Logo
Logo
×

সম্পাদকীয়

গাজার আগুনে পুড়ছে ধরিত্রীও

অস্ত্র নিয়ন্ত্রণে বিশ্বব্যাপী অগ্রাধিকার আবশ্যক

Icon

সম্পাদকীয়

প্রকাশ: ০২ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গাজার আগুনে পুড়ছে ধরিত্রীও

গাজাকে গোরস্থানে পরিণত করেই ইসরাইল ক্ষান্ত হচ্ছে না, অবস্থা দেখে মনে হচ্ছে, ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন না করা পর্যন্ত তাদের পৈশাচিকতার অবসান ঘটবে না। গাজায় ইসরাইল এখনো বোমাবর্ষণ করছে, গুলি চালাচ্ছে, বুক ফুলিয়ে জানাচ্ছে আগামীতেও এ ধরনের অপরাধ অব্যাহত থাকবে। বলার অপেক্ষা রাখে না, ইসরাইল এখনো পশ্চিমা মিত্রদের পূর্ণ রাজনৈতিক, সামরিক ও কূটনৈতিক সমর্থন নিয়ে এ অপকর্ম চালিয়ে যাচ্ছে। বিশ্বের প্রতিটি প্রান্তে বিবেকবান মানুষ এমন গণহত্যার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। পরিতাপের বিষয়, দৃশ্যমান এই পৈশাচিকতার বিরুদ্ধে কোনো পদক্ষেপ বিশ্বের ক্ষমতাধরদের তরফ থেকে নেওয়া হচ্ছে না। তবে যারা দূরে বসে ইসরাইলকে সমর্থন দিয়ে গাজার এই পৈশাচিকতাকে উপভোগ করছেন, তাদের জন্যও রয়েছে দুঃসংবাদ। ইসরাইলের হন্তারক গোলাবারুদ থেকে নিঃসরিত কার্বনের বিরূপ প্রভাব পুরো বিশ্বেই পড়ছে।

বিশেষজ্ঞরা বলছেন, গাজা ধ্বংসের উদ্দেশ্যে ইসরাইলের ব্যবহৃত ক্ষেপণাস্ত্র-গুলি-বোমার বারুদ থেকে নির্গত কার্বন ডাই-অক্সাইডের বিষে ধরিত্রী ক্রমেই বিষাক্ত হয়ে উঠছে। পৃথিবীর উষ্ণতা এর ফলে আরও বাড়ছে। শুধু তাই নয়, গত ২০ মাসে জন্ম নেওয়া পৃথিবীর প্রত্যেকটি শিশু তাদের শিরা-উপশিরা-ধমনিতে আজীবন বয়ে বেড়াবে এই কার্বন বিষ। ইসরাইলকে সমর্থনকারী দেশ যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যেরই একদল জলবায়ু গবেষক আঁতকে ওঠার মতো এমন তথ্য দিয়েছেন। তারা বলছেন, ইসরাইলি বিমানের বোমা হামলার প্রভাব শুধু ভূমধ্যসাগরের উপকূলেই আটকে থাকছে না। আগুনের লেলিহান উত্তাপ ছড়িয়ে পড়ছে পৃথিবীর প্রতিটি কোণে। বিপন্ন করছে বৈশ্বিক জলবায়ুর ভারসাম্য। বিষাক্ত বায়ু শত্রু-মিত্র প্রত্যেকের নিঃশ্বাসেই ঢুকছে।

ভাবতে আশ্চর্য লাগে, যারা পৃথিবীর মানবাধিকারের রক্ষক বলে দাবি করে থাকেন, পুরো মানবজাতির এত বড় সর্বনাশ দেখেও তারা মুখে কুলুপ এঁটে বসে আছেন। আমরা দেখছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমা-নাগাসাকিতে যে পারমাণবিক প্রলয় মিত্রশক্তি ঘটিয়েছিল, সেই ভয়াবহতার রেশ আজও বয়ে চলেছে জাপান। এরপরও কমেনি পরমাণু অস্ত্র নির্মাণের প্রতিযোগিতা। প্রতিবছর জলবায়ু সম্মেলনে বিশ্বনেতারা পৃথিবীকে বাঁচানোর অঙ্গীকার করলেও আলোচনায় কিন্তু যুদ্ধ ও সামরিক দূষণের বিষয়টি উপেক্ষিতই থাকছে। আমরা মনে করি, প্রাণঘাতী সাধারণ অস্ত্রের এমন ব্যবহারই শুধু নয়, পরমাণু অস্ত্র ব্যবহারে শক্তিধর দেশগুলোর হুমকি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য ক্রমবর্ধমান হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমরা যদি এখনই ব্যবস্থা না নিই, তবে মানব সভ্যতা ক্রমেই বিপজ্জনক পরিস্থিতির দিকে ধাবিত হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম