Logo
Logo
×

সম্পাদকীয়

বিবেককে গলাটিপে মারবেন না

Icon

তানজিনা পিয়াস

প্রকাশ: ৩০ জুন ২০১৯, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

বিবেককে গলাটিপে মারবেন না

প্রতীকী ছবি

কথায় আছে, প্রাণ থাকলেই প্রাণী হয়; কিন্তু মন না থাকলে মানুষ হয় না। এ কথাটির সঙ্গে এটাও যোগ করা যেতে পারে, বিবেক না থাকলেও কেউ মানুষ হয় না। তখন একটা বন্যপ্রাণী আর মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকে না। আজকের এই উন্নত যোগাযোগ মাধ্যমের যুগে মানুষ এতটাই মগ্ন হয়ে থাকে ফেসবুক-মেসেঞ্জার-গুগল-টুইটারে যে, বাস্তবতা থেকে তারা মুখ ঘুরিয়ে নিচ্ছে। একজন মানুষের সামনে যদি কাউকে খুনও করা হয়, তবুও কারও বিবেকবোধ জাগে না! তখনও কারও বিবেক কেঁদে বলে না যে, মানুষটাকে একটু সাহায্য করা উচিত।

বরগুনায় রাফাত নামের এক যুবককে তার স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা করা হল। আশপাশে রাফাতেরই সমবয়সী অনেক তরুণ দাঁড়িয়ে ছিল। কিন্তু কেউ তাকে বাঁচাতে এগিয়ে এলো না। কেউ একটিবারও ভাবল না যে, ছেলেটা মারা গেলে তার স্ত্রী হবে বিধবা, ছেলেটার মা-বাবা হবেন সন্তানহারা, ভাইবোনরা হারাবে ভাই। সত্যিই আমরা বিবেক হারিয়ে ফেলেছি। যদি সবাই এগিয়ে আসত, তাহলে ছেলেটা হয়তো বেঁচে যেত। একটা সংসার রক্ষা পেত।

আমার এ লেখাটা হয়তো কেউ পড়বে না। কিংবা কেউ কেউ হয়তো পড়বে। তাদের কাছে আমার অনুরোধ, কখনও আপনাদের সামনে যদি কেউ বিপদে পড়ে, তাকে সাহায্য করুন। আপনি একা না পারলে আশপাশের সবাইকে একত্রিত করে এগিয়ে আসুন। কারণ মানুষ তো মানুষেরই জন্য। জীবনটাকে যাপিত করে পশুরাও; কিন্তু তাদের জীবনের কোনো অর্থ নেই। মানুষ ইচ্ছা করলেই পারে তাদের জীবনটাকে সার্থক করতে। মানুষের জীবনের সত্যিই একটা অর্থ থাকা উচিত। নয়তো এ জীবন পশুতুল্য! তাই বিবেকবোধ জাগিয়ে তুলুন। আপনার সামান্য একটু সহযোগিতা একজন মানুষের জীবন বাঁচাতে পারে, একটি পরিবারকে রক্ষা করতে পারে। একটু সাহস করুন।

কথায় আছে, দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। আপনি এগিয়ে গেলে দেখাদেখি আরও দশজন এগিয়ে আসবে। তারপর আরও দশজন, আরও দশজন। এভাবে একদিন দুর্বৃত্তরা মুখ থুবড়ে পড়বে, যদি সমাজে সবার মধ্যে বিবেকবোধ জাগে।

সবশেষে আমার একটাই অনুরোধ- দয়া করে বিবেককে গলাটিপে মেরে ফেলবেন না। অন্যদের সাহায্যে এগিয়ে আসুন। কোনো একদিন আপনারও হয়তো বিপদ আসবে। তখন আপনি যদি ভিক্টিম হন আর সাহায্য না পান, কেমন লাগবে আপনার? তাই অন্যের বিপদে নিজের মনুষ্যত্বের পরিচয়টা দিন, দেখবেন আপনার অসময়ে অনেক মানুষ পাবেন, যারা আপনাকে সাহায্যের জন্য এগিয়ে আসছে। বিবেকবান মানুষ দিয়ে আমাদের দেশটা পরিপূর্ণ হোক।

তানজিনা পিয়াস : শিক্ষার্থী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

 

বিবেক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম