Logo
Logo
×

সম্পাদকীয়

করোনা নিয়ে মনগড়া যত কথা

Icon

ড. মোহাম্মদ আখেরুজ্জামান

প্রকাশ: ১৮ জুলাই ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

করোনা নিয়ে মনগড়া যত কথা

করোনা নিয়ে কমবেশি পৃথিবীর সবাই এখন কথা বলছে, যেন সবাই এ বিষয়ে জ্ঞান রাখে, সবাই এ বিষয়ে অভিজ্ঞ! অথচ পৃথিবীতে এ রোগটির আবির্ভাব এবারই প্রথম।

বড় বড় বিজ্ঞানী, ডাক্তার ও বিশেষজ্ঞরা এ রোগের প্রতিরোধ ও চিকিৎসা নিয়ে হিমশিম খাচ্ছেন। করোনার প্রতিষেধক ও চিকিৎসা এখনও অজানা। অথচ রোগটি নিয়ে উপদেশ-পরামর্শের শেষ নেই। আমাদের দেশের কিছু মানুষও নানা মনগড়া কথা বলেছে করোনাভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে। যখন চীনে প্রথম করোনার প্রাদুর্ভাব ঘটল তখন এ দেশের অনেকে বলতে শুরু করল- এটা চীনাদের ওপর আল্লাহর গজব। কারণ চীনের মানুষ মুসলমানদের ওপর অত্যাচার করেছে। তাই শাস্তিস্বরূপ আল্লাহ তাদের ওপর এই গজব নাজিল করেছেন। এ ফতোয়া মিথ্যা প্রমাণ হতে সময় লাগেনি। কারণ অল্প কয়েক দিনের মধ্যেই মুসলিম দেশসহ সব দেশে করোনা ছড়িয়ে পড়ে। এরপর কেউ কেউ বলল, রমজান মাসের শেষ দশ দিনের রহমতের সময় করোনা চলে যাবে। এই ফতোয়াও বেশি দিন টেকেনি। অল্প কয়েক দিনের মধ্যেই তা মিথ্যা প্রমাণিত হল।

এদিকে দক্ষিণ এশিয়ার আরেক দেশ ভারতের কোনো কোনো ধর্মগুরু ঘোষণা করল, গো-মূত্র খেলে করোনা থেকে মুক্তি মিলবে। ব্যাস, যেমন কথা তেমন কাজ। ভারতে দুধের চেয়ে গো-মূত্রের দাম বেড়ে গেল! তখন আমাদের দেশের কেউ কেউ ভাবল, আমরা কেন পিছিয়ে থাকব? ঘোষণা এলো- থানকুনি পাতা খেলে করোনা দূর হবে। কে শোনে কার কথা! দেশের কোনো ঝোপ-জঙ্গলে আর থানকুনি পাতা রইল না। পাশের বাসার ভাবীও সহৃদয় হয়ে উপহার হিসেবে থানকুনি পাতা নিয়ে এলেন।

আসলে ব্যাপার হচ্ছে, কিছু মানুষ আমার, আপনার মতো সাধারণ মানুষের সহজ-সরল ও দুর্বল অনুভূতি নিয়ে খেলা করে। ভারতে গো-মূত্র কেন? কারণ ওখানে বেশিরভাগ মানুষ হিন্দু ধর্মাবলম্বী এবং হিন্দুরা গরুকে দেবতা মানে। তাই ভারতের কোনো কোনো ধর্মগুরু এই সুযোগে মানুষকে গো-মূত্র পান করিয়ে ছেড়েছে। তেমনি আমাদের দেশেও মানুষের র্ধমীয় বিশ্বাসকে পুঁজি করে অনেকে নানা ফতোয়া দিয়েছে।

তাই যারা নানা ফতোয়া দিয়ে থাকে তাদের উদ্দেশে বলব, না জেনে না বুঝে নিজের জ্ঞানের বাইরে কথা বলে সাধারণ মানুষকে বিচলিত করবেন না। আল্লাহর নাম গাছের পাতায়, মাছের মাথায়, কিংবা আকাশের মেঘে দেখে অবাক না হয়ে মহান আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবুন। আসুন আমরা নিজে ভালো থাকি, অন্যকে ভালো থাকতে সাহায্য করি। আল্লাহ আমাদের সবাইকে করোনা মহামারী থেকে হেফাজত করুন।

ড. মোহাম্মদ আখেরুজ্জামান : টোকিও, জাপান প্রবাসী

akharuzzaman@yahoo.com

 

করোনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম