দুঃসহ জলাবদ্ধতা
সমস্যাটির সমাধানে সমন্বিত পদক্ষেপ নিন
সম্পাদকীয়
প্রকাশ: ২১ জুলাই ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কয়েক ঘণ্টার বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টির বিষয়টি নতুন নয়। এবারও দেখা গেল সেই পুরনো দৃশ্য। রাতভর বৃষ্টিপাতের পর সোমবার সকালে রাজধানীতে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
প্রধান সড়ক থেকে অলিগলি হাঁটু থেকে কোমর সমান পানিতে তলিয়ে গেছে। এ কারণে নগরজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এক প্রত্যক্ষদর্শী বলেছেন, ধানমণ্ডি ২৭ নম্বর এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় সোমবার সকাল থেকে মিরপুর রোডে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
এর ফলে নগরীর অন্যান্য সড়কেও যানজট দেখা দেয়। এমন পরিস্থিতিতে মিরপুর রোড দিয়ে মুমুর্ষূ রোগীকে হাসপাতালে নেয়ার সময় স্বজনদের কতটা উৎকণ্ঠায় থাকতে হয়েছে তা সহজেই অনুমান করা যায়।
বস্তুত সোমবার রাজধানীর অফিসগামী লোকজনকে বাসা থেকে বের হয়েই দুর্ভোগ পোহাতে হয়েছে। সড়কে যানবাহন কম থাকায় অনেকে হেঁটেই গন্তব্যে পৌঁছেছেন।
এ ক্ষেত্রে সড়কের দূষিত পানি বাড়তি ভোগান্তি সৃষ্টি করেছে। এমন পরিস্থিতিতে নিুআয়ের মানুষ কতটা সমস্যার মুখোমুখি হয়েছেন তা সহজেই অনুমান করা যায়। রাজধানীর যেসব সড়কে উন্নয়ন কাজ চলছে, সেসব সড়কে যাত্রীদের অতিরিক্ত দুর্ভোগে পড়ার খবর পাওয়া গেছে। লক্ষ করা যায়, সড়কে কোনো কোনো জায়গার ম্যানহোলের ঢাকনা থাকে না। এ অবস্থায় সড়কে পানি জমলে বাড়তি ঝুঁকির আশঙ্কাও থাকে। কেবল রাজধানী নয়, ভারি বৃষ্টিপাত হলে বন্দরনগরী চট্টগ্রামসহ দেশের অনেক শহরেই জলাবদ্ধতা সৃষ্টি হয়।
রাজধানীর জলাবদ্ধতার মূল কারণগুলো চিহ্নিত। এখন দরকার এসব সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়া। বিশেষজ্ঞদের মতে, জলাবদ্ধতা নিরসনে কর্তৃপক্ষ তাদের অঙ্গীকারগুলো বাস্তবায়নে দায়িত্বশীলতার পরিচয় দিলে আজ নগরীর এ বেহাল দশা হতো না। এ সমস্যার সমাধানে রাজধানীর খালগুলো দখলমুক্ত করতে বিশেষ পদক্ষেপ নিতে হবে। বিভিন্ন সংস্থার সমন্বিত পদক্ষেপ ছাড়া রাজধানীর জলাবদ্ধতা দূর করা কঠিন।
ঢাকা ও চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনের বিষয়টি সংশ্লিষ্ট তিন সিটি কর্পোরেশন ও সরকারের অগ্রাধিকার তালিকায় থাকা উচিত। কারণ এই তিন সিটি কর্পোরেশন এলাকায় বসবাস করছে দেশের জনগোষ্ঠীর এক বড় অংশ।
বস্তুত জলাবদ্ধতা ও যানজট শহরের জনজীবনের গতিধারাই শুধু রুদ্ধ করছে না, এতে সৃষ্টি হচ্ছে নানামুখী সংকটও। আজকাল রাজধানীর অনেকে আকাশ মেঘাচ্ছন্ন দেখলেই সড়কের দুর্ভোগের কথা ভেবে উদ্বিগ্ন হয়ে পড়েন। অথচ পর্যাপ্ত বৃষ্টিপাত আমাদের জন্য কত বড় আশীর্বাদ, তা অল্প কথায় বলে শেষ করা যাবে না।
প্রতিদিন বিপুল পরিমাণ পলিথিনসহ নানা রকম আবর্জনায় শহরাঞ্চলের নালা-নর্দমার মুখগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এ রকম ছোট ছোট সমস্যা বড় হয়েও সড়কের জলাবদ্ধতার কারণ হয়। কাজেই সবাই সচেতন না হলে কেবল ড্রেনেজ সিস্টেমের উন্নয়নের মাধ্যমে জলাবদ্ধতা সমস্যার সমাধান করা যাবে না।
জলবায়ু পরিবর্তনের কারণে আগামীতে অল্প সময়ে বেশি বৃষ্টিপাত হবে। ফলে রাজধানীসহ বিভিন্ন শহরে জলাবদ্ধতা আরও প্রকট আকার ধারণ করতে পারে। এসব বিষয় বিবেচনায় নিয়ে শহরাঞ্চলের জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
