কেমন যুগান্তর চাই
তরুণদের আগ্রহকে প্রাধান্য দিন
মারুফ দেওয়ান
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকীতে এ পত্রিকার সঙ্গে যুক্ত সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি একজন প্রবাসী এবং কাকতালীয়ভাবে আমার প্রবাসজীবনও ২৪ বছরের। নিঃসন্দেহে বলা যায়, যুগান্তরের সব খবর বস্তুনিষ্ঠ। আমার আশা, যুগান্তর তার এই বস্তুনিষ্ঠ ভূমিকা চলমান রাখবে। আমার চারটি পরামর্শ রয়েছে :
১. দুর্নীতি আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা। আমি চাই সমাজের বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির ওপর যুগান্তর আরও অনুসন্ধানী এবং গবেষণামূলক রিপোর্ট করুক এবং এগুলো থেকে উত্তরণের জন্য করণীয় কী সে ব্যাপারে মতামত ও সুপরামর্শ প্রকাশ করুক। ২. একজন প্রবাসী হিসাবে যুগান্তরের অনলাইন সংস্করণের ‘পরবাস’ বিভাগ আমার খুব প্রিয়। আমার চাওয়া এ বিভাগে দেশের ও প্রবাসের বিভিন্ন বিষয়ের তুলনা এবং পরামর্শমূলক লেখাগুলো সপ্তাহে একদিন প্রিন্ট সংস্করণে প্রকাশ করা হোক। ৩. বিশ্বের সব দেশের তরুণদের মাঝে সংবাদপত্র পাঠে বিমুখতা দেখা যায়। তারা যে ধরনের বিষয়গুলো পছন্দ করে, সেগুলো সোশ্যাল মিডিয়া থেকে পেয়ে থাকে। তাই আমি আশা করি, যুগান্তর এ ব্যাপারে উদ্যোগী হবে, তরুণরা যে বিষয়গুলোর প্রতি আগ্রহী, সে বিষয়গুলোকে প্রাধান্য দেবে, তরুণ লেখকদের লেখাগুলো আরও বেশি করে ছাপাবে। ৪. তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশের উন্নয়ন সংক্রান্ত লেখা পড়তে চাই। ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের যাত্রায় সরকারি ও বেসরকারি উদ্যোক্তাদের মতামত ও সুপরামর্শ যুগান্তর আরও বেশি করে প্রকাশ করুক।
মারুফ দেওয়ান : সিনিয়র প্রকৌশলী, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এরিকসন এস্পো, ফিনল্যান্ড
