Logo
Logo
×

প্রথম পাতা

ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা এবার দ্বিতীয়বারের মতো বহুনির্বাচনি (এমসিকিউ) প্রশ্নের পাশাপাশি লিখিত প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে। এমসিকিউ প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীদের মুখস্থনির্ভর জ্ঞান যাচাই করা গেলেও লিখিত অংশের মাধ্যমে সৃজনশীল দক্ষতা যাচাই করা যাচ্ছে। ফলে এ লিখিত অংশকেই ভর্তি পরীক্ষায় উত্তীর্ণের ট্রামকার্ড মনে করছেন শিক্ষাবিদরা। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শনিবার আট বিভাগীয় শহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

ঢাবি : ২০১৯-২০ শিক্ষাবর্ষ থেকে ঢাবির ভর্তি পরীক্ষায় বহুনির্বাচনি প্রশ্নের পাশাপাশি লিখিত প্রশ্ন সংযুক্ত করা হয়। বহুনির্বাচনি অংশে নির্ধারিত করা হয় ৬০ নম্বর আর লিখিত অংশের জন্য ৪০। লিখিত অংশ যুক্ত করার আগে বহুনির্বাচনি প্রশ্নের মাধ্যমে শুধু মুখস্থনির্ভরজ্ঞানীয় দক্ষতাই যাচাই করা সম্ভব হতো। তবে লিখিত অংশ যুক্ত করার পর শিক্ষার্থীদের জ্ঞানীয় দক্ষতার পাশাপাশি অর্জিত জ্ঞানের বিশ্লেষণ ও প্রায়োগিক দক্ষতা যাচাই করা সম্ভব হচ্ছে। ফলে এ লিখিত অংশই ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে বড় ধরনের প্রভাব থাকবে।

ঢাবির ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী যুগান্তরকে বলেন, এমসিকিউ প্রশ্নের পাশাপাশি লিখিত প্রশ্নে পরীক্ষা নেওয়ার বিষয়কে আমি স্বাগত জানাই। লিখিত প্রশ্ন ছাড়া কোনোভাবেই একজন শিক্ষার্থীর জ্ঞান প্রকাশ করার ক্ষমতা বিবেচনা করা যায় না।

ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. মনিনুর রশিদ যুগান্তরকে বলেন, এমসিকিউ প্রশ্নপত্রে শিক্ষার্থীদের পরিপূর্ণ জ্ঞান যাচাই করা কেনোভাবেই সম্ভব না। তবে লিখিত প্রশ্নের মাধ্যমে একজন শিক্ষার্থীর জ্ঞানীয় দক্ষতার পাশাপাশি অর্জিত জ্ঞানের বিশ্লেষণ ও প্রয়োগ দক্ষতাও যাচাই করা সম্ভব।

শনিবার রাজধানী ও সাত বিভাগীয় শহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের এ ভর্তি পরীক্ষায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এ পরীক্ষায় ২ হাজার ৩৭৮টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৪৭ হাজার ৬৩২টি। এর মধ্যে ১৮ হাজার ৮৫০ জন ঢাকায় পরীক্ষায় অংশ নেন। বিভাগীয় শহরগুলো থেকে ২৮ হাজার ৮৮২ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৬ হাজার ৩৭৭ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২ হাজার ৮৫২ জন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫ হাজার ৭২ জন, খুলনা বিশ্ববিদ্যালয়ে ৫ হাজার ২০৪ জন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৯২১ জন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৭৪১ জন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৬ হাজার ৬১৫ জন ভর্তি পরীক্ষায় অংশ নেন।

শনিবার দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান সাংবাদিকদের বলেন, পরীক্ষাগুলো অত্যন্ত সুন্দর ও শৃঙ্খলার সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে। কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই। সব কেন্দ্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ দৃষ্টি রেখেছে।

কারাগারে বসে পরীক্ষা : কারাগারে থাকা এক শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় বসার সুযোগ করে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বসে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেন এক শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী। তিনি বলেন, কারা কর্তৃপক্ষ থেকে আমরা বিষয়টি জানতে পারি। তাৎক্ষণিক আমরা দুজন শিক্ষক ও একজন কর্মকর্তার মাধ্যমে কারাগারে প্রশ্ন পাঠিয়ে শিক্ষকদের উপস্থিতিতে তার পরীক্ষা নিয়েছি। এতে নির্ধারিত সময়সহ সব নিয়ম মানা হয়েছে। পরীক্ষা শেষে উত্তরপত্র নিয়ে এসেছেন শিক্ষকরা।

ফুল-কলম দিয়ে ভর্তি-ইচ্ছুকদের বরণ ছাত্রদলের : ‘খ’ ইউনিটে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের মাঝে ফুল ও কলম বিতরণ করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলাভবন, টিএসসি ও কার্জন হল এলাকায় ফুল ও কলম বিতরণ করেন তারা। ঢাবি ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সদস্য সচিব মো. আমানউল্লাহ আমানের নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আক্তার হোসেন, যুগ্ম-আহ্বায়ক এবিএম এজাজুল কবির রুয়েল, সজীব মজুমদারসহ বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক এইচএম আবু জাফর, বিভিন্ন হলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ দুই শতাধিক নেতাকর্মী।

রাজশাহী : রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শনিবার ঢাবিতে ভর্তি-ইচ্ছুক ৬ হাজার ৩৭১ পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন। রাবির জনসংযোগ বিভাগের প্রশাসক ড. আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। শুধু রাজশাহী বিভাগের আট জেলার ভর্তি-ইচ্ছুকরাই রাবিতে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন। ৯ অক্টোবর ঢাবির ‘চ’ ইউনিটে ১ হাজার ৫৭৭ জন, ২২ অক্টোবর ‘গ’ ইউনিটে ১ হাজার ৮২৪ জন ও ২৩ অক্টোবর ‘ঘ’ ইউনিটে ১২ হাজার ৬ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।

শাবি : সিলেট বিভাগীয় কেন্দ্র হিসাবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ঢাবির ‘খ’ ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৮৪ শতাংশ বলে জানিয়েছেন ‘খ’ ইউনিটের সিলেট বিভাগীয় সমন্বয়ক বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক দিলারা রহমান। অধ্যাপক দিলারা রহমান বলেন, ‘খ’ ইউনিটে সিলেট বিভাগের মোট আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা ছিল ৯২১ জন। এই ইউনিটের ভর্তি পরীক্ষায় সর্বমোট উপস্থিতি ছিল ৭৭৪ জন এবং অনুপস্থিত ১৪৭ জন।

বরিশাল : বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অনুষ্ঠিত ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ২৩৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। শনিবার বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ববি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৮৬ দশমিক ৩৩ শতাংশ। ববি প্রক্টর ড. মো. খোরশেদ আলম জানান, ‘খ’ ইউনিটের পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৭৪১ জন। এর মধ্যে ১ হাজার ৫০৩ জন অংশগ্রহণ করেন। বাকি ২৩৮ জন অনুপস্থিত ছিলেন। উপস্থিতির হার ৮৬ দশমিক ৩৩ শতাংশ।

চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সূত্র জানায়, এবার ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় চবিতে ২ হাজার ৮৫১ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল। এর মধ্যে উপস্থিত ছিলেন ২ হাজার ৪৭১ জন। পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৩৮০ জন শিক্ষার্থী। মোট পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ১৩ দশমিক ২৩ শতাংশ। ১৬ অক্টোবর থেকে চবি শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান বাহন শাটল ট্রেন সীমিত পরিসরে চালু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সকালে দুইটি ও দুপুরে দুইটি ট্রেন চলাচল শুরু হবে।

খুলনা : খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) উপকেন্দ্রে ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার সশরীরে অনুষ্ঠিত হয়। খুবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস জানান, ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় এ উপকেন্দ্রে ৫ হাজার ১৮৬ জন পরীক্ষার্থীর আসন ছিল। এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে ৯ অক্টোবর ‘চ’ ইউনিট, ২২ অক্টোবর ‘গ’ ইউনিট এবং ২৩ অক্টোবর ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও শহরে খুলনা কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কেসিসি উইমেন্স কলেজ, রেভারেন্ড পলস হাইস্কুল ও হোপ পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।

বাকৃবি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন ৪ হাজার ৪৫৩ জন শিক্ষার্থী। উপস্থিতির হার ৮৭ দশমিক ৭৯ শতাংশ। এ সময় ভর্তি পরীক্ষার হল পরিদর্শন করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম