ঢাকা-১১: মহাজোটের প্রার্থী হতে চান শামীম আহমেদ রিজভী
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ৩০ অক্টোবর ২০১৮, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
ঢাকা-১১ আসনে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা, ছাত্র সমাজের সাবেক সভাপতি শামীম আহমেদ রিজভী। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা-১১ আসনে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা, ছাত্র সমাজের সাবেক সভাপতি শামীম আহমেদ রিজভী ব্যাপক নির্বাচনী প্রস্তুতি নিয়েছেন। ইতিমধ্যে তিনি ঢাকা-১১ (বাড্ডা-ভাটারা-রামপুরা) আসনে অধিকাংশ কেন্দ্রে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছেন।
প্রতিদিন তিনি দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী এলাকা ঘুরে বেড়াচ্ছেন। শামীম আহমেদ রিজভী আশা করছেন- বাড্ডা থেকে খিলক্ষেত পর্যন্ত এলাকা হুসেইন মুহম্মদ এরশাদ ১৯৯০ সালে অবমুক্ত ঘোষণা করেন। তাই এই এলাকার মানুষ হুসেইন মুহম্মদ এরশাদকে ভুলে যায়নি।
প্রগতি সরণি, রামপুরা ব্রিজ, গুলশান-বাড্ডা লেক সড়ক নির্মাণসহ এরশাদ এই এলাকায় শত শত উন্নয়ন কাজ করেছেন।
সুষ্ঠ নির্বাচন হলে ঢাকা-১১ আসনে জাপা প্রার্থী বিজয়ী হবে তাই নির্বাচনী গণসংযোগকালে সাধারণ ভোটররা জাতীয় পার্টির প্রার্থীকে সাদরে গ্রহণ করছেন।
শামীম আহমেদ রিজভী ১৯৯১ সালে জাতীয় ছাত্র সামাজের ৭৪নং ওয়ার্ড সভাপতি নির্বাচিত হন। পরে গুলশান থানা সভাপতি, ঢাকা মহানগর উত্তরের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হন।
২০০৬ সালে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম ছাত্র ও শিক্ষাবিষয়ক সম্পাদক নির্বাচিত হন। পরে জাপা নির্বাহী কমিটির এনজিওবিষয়ক সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি গুলশান ইয়াং সোসাইটি সভাপতি, হালিমা বেগম ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং বাড্ডা নাগরিক কমিটির সভাপতি। তিনি বলেন, নির্বাচিত হলে ভাটারা-রামপুরা-বাড্ডা এলাকা উন্নয়নে নিজের জীবন উৎসর্গ করব। মানুষের সেবা করার জন্য কাজ করব। সংবাদ বিজ্ঞপ্তি।
