Logo
Logo
×

সম্পাদকীয়

বাপেক্সে অনিয়মের অভিযোগ

যোগ্য প্রার্থীদের নিয়োগ নিশ্চিত করতে হবে

Icon

সম্পাদকীয়

প্রকাশ: ০৪ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাপেক্সে অনিয়মের অভিযোগ

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্সে) নিয়োগে মেধাবী প্রার্থীদের বাদ দিয়ে কৌশলে শীর্ষ কর্মকর্তাদের আত্মীয়স্বজন ও পরিবারের লোকজনকে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। এক্ষেত্রে নিয়োগবিধি লঙ্ঘন করা হয়েছে। প্রয়োজনীয় শিক্ষাসনদ নেই এমন প্রার্থীকেও নিয়োগের জন্য চূড়ান্ত করা হয়েছে, যাদের নিয়োগ প্রক্রিয়া এখন যাচাই-বাছাই পর্যায়ে রয়েছে। এ প্রতিষ্ঠানের নিয়োগে এমন অভিযোগ অতীতেও উঠেছিল। বাপেক্সে কর্মচারী নিয়োগ পরীক্ষার ফল প্রকাশিত হয় ২ মে। সেই ফলাফলে দেখা যায়, যাদের নাম তালিকায় উঠেছে, তাদের অধিকাংশই প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের আত্মীয়স্বজন ও পরিবারের লোকজন। অভিযোগ উঠেছে, যারা সত্যিকারের অভিজ্ঞতা সনদ জমা দিয়ে পরীক্ষায় ভালো ফল করেছেন, তাদের নানা অজুহাতে বাদ দেওয়া হয়েছে। মোটা অঙ্কের ঘুসের বিনিময়ে মৌখিক পরীক্ষায় পাশ করানোর অভিযোগও উঠেছে।

এ বিষয়ে বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক বলেছেন, তার আমলে এখন পর্যন্ত নতুন কোনো নিয়োগ হয়নি। তার দাবি, বর্তমানে যে নীতিমালা করা হয়েছে, তাতে কোনো অনভিজ্ঞ কর্মী বা কর্মকর্তাদের আত্মীয়স্বজন বাপেক্সে ঢুকে যাওয়ার সুযোগ নেই। জানা যায়, বাপেক্সে একটি শক্তিশালী নিয়োগ কমিটি রয়েছে। কমিটির সদস্যদের মধ্যে দু-তিনজন বাদে বাকি সবাই মন্ত্রণালয়, পেট্রোবাংলাসহ বাইরের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। যেহেতু অনিয়মের অভিযোগ উঠেছে, সেহেতু স্বচ্ছতার স্বার্থে বাপেক্সের কর্মকর্তাদের উচিত পেশাদারত্বের পাশাপাশি উচ্চ নৈতিকতার পরিচয় দেওয়া।

এর আগে বাপেক্সের অস্থায়ীভাবে ৮৫ জনসহ বিভিন্ন সময়ে পাঁচ শতাধিক লোকবল নিয়োগ দেওয়ার পর তাদের স্থায়ীকরণেও ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছিল। জানা যায়, বাপেক্সের ১৪২ কর্মকর্তা নিয়োগে অনিয়ম-দুর্নীতির ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি তাদের রিপোর্টে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করলেও অদ্যাবধি কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে ইতোমধ্যে যেসব অভিযোগ উঠেছে, সেসব যাচাইয়ে কর্তৃপক্ষ কী পদক্ষেপ নিয়েছে-ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উচিত তা খতিয়ে দেখা। বাপেক্সের মতো অতি গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের নিয়োগে যাতে কোনো অনিয়ম ও স্বজনপ্রীতি না ঘটে, তা নিশ্চিত করতে হবে। এর ব্যত্যয় ঘটলে দেশের তেল ও গ্যাস অনুসন্ধান এবং উৎপাদন কার্যক্রমকে কাঙ্ক্ষিত মাত্রায় গতিশীল রাখা সম্ভব হবে না। কেবল বাপেক্সই নয়, দেশের সব স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সব ধরনের নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতি রোধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিশেষ দৃষ্টি দিতে হবে।

 

বাংলাদেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম