Logo
Logo
×

প্রথম পাতা

জেলায় জেলায় পৌঁছে গেল করোনার টিকা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

জেলায় জেলায় পৌঁছে গেল করোনার টিকা

করোনাভাইরাস প্রতিরোধে দেশের বিভিন্ন জেলায় টিকা পৌঁছে দেয়া হয়েছে। শুক্রবার বেক্সিমকোর বিশেষ ফ্রিজার গাড়িতে কঠোর নিরাপত্তায় এসব টিকা পাঠানো হয়। এদিন রাজশাহী, বরিশাল, চুয়াডাঙ্গা, নওগাঁ, বগুড়া, ফরিদপুর, হবিগঞ্জ, শেরপুর ও মানিকগঞ্জসহ বিভিন্ন জেলার সংশ্লিষ্ট সিভিল সার্জন এসব টিকা বুঝে নেন।

পরে তা সিভিল সার্জন কার্যালয়ে সংরক্ষণ করা হয়। ৭ ফেব্রুয়ারি থেকে এসব জেলায় টিকা দেয়া শুরু হতে পারে। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

রাজশাহী : বেলা সাড়ে ১১টার দিকে বেক্সিমকো ফার্মার একটি কাভার্ড ফ্রিজার ভ্যানে করোনার টিকা রাজশাহী আনা হয়। ১ লাখ ৮০ হাজার ডোজ টিকা বুঝে নেন রাজশাহীর সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার। এরপর টিকার ১৫টি কার্টন জেলা ইপিআই স্টোরে সংরক্ষণ করা হয়। প্রতিটি কার্টনে টিকার এক হাজার ২০০ ভায়াল রয়েছে। প্রতিটি ভায়ালে টিকা রয়েছে ১০ ডোজ। ৯০ হাজার মানুষকে দুই ডোজ করে এসব টিকা দেয়া সম্ভব হবে। সিভিল সার্জন বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ৭ ফেব্রুয়ারি জেলা পর্যায়ে টিকা প্রদান কার্যক্রম শুরু করা হবে। ১ ও ২ ফেব্রুয়ারি স্বাস্থ্যকর্মীদের টিকা প্রয়োগের প্রশিক্ষণ দেয়া হবে।

বরিশাল : সকালে বরিশাল এসেছে ৩ লাখ করোনার টিকা। টিকার এ চালান গ্রহণ করেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস। তিনি জানান, বরিশাল বিভাগে ৭-৮ ফেব্রুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করা হবে। ১৫ ক্যাটাগরির মানুষকে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়া হবে। প্রথম পর্যায়ে বরিশাল জেলায় ১ লাখ ৬৮ হাজার, পটুয়াখালীতে ৪৮ হাজার, ঝালকাঠিতে ১২ হাজার, পিরোজপুরে ৩৬ হাজার, ভোলায় ৬০ হাজার এবং বরগুনার জন্য ২৪ হাজার টিকা এসেছে বলে জানান তিনি।

চুয়াডাঙ্গা : সকাল সাড়ে ১০টায় করোনার টিকাবাহী গাড়ি চুয়াডাঙ্গার সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছে। এসময় সিভিল সার্জনসহ স্বাস্থ্য বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন। পরে টিকাগুলো নামিয়ে নির্দিষ্ট রুমে রাখা হয়। সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, জেলার জন্য প্রথম ধাপে করোনার টিকা এসে পৌঁছেছে। এ টিকা ৩৬ হাজার মানুষকে দেয়া যাবে।

নওগাঁ : সকাল ৭টার দিকে একটি ফ্রিজার গাড়িতে ৩৫ কার্টন টিকা এসেছে নওগাঁ সিভিল সার্জন কার্যালয়ে। পরে সেগুলো টিকা সংরক্ষণাগারের ফ্রিজে রাখা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ। তিনি বলেন, প্রথম চালানে ৩৫টি কার্টনে ৮ হাজার ৪০০ ভায়াল এসেছে। প্রতি ভায়ালে ১০টি করে ৮৪ হাজার ৪০০ ডোজ টিকা এসেছে।

বগুড়া : সকাল ১০টার দিকে ৯টি কার্টনে টিকার এক হাজার ২০০ ভায়াল এসেছে। বগুড়া সদরের ইপিআই স্টোরে এগুলো রাখা হয়েছে। এতে ১ লাখ ৮ হাজার ডোজ টিকা রয়েছে। প্রাথমিকভাবে ৫৪ হাজার চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, গণমাধ্যমকর্মী, বীর মুক্তিযোদ্ধাসহ ১৫ জনগোষ্ঠীকে টিকা দেওয়া যাবে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল, বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল, জেলা পুলিশ হাসপাতাল, দুই সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতাল এবং ১১ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদানের ব্যবস্থা রাখা হয়েছে।

ফরিদপুর : ফরিদপুরে ৬০ হাজার ডোজ টিকা এসেছে। সকাল সাড়ে ৯টায় সিভিল সার্জন ডা. সিদ্দিুকর রহমান বেক্সিমকো প্রতিনিধিদের কাছ থেকে টিকাগুলো বুঝে নেন। পরে এগুলো ফরিদপুর জেনারেল হাসপাতালের ওষুধ সংরক্ষণাগারে রাখা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, জেলা প্রশাসকের প্রতিনিধি তানিয়া আক্তার।

হবিগঞ্জ : বেলা সাড়ে ১১টায় ৬টি কার্টনে ৭২ হাজার ডোজ টিকা এসেছে। এগুলো কেজলা ইপিআই সেন্টারের আয়লারে সংরক্ষণ করা হয়েছে। সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমান বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক প্রথম ধাপে স্বাস্থ্যকর্মী, ডাক্তার, পুলিশ ও প্রশাসনের লোকদের মধ্যে করোনার টিকা প্রয়োগ করা হবে। পর্যায়ক্রমে তা সবাইকে দেয়া হবে।

শেরপুর : সকালে ৩৬ হাজার ডোজ করোনার টিকা শেরপুর পৌঁছেছে। সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ জানান, সিভিল সার্জন অফিসের ইপিআই স্টোরে এসব টিকা রাখা হয়েছে। জেলায় ৭ ফেব্রুয়ারি থেকে টিকা দেয়া শুরু হতে পারে।

মানিকগঞ্জ : ৪৮ হাজার ডোজ করোনার টিকা মানিকগঞ্জে পৌঁছেছে। সকালে বেক্সিকো ফার্মার টিকাবাহী গাড়ি মানিকগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছে। পরে সেগুলো কার্যালয়ের ফ্রিজে সংরক্ষণ করা হয়েছে। মানিকগঞ্জের সিভিল সার্জন ডাক্তার মো. আনোয়ারুল আমিন আখন্দ জানান, মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালসহ ৬ উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে টিকা দেওয়া হবে।

ঝিনাইদহ : দুপুরে বেক্সিমকোর ফ্রিজার ভ্যানে ৬০ হাজার টিকা ঝিনাইদহের সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছে। টিকাগুলো গ্রহণ করেন সিভিল সার্জন ডা. সেলিনা বেগম। এ সময় জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও ঔষধ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে ৯৬ হাজার ৬০০ ডোজ টিকা এসেছে। সকাল সাড়ে ৮টায় পুলিশি পাহারায় এগুলো সিভিল সার্জনের কার্যালয়ে পৌঁছে। বেক্সিমকো ওষুধ কোম্পানির ফ্রিজার ভ্যানে টিকাগুলো পাঠানো হয়। কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান টিকাগুলো গ্রহণ করেন।

মাগুরা : প্রথম দফায় ২৪ হাজার ডোজের ২ হাজার ৪শ ভায়াল করোনার টিকা মাগুরা পৌঁছেছে। মাগুরার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার রেজোয়ান আহমেদ বলেন, ২৪ হাজার ডোজ টিকা পৌঁছে দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা পাওয়ার পর এসব টিকা প্রদানের কাজ শুরু হবে।

করোনা টিকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম