Logo
Logo
×

ঈদ আয়োজন

মিথ্যা কবিতা

Icon

রিয়াসাত আল ওয়াসিফ

প্রকাশ: ১৬ জুন ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আমাকে জলের কাছে নিয়ে যাও

আমাকে ঢেউয়ের কাছে নিয়ে যাও

ঢেউয়ের কাছে জলের সমুখে

আমি কখনো মিথ্যা বলি না।

নিয়ে চলো আমাকে মাঠের কাছে

নির্জন এক রাতের কাছে

হাস্নুহেনা ফোটার কালে

আমি কখনোই মিথ্যা বলি না।

একবারটি নিয়ে চলো, শুধু একবার

সেখানে, যেখানে রোদ এসে আছড়ে পড়ে

ছায়ার অভিমানে, সেই ছায়া ও রোদের কাছে

আমি কখনো মিথ্যা বলি না!

শুধু মানুষের কাছে যত মিথ্যা বলা

দিনরাত শুধু মিথ্যা মিথ্যি খেলা!

মানুষের মিথ্যায় জল ঘোলা হয়

ঢেউ নিথর হয়, রোদ হয় ফেরারি

ফুলগুলো কেমন যেন ফ্যাকাশে

মানুষের মিথ্যায় পাখির খুব শ্বাসকষ্ট হয়!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম