ঢাকা-১৪: সাবিনা আক্তার তুহিনের শোডাউন
মিরপুর প্রতিনিধি
প্রকাশ: ০৮ নভেম্বর ২০১৮, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী সাবিনা আক্তার তুহিন
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা-১৪ আসনে (দারুসসালাম, শাহআলী, মিরপুর, রূপনগর, সাভার আংশিক) আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী সাবিনা আক্তার তুহিন বৃহস্পতিবার মোটরসাইকেল ও গাড়িবহর নিয়ে ব্যাপক শোডাউন করেছেন।
তার নেতৃত্বে একটি মিছিল মিরপুর-১ মুক্তবাংলা শপিং কমপ্লেক্সে শুরু হয়ে মাজার রোড, গাবতলী, টেকনিক্যাল, সরকারি বাঙলা কলেজ প্রদক্ষিণ করে। দলীয় কর্মী ও সমর্থকদের নিয়ে শোডাউন করার সময় নৌকায় ভোট চাওয়ার পাশাপাশি লিফলেট বিতরণ করা হয়।
সাবিনা আক্তার তুহিন বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।
এ সময় কাউন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো. আলমগীর খান, শাহআলী থানা আওয়ামী লীগের সম্পাদক আবুল কাশেম মোল্লা, মিরপুর থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কাজী স্বপন, দারুস সালাম থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাসেল কামালী বিদ্যুৎ, ডিএনসিসি ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক জালাল হোসেন তালুকদার বাবুল, ডিএনসিসি ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শহীদ খান, ঢাকা জেলা প্যানেল চেয়ারম্যান মামনি ভূঁইয়া, দারুস সালাম থানা আ’লীগের সহসভাপতি আজিজুল ইসলাম, মিরপুর থানা আওয়ামী লীগ নেতা এসডিএম দিদার প্রমুখ উপস্থিত ছিলেন।
