Logo
Logo
×

সম্পাদকীয়

ডেঙ্গুর টিকা, গবেষণা সফল হোক

Icon

সম্পাদকীয়

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ডেঙ্গুর টিকা, গবেষণা সফল হোক

যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠানের আবিষ্কার করা ডেঙ্গুর টিকার প্রথমবারের মতো সফলভাবে পরীক্ষা চালানো হয়েছে দেশে। খবরটি ইতিবাচক। এ টিকার একটি ডোজ ডেঙ্গুর চারটি ধরনের জন্যই কার্যকর হবে বলে দেখতে পেয়েছেন বিজ্ঞানীরা। টিকাটি আবিষ্কার করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ (এনআইএইচ)। ডেঙ্গুর টিকার দ্বিতীয় ধাপের পরীক্ষা ছিল বাংলাদেশে।

যুক্তরাষ্ট্রের ভার্মন্ট বিশ্ববিদ্যালয়ের লার্নার কলেজ অব মেডিসিন এবং আইসিডিডিআরবি’র গবেষকরা যৌথভাবে এর ট্রায়াল সম্পন্ন করেছেন। আইসিডিডিআর’বি গবেষকদের দাবি, ডেঙ্গুর টিকার দ্বিতীয় ধাপের ট্রায়াল শেষে দেখা গেছে এটি শিশু ও প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রয়োগের জন্য নিরাপদ এবং এটি রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সক্ষম। ডেঙ্গুর টিকা আবিষ্কারে এনআইএইচ প্রথম প্রতিষ্ঠান নয়। এর আগে আরও দুটি প্রতিষ্ঠান ডেঙ্গুর টিকা আবিষ্কার করলেও এনআইএইচ কর্তৃক আবিষ্কৃত টিকা তুলনামূলক বেশি নির্ভরযাগ্য বলে মনে হচ্ছে।

আইসিডিডিআরবি’র গবেষকরা বলেছেন, তিন বছর ধরে পর্যবেক্ষণের পর তারা দেখেছেন, বেশিরভাগ স্বেচ্ছাসেবকের মধ্যে ডেঙ্গুর চারটি ধরনের বিরুদ্ধেই অ্যান্টিবডি তৈরি হয়েছে। যারা এর আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন, তাদের দেহে এ অ্যান্টিবডির মাত্রাও বেশি পাওয়া গেছে। এরই মধ্যে এ টিকা যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের জনগোষ্ঠীর ওপর পরীক্ষা করা হয়েছে। বাংলাদেশে যাদের ওপর টিকা প্রয়োগ করা হয়েছিল, তাদের মধ্যে গুরুতর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।

এনআইএইচ কর্তৃক আবিষ্কৃত নতুন এ টিকার মাত্র একটি ডোজই সব ধরনের ডেঙ্গুর বিরুদ্ধে কার্যকর হবে, এ বিষয়ে বিজ্ঞানীরা আশাবাদী। যদি এ টিকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত অনুমোদন পায়, তাহলে এটি হবে একটি বড় সুখবর। কারণ এ টিকার ইতিবাচক দিক হলো আলাদা আলাদা ডোজ নেওয়ার দরকার হবে না। এটি শিশুসহ সবার ক্ষেত্রেই প্রযোজ্য; ডেঙ্গু আক্রান্ত না হলেও এ টিকা নেওয়া যাবে।

টিকার তৃতীয় ধাপের টায়াল শেষ হওয়ার পর যদি আশানুরূপ ফল পাওয়া যায়, তারপর সেটি উৎপাদনের জন্য কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। বাজারে থাকা অন্য দুটি টিকার তুলনায় ডেঙ্গুর এ টিকা নিয়ে বিজ্ঞানীরা বেশ আশাবাদী। টিকাটি যদি কর্তৃপক্ষের চূড়ান্ত অনুমোদন পায় তাহলে তা যাতে মানুষ বিনামূল্য বা সাশ্রয়ী মূল্যে পায়, তা নিশ্চিত করতে হবে। দেশে ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর এক হাজারের মতো মানুষ ডেঙ্গুতে মারা গেছেন; ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন প্রায় দুই লাখ মানুষ।

 

ডেঙ্গু টিকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম