Logo
Logo
×

প্রথম পাতা

যুগান্তরের সাংবাদিকদের বিরুদ্ধে মামলায় ক্ষোভ নিন্দা অব্যাহত

মামলা দিয়ে গ্রেফতার করে কণ্ঠরোধ করা যাবে না

মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

মামলা দিয়ে গ্রেফতার করে কণ্ঠরোধ করা যাবে না

ডিজিটাল নিরাপত্তা আইনে দৈনিক যুগান্তরের সাংবাদিকদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার এবং কেরানীগঞ্জ প্রতিনিধি ও চট্টগ্রামের লোহাগাড়া প্রতিনিধির মুক্তির দাবি জানানো হয়েছে। বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সভাসহ নানা কর্মসূচি পালন করেন সাংবাদিকরা।

নেতারা বলেন, দুর্নীতিবাজদের অবিলম্বে ধরতে হবে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে সাংবাদিকদের স্বাধীনতায়ও হস্তক্ষেপ করা যাবে না। তারা বলেন, মামলা দিয়ে ও গ্রেফতার করে সাংবাদিকদের কণ্ঠরোধ করা যাবে না।

হয়রানিমূলক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে। সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, গ্রেফতার ও হয়রানি বন্ধ না হলে দুর্নীতিবাজরা উৎসাহিত হবে। এদিকে সাংবাদিকদের অত্যাচার-নির্যাতনের প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুরে মুখে কালো কাপড় বেঁধে সাংবাদিকরা মানববন্ধন করেছেন।

১৯ ফেব্রুয়ারি যুগান্তরে ‘নবাবগঞ্জের ওসি মোস্তফা কামালের আলিশান বাড়ি’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদন প্রকাশের পর তার মদদে ওইদিন সন্ধ্যায় দোহার থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা হয়।

যুগান্তর ও যমুনা টিভির নিজস্ব প্রতিনিধি আজহারুল হক, কেরানীগঞ্জ থানা প্রতিনিধি আবু জাফর, আশুলিয়া থানা প্রতিনিধি মো. মেহেদী হাসান মিঠু, ধামরাই থানা প্রতিনিধি শামীম খান এবং গোপালগঞ্জ জেলা প্রতিনিধি এসএম হুমায়ুন কবীরকে আসামি করে মামলা করে নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কথিত নেতা, অসংখ্য অপরাধমূলক মামলার আসামি ও কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী মো. পলাশ মিয়া।

মামলার পর রাতেই সাংবাদিক আবু জাফরকে গ্রেফতার করা হয়। ২২ ফেব্রুয়ারি সাংবাদিক সেলিম উদ্দিনকে গ্রেফতার করা হয়। সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতার করার প্রতিবাদে বিভিন্ন স্থানে সাংবাদিকরা সভা, সমাবেশ, মানববন্ধন ও বিবৃতি দিয়েছেন। এ সম্পর্কে যুগান্তরের ব্যুরো, অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর-

গৌরীপুর (ময়মনসিংহ) : গৌরীপুর প্রেস ক্লাবের সামনে সাংবাদিক সমাজের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিকরা মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানান।

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সাংবাদিক সমিতি গৌরীপুর শাখার সভাপতি ও গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ম. নূরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন গৌরীপুর পৌর স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আল ইমরান মুক্তা।

মামলা প্রত্যাহার ও সাংবাদিকদের মুক্তির দাবিতে বক্তব্য দেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময় প্রতিনিধি মো. মশিউর রহমান কাউসার, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক খবরের প্রতিনিধি শামীম খান, গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আরিফ আহাম্মেদ, সাবেক সভাপতি মহসীন মাহমুদ শাহ, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিব, দৈনিক আজকালের খবরের প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বোরহান, গৌরীপুর লেখক সংঘের সাধারণ সম্পাদক পলাশ মাজহার, পৌর স্বজন সমাবেশের সভাপতি শ্যামল ঘোষ, উপজেলা স্বজন সমাবেশের সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন, এনটিটি শিক্ষা পরিবারের পরিচালক নাজিম উদ্দিন রাতুল, দৈনিক বাহাদুর ওয়েব ইনচার্জ তাসাদুল করিম প্রমুখ। আজ শুক্রবার বিকাল ৩টায় ঐতিহাসিক শহীদ হারুন পার্ক থেকে ‘মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি চাই’ স্লোগানে বের হবে সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।

এক বিবৃতিতে গৌরীপুর লেখক সংঘের সভাপতিমণ্ডলীর সদস্য কলামিস্ট লুৎফর রহমান নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, সাংবাদিক নির্যাতন বন্ধ ও অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে হবে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক হারুন আল বারী বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা যাবে না। তবে দুর্নীতিবাজদের না ধরে সাংবাদিকদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া হচ্ছে।

এতে দুর্নীতিবাজরা আরও উৎসাহিত হবে। এ অন্যায় মেনে নেয়া যায় না। অবিলম্বে সাংবাদিকদের ওপর নির্যাতন বন্ধের দাবি জানান তিনি। গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফকির এক বিবৃতিতে বলেন, মুক্ত সাংবাদিকতায় হস্তক্ষেপ গণতন্ত্রের অন্তরায়। গ্রেফতার সাংবাদিকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।

গোয়ালন্দ (রাজবাড়ী) : যুগান্তরের সাংবাদিকদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও চার সাংবাদিকের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গোয়ালন্দ প্রেস ক্লাবে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মামলা প্রত্যাহার করা না হলে বৃহৎ কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দেন সাংবাদিকরা। মামলা দিয়ে সাংবাদিকদের দমিয়ে রাখা যাবে না বলেও একই সঙ্গে তারা হুশিয়ারি উচ্চারণ করেন। প্রেস ক্লাব কার্যালয়ে প্রেস ক্লাবের সভাপতি ও কালেরকণ্ঠ প্রতিনিধি গণেশ চন্দ্র পালের সভাপতিত্বে প্রতিবাদ সভা হয়।

এতে সাধারণ সম্পাদক ও ইত্তেফাক সংবাদদাতা আক্তারুজ্জামান মৃধা, যুগান্তরের রাজবাড়ী জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, যুগান্তরের গোয়ালন্দ প্রতিনিধি শামীম শেখ, সমকাল প্রতিনিধি আমজাদ হোসেন আজু, দৈনিক সংবাদ প্রতিনিধি শেখ রাজিব, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি উদয় দাস, নিউজ২৪ টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি শফিকুল ইসলাম শামীম, যায়যায়দিনের গোয়ালন্দ প্রতিনিধি কুদ্দুসুল আলম বক্তব্য দেন।

এদিকে গোয়ালন্দ বাজারের প্রধান সড়কে মানববন্ধন হয়। এতে অংশ নেন যুগান্তর স্বজন সমাবেশের গোয়ালন্দের আহ্বায়ক নির্মল কুমার চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুজ্জামান সেন্টু, বিশিষ্ট ব্যবসায়ী মকবুল হোসেন, স্বজন সমাবেশের সদস্য ওহিদুল ইসলাম, সুজন হোসেন, জাকির হোসেন, বাদশা বেপারি, সোহেল রানাসহ অনেকে।

টেকেরহাট (মাদারীপুর) : টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় বাসস্ট্যান্ডে মানববন্ধন করেন স্থানীয় সাংবাদিক ও সচেতন নাগরিকবৃন্দ। যুগান্তরের টেকেরহাট প্রতিনিধি খোন্দকার রুহুল আমিন মুকুলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন যুগান্তরের কাশিয়ানি (গোপালগঞ্জ) প্রতিনিধি লিয়াকত হোসেন লিংকন, কমরেড এছাহাক মোল্লা, কমরেড ফটিক চন্দ্র বালা, ফকির মেরাজ আলী শেখ (বাংলাদেশ খবর), শহিদুল তালুকদার (এসটিভি বাংলা), ফারুক আহম্মেদ (দৈনিক স্বাধীন বাংলা) মো. ইব্রাহিম (প্রতিদিনের সংবাদ), সাইফুল ইসলাম (দৈনিক দেশেরপত্র) টিটু শেখ প্রমুখ।

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) : গ্রেফতার সাংবাদিকদের মুক্তি ও বিভিন্ন স্থানে সাংবাদিকদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কোম্পানীগঞ্জ উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কোম্পানীগঞ্জ সাংবাদিক সমিতি ও যুগান্তর স্বজন সমাবেশের যৌথ আয়োজনে উপজেলা পরিষদের সম্মুখে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সভাপতি এহসানুল আলম খসরু, সাধারণ সম্পাদক ও নোয়াখালী কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক মঈন উদ্দিন আহমেদ সেলিম, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি মো. শরফুদ্দিন শাহীন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি এএইচএম মান্নান মুন্না, যুগ্ম সম্পাদক ও দৈনিক খোলা কাগজের প্রতিনিধি মেছবাহ উদ্দিন, সাংবাদিক ওয়ালিদ সাকিব, বসুরহাট পৌরসভার কাউন্সিলর ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন-অর রশিদ শাহেদ, কোম্পানীগঞ্জ সাংস্কৃতিক ফোরামের আহ্বায়ক আবদুল হালিম রকি, ব্যবসায়ী কাজী ফজলুল করিম ফয়সাল, যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি শওকত আজিম জাবেদ, সাধারণ সম্পাদক হামিদ উল্যাহ, সহসভাপতি ফখরুল ইসলাম হৃদয়, ইমতিয়াজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু ছায়েদ সোভন, জহির হোসেন, সাংগঠনিক সম্পাদক ফারিহা ফখরুল পুর্নি, প্রচার সম্পাদক ইয়াছিন আরাফাত, সাদমান, হিমেল, পিয়াস, আরিফ, রায়হান, অনিম, হৃদয় পণ্ডিত, অনিক, আশিক, ইয়াদ, শোভন, ফোরকান, ফরিদা, পুষ্পিতা, শান্তা, ইমরান, রাহাত, তানভীর রানা, আঁখি, তানিয়া, লাভলী, মুক্তা প্রমুখ।

বরুড়া (কুমিল্লা) : ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং গ্রেফতার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে বরুড়ায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বরুড়া প্রেস ক্লাবে অনুষ্ঠিত সভায় দৈনিক যুগান্তর পত্রিকার বরুড়া প্রতিনিধি ও বিএফইউজের নির্বাহী সদস্য শাহ আলম শফির সভাপতিত্বে বক্তব্য দেন দৈনিক ইনকিলাবের বরুড়া প্রতিনিধি ও প্রেস ক্লাবের সভাপতি আবুল হাসেম, সহসভাপতি ও মুক্তির লড়াই পত্রিকার সম্পাদক কামরুজ্জামান জনি, সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময় পত্রিকার বরুড়া প্রতিনিধি ইলিয়াছ আহমদ, সাংবাদিক তাজুল ইসলাম, আবদুস সালাম, এমডি আজিজুর রহমান প্রমুখ।

পুঠিয়া (রাজশাহী) : সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারের প্রতিবাদে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। এ সময় উপস্থিত ছিলেন শেখ রেজাউল করিম লিটন, মইদুল ইসলাম মধু, এইচএম শাহনেওয়াজ, মফিজুল ইসলাম ডলার, আবু হাসাদ কামাল, আবদুর রহমান, এসএম হাসানুল ইসলাম সেন্টু, মারসেফুল ইসলাম সুইট, কেএম রেজা, শিশির প্রমুখ।

কাউখালী (পিরোজপুর) : যুগান্তরের প্রতিনিধিদের মুক্তির দাবিতে বুধবার সন্ধ্যায় কাউখালী প্রেস ক্লাবে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি রতন কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন কাউখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তারিকুর রহমান তারেক, প্রেস ক্লাবের সাবেক সভাপতি শেখ রিয়াজ আহাম্মেদ নাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মীর জিয়াদুল হক, সাবেক সাধারণ সম্পাদক রবিউল হাসান মনির, সাংবাদিক আল আমিন তালুকদার, ইমাম হোসেন প্রমুখ।

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : যুগান্তরের সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করায় সোনারগাঁ প্রেস ক্লাব তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। প্রেস ক্লাবের সভাকক্ষে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন তুষারের সভাপতিত্বে এক মতবিনিময় সভা হয়। এতে বক্তব্য দেন প্রেস ক্লাবের সহসভাপতি আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ রিপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রবিউল হুসাইন, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন রতন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক খায়রুল আলম খোকন, হারুন-অর রশিদ, আনিছুর রহমান, শাহাদাত হোসেন সাইমন প্রমুখ। সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে তারা বলেন, স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি ডিজিটাল নিরাপত্তা আইন দ্রুত বাতিল করতে হবে। সাংবাদিকদের জীবনের নিরাপত্তা দিতে হবে।

 

সাংবাদিকদের বিরুদ্ধে মামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম