Logo
Logo
×

সম্পাদকীয়

বীর বিপ্লবীর প্রস্থান

হাদির স্বপ্ন বাস্তবায়ন হোক আমাদের অঙ্গীকার

Icon

সম্পাদকীয়

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বীর বিপ্লবীর প্রস্থান

শনিবার সংসদ ভবন চত্বরে লাখো মানুষের যে জনসমুদ্র দেখা গেল, তা কেবল একটি জানাজা ছিল না; বরং তা ছিল এক বিপ্লবীর প্রতি জাতির অকৃত্রিম শ্রদ্ধা এবং তার আদর্শের প্রতি একাত্মতা। বীর হাদির বিদায়বেলায় স্মরণকালের এই বৃহত্তম জমায়েত প্রমাণ করে, সাধারণ মানুষের হৃদয়ে তার স্থান কতটা গভীরে ছিল। প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সব রাজনৈতিক দলের নেতাদের এই অংশগ্রহণ একটি শক্তিশালী বার্তা দেয়-ব্যক্তি হাদি চলে গেলেও তার রেখে যাওয়া আকাঙ্ক্ষা আজ জাতীয় ঐক্যের প্রতীকে পরিণত হয়েছে।

হাদির চাওয়া ছিল খুব স্পষ্ট এবং সাধারণ। তিনি এমন এক বাংলাদেশের স্বপ্ন দেখতেন, যেখানে রাষ্ট্রের মালিকানা থাকবে জনগণের হাতে, যেখানে মেধা ও সততার মূল্যায়ন হবে এবং যেখানে ক্ষমতার দাপট নয়, বরং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। হাদির প্রতিটি সংগ্রাম ছিল বৈষম্যহীন এক সমাজের জন্য। আজ যখন আমরা তার প্রাপ্তি আর আমাদের অপ্রাপ্তির হিসাব মেলাতে বসি, তখন দেখি এক বিশাল শূন্যতা। তবে সেই শূন্যতার মাঝেও আশার আলো হয়ে ফুটে আছে সাম্প্রতিক গণ-অভ্যুত্থানের অর্জনগুলো। হাদির মতো হাজারো বিপ্লবীর রক্ত আর ত্যাগের বিনিময়ে আমরা যে বাকস্বাধীনতা এবং নতুন করে স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি, সেটিই আমাদের প্রাথমিক প্রাপ্তি। কিন্তু এই প্রাপ্তিকে পূর্ণতা দিতে হলে প্রয়োজন টেকসই এক রাজনৈতিক কাঠামো। ভুলে গেলে চলবে না, হাদির চাওয়া ছিল কেবল ক্ষমতার পরিবর্তন নয়, বরং ব্যবস্থার পরিবর্তন। সেই ব্যবস্থার পরিবর্তনের প্রধান ধাপ হলো একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে কেবল একটি সরকার গঠন নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধারের প্রক্রিয়াকে চূড়ান্ত রূপ দিতে হবে।

গণতন্ত্র কেবল ভোট দেওয়ার অধিকার নয়; এটি একটি নিরবচ্ছিন্ন প্রক্রিয়া, যেখানে প্রতিটি নাগরিকের কণ্ঠস্বর গুরুত্বপূর্ণ। হাদি তার জীবদ্দশায় বারবার সতর্ক করেছিলেন যেন অর্জিত বিপ্লব কোনো বিশেষ গোষ্ঠী বা স্বার্থান্বেষী মহলের হাতে জিম্মি না হয়ে পড়ে। তাই আসন্ন নির্বাচনে অংশ নেওয়া প্রতিটি রাজনৈতিক দলের ওপর এক বিশাল দায়িত্ব অর্পিত হয়েছে। তাদের প্রমাণ করতে হবে যে, তারা হাদির আদর্শকে ধারণ করেন এবং ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে দেশ ও জনগণকে স্থান দিতে প্রস্তুত।

বলা বাহুল্য, হাদির বিদায় আমাদের এক সন্ধিক্ষণে দাঁড় করিয়ে দিয়েছে। লাখো মানুষের এই ঢল আসলে এক নীরব প্রতিশ্রুতি, সেটি হচ্ছে, বিপ্লবীর রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। প্রধান উপদেষ্টা এবং রাজনৈতিক নেতৃত্বকে বুঝতে হবে, হাদির চাওয়া আর জনগণের প্রত্যাশা এখন এক বিন্দুতে মিলিত হয়েছে। সেই বিন্দুটি হলো-একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক এবং ন্যায়বিচারভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা। আমাদের প্রত্যাশা, হাদির শেষ বিদায়ের ক্ষণে সংসদ ভবন চত্বরের এ জনসমুদ্রে যে চেতনার জোয়ার এসেছে, তা যেন স্তিমিত না হয়, এর মধ্য দিয়ে যেন আমাদের নতুন যাত্রার শুরু হয়। এবং গণতন্ত্র পুনরুদ্ধারের এই পথচলায় আসন্ন নির্বাচন যেন হয় স্বচ্ছতা ও জনমতের প্রকৃত প্রতিফলন। তবেই হাদির আত্মা শান্তি পাবে এবং জাতি হিসাবে আমরা আমাদের ঋণের দায় কিছুটা হলেও শোধ করতে পারব।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম