সড়ক অবরোধ কর্মসূচি
জনদুর্ভোগ সৃষ্টির প্রবণতা পরিহার করা উচিত
সম্পাদকীয়
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে বুধবার সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন। এর ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে দিনভর চরম দুর্ভোগ পোহাতে হয়েছে সাধারণ মানুষকে। রাজধানীর তেজগাঁওয়ে সাতরাস্তা এলাকায় প্রায় দিনভর সড়ক অবরোধের কারণে ঢাকা নগরী একরকম স্থবির হয়ে পড়ে। যানজটের এ নগরীতে কোনো একটি রাস্তা বন্ধ হলেই এর প্রভাব পড়ে আশপাশের অন্যসব সড়কে। এক্ষেত্রেও হয়েছিল তা-ই। শুধু তেজগাঁওয়ে নয়, ফার্মগেট, বিজয় সরণি, কাওরানবাজার, মগবাজার, এফডিসি মোড়, হাতিরঝিল, গুলশান, মালিবাগসহ রাজধানীর বেশির ভাগ গুরুত্বপূর্ণ সড়কে ছড়িয়ে পড়েছিল এর প্রভাব। এসব সড়কে দীর্ঘস্থায়ী যানজট সৃষ্টি হয়; কোথাও কোথাও ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে ছিল যানবাহন। ফলে যাত্রীদের, বিশেষ করে বৃদ্ধ, নারী ও শিশুদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে। সবচেয়ে দুর্ভোগে পড়তে হয়েছে যেসব রোগীকে জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হচ্ছিল, তাদের। শিক্ষার্থীরা সন্ধ্যা সাড়ে ৬টায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করে সড়ক ছাড়েন। ফলে সাড়ে ৮ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। উল্লেখ্য, শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে বৃহস্পতিবারও ঢাকাসহ সারা দেশে রেলপথ ব্লকেড ও অসহযোগ আন্দোলনের ডাক দেন।
আমরা মনে করি, দাবি আদায়ের জন্য অথবা প্রতিবাদ হিসাবে এমন কোনো কর্মসূচি দেওয়া উচিত নয়, যা সাধারণ মানুষের দুর্ভোগের কারণ হয়। সাম্প্রতিক সময়ে বিভিন্ন পেশাজীবী ও গোষ্ঠীকে তাদের নানা দাবি-দাওয়া নিয়ে সড়ক অবরোধের মতো কর্মসূচি পালন করতে দেখা গেছে। সেসব ক্ষেত্রেও যানজট সৃষ্টি হয়ে তা জনদুর্ভোগের কারণ হয়েছে। তাই সব পেশাজীবী ও গোষ্ঠীরই উচিত জনদুর্ভোগ সৃষ্টিকারী যে কোনো কর্মসূচি পরিহার করা। বস্তুত কথায় কথায় সড়ক অবরোধের প্রবণতা থেকে সবারই সরে আসা উচিত। প্রত্যেকেরই বোঝা উচিত, এ প্রবণতা চলতে থাকলে আজ যারা অবরোধ করছেন, তারাও অথবা তাদের অসুস্থ বা বৃদ্ধ স্বজনরাও কখনো এমন দুর্ভোগের শিকার হতে পারেন। একইসঙ্গে আমরা একথাও বলব, শিক্ষার্থীরা কোনো দাবি-দাওয়া উত্থাপন করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত তা আলোচনার মাধ্যমে সমাধান করা। পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, তারা গত বছরের সেপ্টেম্বর থেকে আন্দোলন করে আসছেন; কর্তৃপক্ষের পক্ষ থেকে বারবার শুধু আশ্বাস দেওয়া হয়েছে; কিন্তু দাবি পূরণ করা হচ্ছে না। বিষয়টির দ্রুত নিষ্পত্তি কাম্য।
