নির্বাচন সুষ্ঠু হলে বিপুল ভোটে জিতব
- ডা. শাহাদাত হোসেন
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
প্রচারবিহীন দিনে মঙ্গলবারও দৌড়ঝাঁপের মধ্যে ছিলেন বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। দুপুর ২টার দিকে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে গিয়ে রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ দেন।
অভিযোগ প্রদানের পর তিনি বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নাসিমন ভবনে নগর বিএনপি কার্যালয়ে ছিলেন। সেখানে নেতাকর্মী ও নির্বাচনী এজেন্টদের সঙ্গে ভোটের কলাকৌশল নির্ধারণ বিষয়ে কথা বলেন।
সন্ধ্যার পর ফিরে যান বাদশা মিয়া রোডে আমিরবাগের নিজ বাসায়। পার্টি অফিসে তিনি সাংবাদিকদের বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক শান্তিপ্রিয় দল। আমাদের আস্থা জনগণের ওপর, আর জনগণের আস্থা ধানের শীষের ওপর। তাই সুষ্ঠু নির্বাচন হলে আমরা বিপুল ভোটে বিজয়ী হব।
তিনি বলেন, একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচন এবং জনগণের ভোটের প্রতি আগ্রহী করে কেন্দ্রে নেওয়ার জন্য আমরা ৩ মাস ধরে মানুষকে সচেতন করেছি। কিন্তু শেষে মুহূর্তে এসে পরিবেশ সম্পূর্ণ পালটে গেছে। এজেন্টদের গ্রেফতার করে হামলা-মামলা অব্যাহত রেখে ভোট ডাকাতির চেষ্টা করছে সরকার। তবে নির্বাচন যেভাবেই হোক তারা মাঠ ছেড়ে যাবেন না। নির্বাচন সুষ্ঠু করতে তিনি মিডিয়ার সহযোগিতা কামনা করে বলেন, সুষ্ঠু ভোট হলে নির্বাচনে জিতবেন তিনিই।
ডা. শাহাদাত বুধবার সকালে বিএড কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচনের দিনে কার্যসূচি শুরু করবেন বলে জানানো হয়।
