স্ট্যান্ডার্ড ব্যাংকের ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
শরিয়াহ্ ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৪ আগস্ট ২০২৫ তারিখে পুলিশ কনভেনশন হল, ইস্কাটন গার্ডেন রোড, রমনা, ঢাকায় অনুষ্ঠিত হয়। ওই সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আজিজ। সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান একেএম আবদুল আলীম, পরিচালক ও প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান কামাল মোস্তফা চৌধুরী, পরিচালক মোহাম্মদ মনজুর আলম, অশোক কুমার সাহা, ফিরোজুর রহমান, এসএএম হোসাইন, আলহাজ মোহাম্মদ শামসুল আলম, গুলজার আহমেদ, মো. জাহেদুল হক, ফেরদৌস আলী খান, জাহিদুল আলম, স্বতন্ত্র পরিচালক গোলাম হাফিজ আহমেদ, শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ড. মো. সাইফুল্লাহ্, ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ সালাহ উদ্দিন, এফসিএস, পর্যবেক্ষক হিসাবে ডিএসই ও সিএসই থেকে যথাক্রমে সাইদুর রহমান ভুঁইয়া ও আলমগীর কবির, শেয়ারহোল্ডাররা, ব্যাংকের শুভাকাক্সক্ষী, অতিথিরা ও অডিটরের প্রতিনিধিসহ বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। কোম্পানি সেক্রেটারি মো. মিজানুর রহমান, এফসিএস সভা পরিচালনা করেন।
সভায় ব্যাংকের ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদন ও ডিরেক্টর’স রিপোর্ট উপস্থাপনসহ ওই বছরে ব্যাংকের বিভিন্ন কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। ব্যাংকের চেয়ারম্যান ও শেয়ারহোল্ডারসহ সবার উপস্থিতি ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। ভবিষ্যতে ব্যাংকের মুনাফা আরও বৃদ্ধিপূর্বক আকর্ষণীয় লভ্যাংশ প্রদান করা সম্ভব হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। এ লক্ষ্যে কাজ করতে ব্যাংকের কর্মীদের প্রতি আহ্বান জানান। সভার প্রারম্ভে স্বাগত ভাষণ দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান। সভায় গত অর্থবছরের বার্ষিক হিসাব বিবরণী ও নিরীক্ষা প্রতিবেদনসহ সব আলোচ্যসূচি সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।
