Logo
Logo
×

সম্পাদকীয়

খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়ম

দুর্নীতিবাজদের কঠোর শাস্তি হওয়া উচিত

Icon

সম্পাদকীয়

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়ম

সরকার বিশাল ভর্তুকি দিয়ে অতি দরিদ্রদের জন্য ‘খাদ্যবান্ধব কর্মসূচি’ চালু করলেও বিভিন্ন স্থানে অনিয়ম-দুর্নীতির কারণে প্রকৃত দরিদ্ররা এর সুবিধা পাচ্ছে না। যুগান্তরের অনুসন্ধানে উঠে এসেছে, এর সুবিধা পাচ্ছে মূলত সম্পদশালী ব্যক্তি, সচ্ছল ব্যবসায়ী, চেয়ারম্যান-মেম্বারদের আত্মীয়স্বজনরা। ময়মনসিংহ, টাঙ্গাইল, নাটোর, মৌলভীবাজার, হবিগঞ্জ, দিনাজপুর ইত্যাদি জেলার বিভিন্ন স্থান পরিদর্শনে এ চিত্র দেখা গেছে। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। দেশের অতি দরিদ্র পরিবারের খাদ্য সমস্যার কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ১০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু হয়। এর মাধ্যমে গ্রামের হতদরিদ্ররা অভাবের সময়ে কম দামে চাল পায়। সরকারের এ কর্মসূচির উদ্দেশ্য মহৎ হলেও একশ্রেণির দুর্নীতিবাজের কারণে তা পুরোপুরি কার্যকর হচ্ছে না। যাদের জন্য এ কর্মসূচি, তারাও উপকার পাচ্ছে না। এদিকে সরকারের উচ্চপর্যায়ের দৃষ্টি দেওয়া জরুরি হয়ে পড়েছে।

অনুসন্ধানে বেরিয়ে এসেছে, নাটোরের বড়াইগ্রামের নগর ইউনিয়নের এক বাসিন্দা, যার রয়েছে দোতলা বাড়ি, ৫ বিঘা জমি, গোডাউনসহ একাধিক ব্যবসা, তার নামে রয়েছে খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড। একই ইউনিয়নের এক নারী দুই বছর আগে মারা গেলেও তার নামে চাল উঠানো হচ্ছে। আবার একই উপজেলার চান্দাই ইউনিয়নের দিয়ার গাড়ফা গ্রামের এক বাসিন্দার নামে নিয়মিত চাল তোলা হলেও তার নামে কোনো কার্ড নেই। খাদ্যবান্ধব কর্মসূচির চাল ডিলার পয়েন্ট থেকে তুলে বিক্রি করে দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে ময়মনসিংহের ফুলপুর উপজেলার সিংহেশ্বর বাজারে। ইতঃপূর্বে টাঙ্গাইলের গোপালপুর ও দেলদুয়ার উপজেলার বিভিন্ন স্থান থেকে জব্দ করা হয়েছে খাদ্যবান্ধব কর্মসূচির চাল। এরকম অনেক উদাহরণই রয়েছে। প্রশ্ন হলো, এ কর্মসূচির চাল কীভাবে সঠিক উপকারভোগীর কাছে না গিয়ে ভুয়া ব্যক্তিদের কাছে যায়? বোঝাই যাচ্ছে, উপকারভোগী যাচাই-বাছাইয়ে গলদ রয়েছে। এদিকটিতে বিশেষভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন। শুধু খাদ্যবান্ধব কর্মসূচি নয়, আমরা দেখেছি বৃদ্ধ ও হতদরিদ্রদের জন্য যেসব সামাজিক নিরাপত্তা কর্মসূচি রয়েছে, সেসবেও নানা অনিয়ম-দুর্নীতি হচ্ছে। আমাদের কথা হলো, গরিবদের হক নিয়ে যারা নয়ছয় করে, দুর্নীতি করে, তাদের কঠোর শাস্তি হওয়া উচিত। এসব ক্ষেত্রে কোনো ধরনের শৈথিল্য বরদাশত করার সুযোগ নেই। এ দুর্নীতি রোধে সরকারকে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যেতে হবে।

 

খাদ্যবান্ধব কর্মসূচি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম