Logo
Logo
×

সম্পাদকীয়

এমন প্রতিক্রিয়া কাম্য নয়

নৈরাজ্যের বিরুদ্ধে জোরালো অবস্থান নিন

Icon

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যু এক চরম হৃদয়বিদারক ঘটনা। ভারতীয় আগ্রাসন প্রতিরোধে এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অল্পকিছুদিনেই তিনি যে ভূমিকা রেখেছিলেন, জাতি চিরদিন তা স্মরণে রাখবে। তার অকালমৃত্যুর ভার জাতি নিতে পারছে না, আর হত্যাকারীদের প্রতি ঘৃণার শেষ নেই।

এসব সত্যের পাশাপাশি হাদির মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রাজধানীসহ দেশজুড়ে যেসব কাণ্ড ঘটানো হয়েছে, তা তীব্র নিন্দার দাবি রাখে। স্বাভাবিক প্রত্যাশা ছিল, হাদির মৃত্যুতে জাতি গভীর শোক প্রকাশ করার পাশাপাশি হত্যাকারীদের বিচারের দাবিতে সোচ্চার হবে এবং সেটা নিয়মতান্ত্রিকভাবে। কিন্তু সুনাগরিকরা বিস্ময়ের সঙ্গে লক্ষ করেছেন, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটও হয়েছে। হামলা থেকে রক্ষা পায়নি দেশের দুটি প্রথম সারির সংবাদপত্রের কার্যালয়। পোড়ানো হয়েছে ভবন দুটি। যে বিষয়টি বেশি আলোচিত হয়েছে, তা হলো আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা। এই নিষ্ক্রিয়তা সরকারের ব্যর্থতা, নাকি তাতে নীরব সমর্থন-এ প্রশ্নও তুলেছেন বিশ্লেষকরা। উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঠেকাতেই এই হামলা। যদি এটাই সত্য ধরে নিয়েছেন উপদেষ্টারা, তাহলে হামলা প্রতিরোধের চেষ্টা করা হয়নি কেন। আমরা দেখেছি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়েও কীভাবে হামলাকারীদের সামনে অসহায় ছিলেন। শুধু দুটি মিডিয়া হাউজই নয়, হামলা হয়েছে বহু পুরোনো প্রতিষ্ঠান ছায়ানটসহ আরও অনেক কাঠামোয়। দুই ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয়ও আক্রমণের শিকার হয়েছে। মহানবীর বিরুদ্ধে কটূক্তি করার অপরাধে হত্যার পর পোড়ানো হয়েছে অভিযুক্তের শরীর।

সামগ্রিক নৈরাজ্য ঠেকাতে সরকারের ব্যর্থতার নিন্দা জানাই আমরা। জাতীয় নির্বাচন সমাগত। এমন একসময় দেশে নৈরাজ্য সৃষ্টিকারীদের যদি প্রশ্রয় দেওয়া হয়, তাহলে আগামী দিনে অরাজকতা বাড়বে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান কঠিন হয়ে পড়বে। অতঃপর সরকারের প্রতি আমাদের আবেদন থাকবে, এরপর থেকে নৈরাজ্য তৈরির যে কোনো চেষ্টা যেন শক্ত হাতে দমন করা হয়। তা নাহলে জাতি এক গভীর সংকটে নিপতিত হবে। অভ্যুত্থানে বিজয়ের পর যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে না।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম