উপেক্ষিত নগর পরিচ্ছন্নতা
নাগরিক দুর্ভোগের অবসান হোক
সম্পাদকীয়
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩২ নম্বর ওয়ার্ডের জনজীবন দুর্ভোগে জর্জরিত। বৃহস্পতিবার যুগান্তরের খবরে প্রকাশ-বর্জ্য অব্যবস্থাপনার কারণে এলাকাবাসীর ভোগান্তি চরমে উঠেছে। বিশেষ করে জেনেভা ক্যাম্প এলাকায় রাস্তার উপরে ময়লার ডাম্প আর তার পাশেই সিএনজি অটোরিকশা স্ট্যান্ড পুরো ওয়ার্ডের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি উদ্বেগজনক সন্দেহ নেই। তবে এই ওয়ার্ডের সমস্যাগুলো একটি স্থানীয় চিত্র হলেও তা কার্যত আমাদের পুরো নগরীর সামগ্রিক অব্যবস্থাপনারই প্রতিচ্ছবি। রাজধানী ঢাকার বর্জ্য অব্যবস্থাপনা, যানজট, দখলদারত্ব এবং নাগরিক পরিষেবা প্রদানে দীর্ঘসূত্রতা নাগরিকদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে।
৩২ নং ওয়ার্ডের জেনেভা ক্যাম্প এলাকাই শুধু নয়, নগরীর বিভিন্ন স্থানে রাস্তার উপর ময়লার ডাম্প ও অবৈধ সিএনজি স্ট্যান্ডের অবস্থান একাধারে যানজট ও তীব্র দুর্গন্ধের উৎস। পরিতাপের বিষয়, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলে অন্যের ওপর দায় চাপানোর প্রতিযোগিতা দেখা যায়। কিন্তু মনে রাখা দরকার, বর্জ্য ব্যবস্থাপনার মতো মৌলিক নাগরিক পরিষেবা নিশ্চিত করা সিটি করপোরেশনের প্রাথমিক দায়িত্ব। এ দায়িত্ব শুধু ডাম্পিংয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে আধুনিক ও বিজ্ঞানসম্মত বর্জ্য প্রক্রিয়াকরণ ও অপসারণের দিকে মনোযোগ দিতে হবে। এছাড়াও, নগরীর বিভিন্ন স্থানে ফুটপাতগুলো হকারদের দখলে থাকায় পথচারীরা বাধ্য হচ্ছে মূল সড়ক ব্যবহার করতে, যা নিত্যদিনের যানজট এবং ছোটখাটো দুর্ঘটনার কারণ। নগরীর বিভিন্ন স্থানে মাদক সন্ত্রাস, কিশোর গ্যাংয়ের চাঁদাবাজি এবং অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশার দৌরাত্ম্য নগরজীবনকে দুর্বিষহ করে তুলেছে। এ সমস্যাগুলো শুধু আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর মাধ্যমেই সমাধান হবে না; আমরা মনে করি, এর জন্য প্রয়োজন স্থানীয় জনপ্রতিনিধি ও সিটি করপোরেশনের সমন্বিত ও কার্যকর পদক্ষেপ।
জলাবদ্ধতা, গ্যাস সংকট এবং নষ্ট সড়কবাতির সমস্যাগুলোও আমাদের নগর পরিষেবার ভঙ্গুরতা তুলে ধরে। নগর কর্তৃপক্ষের উচিত, দ্রুত এসব সমস্যার সমাধান করা। ভুলে গেলে চলবে না, একটি আধুনিক ও বসবাসযোগ্য নগরী গড়তে হলে কেবল অবকাঠামো নির্মাণই যথেষ্ট নয়, প্রয়োজন নিয়মিত মনিটরিং, জবাবদিহি এবং নাগরিক সুবিধাগুলো সময়মতো নিশ্চিত করা। ৩২ নম্বর ওয়ার্ডের ভোগান্তি আসলে পুরো শহরেরই গলার কাঁটা। এই চিত্র থেকে শিক্ষা নিয়ে মেয়র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একটি পরিচ্ছন্ন, যানজটমুক্ত ও নিরাপদ নগরী উপহার দিতে জরুরি পদক্ষেপ নিতে হবে। নাগরিকদেরও সচেতনতার পাশাপাশি কর্তৃপক্ষের কর্মকাণ্ডে সহযোগিতার হাত বাড়াতে হবে।
