Logo
Logo
×

সম্পাদকীয়

জুলাই গণহত্যার তদন্ত প্রতিবেদন, পলাতক আসামিদের গ্রেফতার করা জরুরি

Icon

সম্পাদকীয়

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জুলাই গণহত্যার তদন্ত প্রতিবেদন, পলাতক আসামিদের গ্রেফতার করা জরুরি

ছবি: সংগৃহীত

গত বছরের জুলাই-আগস্টে গড়ে ওঠা ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে আওয়ামী লীগ সরকার ও তার অনুগত প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ সারা দেশে গণহত্যাসহ নানা মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করে। এসব অপরাধের বিচার প্রক্রিয়া চলমান রয়েছে। জুলাই অভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুল এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এটি জুলাই গণহত্যার প্রথম তদন্ত প্রতিবেদন। তদন্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধেও গণহত্যার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। শেখ হাসিনাসহ তারা সবাই গণহত্যার নির্দেশদাতা। বস্তুত তারা ক্ষমতাকে চিরস্থায়ী করতে বৈধ ও অবৈধ প্রক্রিয়ায় সরকারি বাহিনীগুলোকে ব্যবহার করে মানবতাবিরোধী অপরাধ করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে তদন্ত সংস্থা সোমবার এ প্রতিবেদন জমা দিয়েছে। এতে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আট পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে। এসব আসামির মধ্যে কয়েকজন গ্রেফতার রয়েছেন; পলাতক রয়েছেন কয়েকজন।

৯০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে ৭৯ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, ঢাকা মহানগরীর চানখাঁরপুল এলাকায় নিরস্ত্র ও শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, শাহরিয়ার খান আনাস, শেখ মাহদি হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিককে গুলি করা হয়েছিল। ফলে তারা শহিদ হন। ট্রাইব্যুনালে আরও জানানো হয়, পলাতক আসামি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও অন্য আসামিরা সরাসরি তত্ত্বাবধান/অংশগ্রহণ, অধীনস্থদের নির্দেশ প্রদান, সহযোগিতা, কোনো ব্যবস্থা না নেওয়াসহ বিভিন্ন উপায়ে ভূমিকা রেখে মানবতাবিরোধী অপরাধ করেছেন বলে তদন্তে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে, যা শাস্তিযোগ্য অপরাধ হিসাবে বিবেচনা করা হয়েছে।

গত বছরের জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পরপর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের আরও অনেক নেতাকর্মী দেশে থেকে পালিয়ে ভারতসহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন। জুলাই অভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুল এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের আরও অনেক নেতাকর্মীর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। মামলায় অভিযুক্তরা দোষী সাব্যস্ত হলে ভারত ও অন্য দেশগুলোর উচিত গণহত্যার সঙ্গে জড়িত সবাইকে প্রত্যর্পণের ক্ষেত্রে দায়িত্বশীলতার পরিচয় দেওয়া। গণহত্যার সঙ্গে বা অন্য কোনো অপরাধে জড়িত ব্যক্তিদের প্রত্যর্পণে কোনো দেশ গড়িমসি করলে তা পারস্পরিক সম্পর্কে প্রভাব ফেলবে।

জুলাই আন্দোলন গণহত্যা আওয়ামী লীগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম