Logo
Logo
×

প্রথম পাতা

নির্বাচনের আগেই আইনশৃঙ্খলা ঠিক হয়ে যাবে: সিইসি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নির্বাচনের আগেই আইনশৃঙ্খলা ঠিক হয়ে যাবে: সিইসি

সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি প্রত্যাশা করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে।

বুধবার সকালে পিলখানায় বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আমি বলব না যে একটা পারফেক্ট লেভেলে চলে গেছে। কিন্তু আপনারা ৫ আগস্ট ২০২৪-এর পরিস্থিতি দেখেছেন, কী অবস্থা ছিল। আর এখনকার অবস্থা দেখেন, তুলনা করেন। আপনি তো নিরাপদে ঘুমাতে পারছেন। নিরাপদে আসতে পেরেছেন তো এখানে, পথে তো কোনো অসুবিধা হয় নাই। এটা তো আরও ইমপ্রুভ (উন্নতি) করবে গ্র্যাজুয়ালি (ধীরে ধীরে) এবং ভোটের তারিখ আসতে আসতে দেখবেন যে, সবকিছু ঠিক হয়ে যাবে।

আগামী ৩০ নভেম্বর কমিশন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বসবে জানিয়ে তিনি আরও বলেন, সেই বৈঠকে সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরা হবে এবং নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েনের বিষয়টি চূড়ান্ত হবে। একটি দলের পক্ষ থেকে সবগুলো ভোটকেন্দ্রে সেনা মোতায়েন করার দাবি জানানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আমরা দুইজন পুলিশ দিতে পারি, তিনজন আনসার দিতে পারি, আর্মি একজন-দুইজন এ রকম দেওয়া যায় না। আর্মি তাদের একটা কন্টিনজেন্ট হিসাবে মুভ করে। তবে আমরা এ ব্যাপারে সম্পূর্ণ ওয়াকিবহাল এবং সচেতন শান্তি-শৃঙ্খলা রক্ষা করেই যাতে আমরা নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে পারি।

সিইসি বলেন, যারা প্রতিহত করার ঘোষণা দিচ্ছে...সব ধরনের ব্যবস্থা আমরা নেব। এ সময় সবার সহযোগিতা কামনা করে সিইসি বলেন, সবাই মিলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন আমরা প্রতিহত করব এবং ইনশাআল্লাহ অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন হবে না। মানুষ তো সবাই বুঝছে, সবাই একটা সুন্দর নির্বাচন চায়। রাজনৈতিক দলগুলো ওয়াদা দিয়েছে জাতির কাছে, তারাও সুন্দর নির্বাচন চায়। সুতরাং সবার সহযোগিতা নিয়ে আমরা ইনশাআল্লাহ একটা সুন্দর নির্বাচন আয়োজনে সফল হবো। সে বিশ্বাস আমাদের আছে।

ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, আমরা ঝুঁকি অ্যাসেসমেন্ট করেছি। রেড, ইয়েলো, গ্রিন জোনে ভাগ করে সে অনুযায়ী ডেপ্লয়মেন্ট স্ট্র্যাটেজিটা ঠিক করব আমরা। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে কমিশনের বিশেষ নজর থাকবে বলেও জানান তিনি। তবে কতগুলো কেন্দ্র ঝুঁকিপূর্ণ সেই সংখ্যা জানাননি প্রধান নির্বাচন কমিশনার।

এর আগে সিইসি ঢাকা ব্যাটালিয়ন (৫ বিজিবি)-এর প্রশিক্ষণ মাঠে অনুষ্ঠিত নির্বাচনি মহড়া ও প্রশিক্ষণ পরিদর্শন করেন। এসময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম