে। এখন অন্য সরকারি ব্যাংকগুলোর পাশাপাশি বেসরকারি ব্যাংকগুলোতেও বঙ্গবন্ধু কর্নার স্থাপন করার উদ্যোগ নেয়া হয়েছে। চলতি বছরের ১৭ মার্চ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান শুরু হবে। শেষ হবে আগামী বছরের ১৭ মার্চ। এর মধ্যে ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস থেকে জন্মশতবার্ষিকী অনুষ্ঠানের ক্ষণগণনা শুরু হয়েছে। সূত্র জানায়, জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুকে স্মরণীয় করে রাখতে বেসরকারি ৪১টি ব্যাংকে একযোগে মুজিব কর্নার নির্মাণ করা হবে। মূলত এ প্রস্তাবটি আসে ব্যাংকের চেয়ারম্যানদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) পক্ষ থেকে। ৬ জানুয়ারি গুলশানের জব্বার টাওয়ারে বিএবির কার্যালয়ে একটি মুজিব কর্নার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে আদলেই সব ব্যাংকে মুজিব কর্নার স্থাপন করা হবে। জানা গেছে, দেশের ৬৪টি জেলায় একটি করে মুজিব কর্নার স্থাপন করা হবে। একেকটি ব্যাংক একেকটি জেলায় মুজিব কর্নার স্থাপনের দায়িত্ব নেবে। এ ব্যাপারে এবিবি প্রয়োজনীয় কাজ করছে। কোন ব্যাংক কোন জেলায় করবে সেটি এবিবি থেকে ঠিক করে দেয়া হবে। পরে ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এটি বাস্তবায়নের উদ্যোগ নেবে। এতে বিএবির আদলে বঙ্গবন্ধু ও বাংলাদেশের মুক্তি সংগ্রামকে তুলে ধরা হবে। থাকবে বঙ্গবন্ধুর বিভিন্ন ধরনের আলোকচিত্র, ৭ মার্চের ভাষণ, বঙ্গবন্ধুকে নিয়ে প্রকাশিত বিভিন্ন বই, বিভিন্ন ধরনের ডকুমেন্টারি। এ কর্নার থেকে বঙ্গবন্ধু সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে বিভিন্ন সময়ে নানা ধরনের কর্মসূচিও হাতে নেয়া হবে। জানতে চাইলে এমডিদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান এবং ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলী রেজা ইফতেখার যুগান্তরকে বলেন, বঙ্গবন্ধুকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশের সব বেসরকারি ব্যাংকে মুজিব কর্নার নির্মাণ করা হবে। নির্মিতব্য কর্নারের নকশা, আয়তনসহ বিভিন্ন প্রস্তুতির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। প্রাথমিকভাবে সব ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি করে মুজিব কর্নার স্থাপন করা হবে। এরপর সারা দেশে ছড়িয়ে পড়বে। এরই অংশ হিসেবে ইস্টার্ন ব্যাংকেও মুজিব কর্নার নির্মাণের কাজ চলছে। মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কামরুল ইসলাম চৌধুরী যুগান্তরকে বলেন, বঙ্গবন্ধু ছাড়া দেশের স্বাধীনতা কল্পনা করা যায় না। আজ আমরা স্বাধীন দেশে ব্যবসা-বাণিজ্য, ব্যাংকিং করছি। আমি একটি ব্যাংকের এমডি হয়েছি। এ কৃতিত্ব বঙ্গবন্ধুর। তিনি নেই, কিন্তু তার আদর্শ আছে, আমরা সে পথে চলব। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মার্কেন্টাইল ব্যাংকে দুটি মুজিব কর্নার স্থাপন করব। একটি প্রধান কার্যালয়ে এবং অপরটি বাণিজ্যিক শহর চট্টগ্রামে নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার ভিত্তিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অন্যান্য কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি।

এ প্রসঙ্গে স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খন্দকার রাশেদ মাকসুদ যুগান্তরকে বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ব্যাংকিং খাতে ব্যাপক প্রস্তুতি চলছে। বিশেষ করে বিএবির নির্দেশনায় অত্যন্ত ঝাঁকজমকভাবে মুজিব কর্নার স্থাপন করা হবে।

পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল হালিম চৌধুরী যুগান্তরকে বলেন, নিজেদের ইতিহাস-ঐতিহ্য সবার জানা উচিত। বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশ হতো না। তাকে জানতেই হবে। সেজন্য তার জন্মশতবার্ষিকী উপলক্ষে সব ব্যাংক নানা আয়োজন করছে। এরই অংশ হিসেবে সব ব্যাংক দুটি মুজিব কর্নার স্থাপনের উদ্যোগ নিয়েছে।

একটি প্রধান কার্যালয়ে, আর অপরটি যে কোনো জেলা শহরে নির্মাণ করা হবে। এতে বঙ্গবন্ধুর বিরল ছবি, তার ওপর লেখা বইসহ তার বিখ্যাত উক্তিগুলো লেখা থাকবে। এ ধরনের একটি মুজিব কর্নার ইতিমধ্যে বিএবি নির্মাণ করেছে। অনেকটা সে আদলে ব্যাংকগুলো মুজিব কর্নার তৈরি করবে। সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম কামাল হোসেন যুগান্তরকে বলেন, বর্তমান প্রজন্ম যেন বঙ্গবন্ধুকে জানতে পারে সেজন্য মুজিব কর্নার স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এটি বিএবির আদলেই হবে। অনেকটা লাইব্রেরির মতো। যেখানে বঙ্গবন্ধু ও স্বাধীনতার ওপর লেখা বই, বঙ্গবন্ধুর ছবি এবং বিভিন্ন উক্তি থরে থরে সাজানো থাকবে। যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ যুগান্তরকে বলেন, প্রধান কার্যালয় এবং বিভাগীয় শহরে একটি করে মুজিব কর্নার স্থাপন করা হবে। ইতিমধ্যে শাখাগুলোর কাছে প্রস্তাব আহ্বান করা হয়েছে। শাখার প্রস্তাব পেলেই বরাদ্দ দেব।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম