Logo
Logo
×

প্রথম পাতা

হাদির ওপর গুলিবর্ষণ

বিএনপি জামায়াত এনসিপিসহ বিভিন্ন সংগঠনের উদ্বেগ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিএনপি জামায়াত এনসিপিসহ বিভিন্ন সংগঠনের উদ্বেগ

ফাইল ছবি

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। রাজধানীর বিজয়নগর এলাকায় খুব কাছ থেকে হাদির ওপর গুলি করার পরই বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টিসহ বিভিন্ন সংগঠন পৃথক বিবৃতিতে বলেছেন, হাদির ওপর এই সশস্ত্র হামলা গণতন্ত্র, আইনশৃঙ্খলা ও নাগরিকদের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। ঘটনার পর জাতীয় নেতাদের অনেকেই হাসপাতালে ছুটে যান। অনেকে তাৎক্ষণিক বিক্ষোভের আয়োজন করে।

নির্বাচনি পরিবেশ বানচালে সন্ত্রাসী কার্যক্রম বিস্তারের নীলনকশা- বিএনপি : ওসমান হাদির ওপর আক্রমণকে সুদূরপ্রসারী অশুভ পরিকল্পনার অংশ বলে দাবি করেছে বিএনপি। শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, হাদি গুলিবিদ্ধ হওয়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এই অমানবিক ও নৃশংস ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বিএনপি। তিনি বলেন, এই আক্রমণ নিঃসন্দেহে নির্বাচনি পরিবেশ বানচাল করার জন্য সন্ত্রাসী কার্যক্রম বিস্তারের নীলনকশা।

এদিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আমি তার দ্রুত সুস্থতা কামনা করছি। আমি আশা করি অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃঢ়ভাবে ব্যবস্থা নেবে। তিনি বলেন, গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো জায়গা নেই। কোনো সময়ও নয়। মতাদর্শ যাই হোক, যে কেউ ভয়ভীতি বা শক্তির আশ্রয় নিলে তাকে একসঙ্গে প্রত্যাখ্যান করতে হবে। ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে হাদির প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাস।

হাসপাতালে জামায়াত আমির ডা. শফিকুর রহমান : হাদির ওপর গুলিবর্ষণ ও হত্যাচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। তিনি সতর্ক করে বলেছেন, কেউ যদি দেশে আবার নতুন করে ফ্যাসিজম বা সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান, তাহলে খুব দেরি হবে না, জনগণের কাছ থেকে যথাযথ জবাব পেয়ে যাবেন। শুক্রবার বিকালে গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান। এই হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, এই সন্ত্রাসী হামলায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছি।

জামায়াতের বিক্ষোভ : হামলার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে জামায়াতে ইসলামী। জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। সমাবেশ থেকে ওসমান হাদির ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং অবিলম্বে খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বুলবুল। বিকালে মিছিল বের করেন জামায়াতে ইসলামী ঢাকা-১৭ আসন এলাকায়। এখানকার জামায়াত মনোনীত প্রার্থী ডা. খালেদুজ্জামান হাসপাতালে হাদির চিকিৎসা কার্যক্রম নিজে তত্ত্বাবধান করছেন। হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগীয় সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।

হাসপাতালে এনসিপি নেতানা, হাসনাতের কান্না : জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ছুটে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলের হাসনাত আবদুল্লাহ ও ডা. তাসনিম জারা। এ সময় হাসপাতালের ভেতরে সহযোদ্ধা হাদির অবস্থা দেখে হাসনাত আবদুল্লাহ কান্নায় ভেঙে পড়েন। এর আগে তিনি ফেসবুক পোস্টে লেখেন ‘আল্লাহ আমার ভাইকে বাঁচাইয়া রাখো।’ এ ছাড়া হাদির ওপর এমন বর্বর হামলার তীব্র নিন্দা ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে এনসিপি।

গণসংহতি আন্দোলনের নিন্দা প্রতিবাদ : ওসমান হাদির ওপর গুলি চালানোর ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। তারা বলেন, অবিলম্বে ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতার ও সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের ক্ষোভ : ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান শুক্রবার এক বিবৃতিতে বলেন, ঢাকার বিজয়নগর এলাকার মতো জনবহুল এলাকায় ইনকিলাব মঞ্চের ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আমরা তীব্র ক্ষোভ প্রকাশ এবং নিন্দা জানাচ্ছি। তিনি বলেন, ঘটনা শোনার সঙ্গে সঙ্গেই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার চিকিৎসার বিষয়ে খোঁজখবর রাখছেন।

জাতীয় পার্টির প্রতিবাদ : ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টি ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং জাতীয় পার্টির মহাসচিব ও ফ্রন্টের মুখপাত্র এবিএম রুহুল আমিন হাওলাদার। শুক্রবার এক যৌথ বিবৃতিতে তারা ওসমান হাদির ওপর নৃশংস হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

জবিতে বিক্ষোভ : হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে ক্যাম্পাসের মূল ফটক থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি তাঁতীবাজার মোড় প্রদক্ষিণ করে বিশ্বজিৎ চত্বরে এসে সমবেত হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি করেন।

তিনদলীয় গণতান্ত্রিক সংস্কার জোট : জুলাই অভ্যুত্থান ও সংস্কারের আদর্শ ধারণকারী তিনদলীয় গণতান্ত্রিক সংস্কার জোটের নেতারা এনসিপির আহ্বায়ক ও জোটের মুখপাত্র নাহিদ ইসলাম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম এবং আমার বাংলাদেশের (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু যৌথ বিবৃতিতে হাদির ওপর বর্বরোচিত ও কাপুরুষোচিত গুলিবর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন। হামলায় উদ্বেগ প্রকাশ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম