Logo
Logo
×

প্রথম পাতা

টি ২০ বিশ্বকাপে রেকর্ড রাঙানো জয়

সুপার টুয়েলভে বাংলাদেশ

সুপার টুয়েলভে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও প্রথমপর্বের এ-গ্রুপের শীর্ষ দল

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সুপার টুয়েলভে বাংলাদেশ

১২ বলে পাপুয়া নিউগিনির (পিএনজি) দরকার ১০০ রান। টি ২০ ক্রিকেট কখনো কখনো আবির্ভূত হয় রহস্যময়ী রমণীর মতো। প্রশান্ত মহাসাগরের প্রায় ৯০ লাখ জনগোষ্ঠীর খুদে দ্বীপরাষ্ট্র কাল হাড়ে হাড়ে টের পেয়েছে খুদে ক্রিকেটেও কত খুদে তারা!

এই তিক্ত অভিজ্ঞতা হলো তাদের বাংলাদেশের কাছে ৮৪ রানের শোচনীয় হারে। টি ২০-তে রানের হিসাবে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়। টানা তৃতীয় হারে এবারের টি ২০ বিশ্বকাপে পিএনজির পর্দা নামল। আর বাংলাদেশ পরপর দুই জয়ে পুরো চার পয়েন্ট পেয়ে এবং নেট রানরেট (১.৭৩৩) বাড়িয়ে চলে গেল সুপার টুয়েলভে।

ওমানের রাজধানী মাসকাটের আল আমেরাত স্টেডিয়ামে বৃহস্পতিবার অপরিবর্তিত একাদশ নিয়ে খেলতে নামা বাংলাদেশ এবারের আসরে নিজেদের সর্বোচ্চ ১৮১/৭ করে একশর কম রানে (৯৭) গুটিয়ে দেয় পিএনজিকে।

টাইগারদের জোড়া জয়ের সঙ্গে টানা দ্বিতীয়বার ম্যাচসেরা হলেন সাকিব আল হাসান। ব্যাট হাতে ৩৭ বলে ৪৬ রান করার পর বল হাতে তার পারফরম্যান্স আরও ক্ষুরধার-চার ওভারে মাত্র নয় রানে চার উইকেট।

তারই পুরস্কার পেলেন সাকিব। দুটি করে উইকেট নেওয়া তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিনও দারুণ বোলিং করেছেন। তাদের তোপের মুখে তিন বল বাকি থাকতে ৯৭ রানে গুটিয়ে যায় পিএনজি। ৪৬ রানে অপরাজিত থাকা কিপলিং দোরিগা ছাড়া দুই অঙ্ক ছুঁতে পারেন শুধু চাঁদ সোপার (১১)।

প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ছয় রানের বিব্রতকর হারের পর বাংলাদেশের সামর্থ্য নিয়েই প্রশ্ন উঠে গিয়েছিল। পরের দুই ম্যাচে ফেভারিটের মতোই ওমান ও পিএনজিকে হারিয়ে তার জবাব দিলেন সাকিব, মাহমুদউল্লাহরা।

তিন ম্যাচে পাওয়া চার পয়েন্ট ও শ্রেয়তর রান রেটের কারণে কোনো সমীকরণ ছাড়াই সুপার টুয়েলভে চলে গেছে বাংলাদেশ। গ্রুপের রানার্সআপ হিসাবে বাংলাদেশ সুপার টুয়েলভে গ্রুপ-১ এ খেলবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। প্রথম পর্বের এ গ্রুপের শীর্ষ দল যোগ দেবে এই গ্রুপে। বৃহস্পতিবার রাতের ম্যাচে স্কটল্যান্ড অনায়াসে আট উইকেটে ওমানকে হারিয়ে হয়েছে গ্রুপসেরা।

বাংলাদেশ প্রথম রাউন্ডে হয়েছে বি-গ্রুপের রানার্সআপ। তাই সুপার টুয়েলভে বাংলাদেশ খেলবে গ্রুপ ‘১’-এ। একটি নো বলসহ শেষ তিন বলে ১৭ রান (দুটি ছয় ও একটি চার) নিয়ে বাংলাদেশকে ১৮১/৭-এ পৌঁছে দেন মোহাম্মদ সাইফউদ্দিন।

মাত্র ছয় বলে ১৯ রানে অপরাজিত থাকেন এই বোলিং অলরাউন্ডার। শেষ ওভারে তার বদৌলতে বাংলাদেশ তোলে ২০ রান। ইনিংসের লেজে সাইফউদ্দিনের ছোটখাটো ঝড়ের আগে মাহমুদউল্লাহর হাফ সেঞ্চুরির অবদান অনস্বীকার্য।

তিনটি করে চার ও ছয়ে মাত্র ২৭ বলে অধিনায়কের ষষ্ঠ টি ২০ আন্তর্জাতিক ফিফটি বাংলাদেশের ইনিংসের স্বরলিপি। বাংলাদেশ অধিনায়ক হিসাবে এটি দ্বিতীয় দ্রুততম টি ২০ ফিফটি। প্রথমটি মোহাম্মদ আশরাফুলের ২০০৭ টি ২০ বিশ্বকাপে।

২০০৭ থেকে খেলে আসা মাহমুদউল্লাহ টি ২০ বিশ্বকাপে এই প্রথম হাফ সেঞ্চুরি পেলেন। সাকিব আল হাসান একটি বাউন্ডারির জন্য আক্ষেপ করতেই পারেন। চার্লস আমিনি বাউন্ডারির কাছে যদি ক্যাচ নিতে অসফল হতেন, সাকিব হয়তো পেয়ে যেতেন নিজের দশম টি ২০ আন্তর্জাতিক অর্ধশতরানের ইনিংস। ৪৬ রানে তাকে থামান পিএনজি অধিনায়ক আসাদ ভালা। ৩৭ বলের ইনিংসে কোনো বাউন্ডারি নেই। দড়ির ওপারে বল পাঠিয়েছেন তিনবার।

পিএনজির ফিল্ডাররা হাতে ফেভিকল মেখে মাঠে নেমেছিলেন কি না কে জানে। দুর্দান্ত সব ক্যাচ নিয়েছেন তারা। বাংলাদেশের সাতজন ব্যাটারই ক্যাচ দিয়ে ফিরেছেন সাজঘরে।

মাহমুদউল্লাহ ও সাকিব বাদে লিটন দাস (২৩ বলে ২৯), আফিফ হোসেন (১৪ বলে ২১) এবং মোহাম্মদ সাইফউদ্দিন (৬ বলে ১৯*) এবারের টি ২০ বিশ্বকাপে সর্বোচ্চ রানের শিখরে পৌঁছে দেন বাংলাদেশকে।

দুটি করে উইকেট নেন পিএনজির তিন বোলার কাবুয়া মোরেয়া, দামিয়েন রাভু ও আসাদ ভালা। প্রথম রাউন্ডে রান পেলেন না মুশফিকুর রহিম। স্কটল্যান্ডের বিপক্ষে ৩৮ ও ওমান ম্যাচে ছয় করার পর এই ম্যাচে তার রান আট বলে পাঁচ।

তবে স্কটল্যান্ডের বিপক্ষে হারের জন্য দলের সিনিয়র খেলোয়াড়দের দোষারোপ করা হলেও পরের দুই ম্যাচে তারাই বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেন। সাকিব আল হাসানের পরপর দুই ম্যাচের সেরা খেলোয়াড় হওয়া তার প্রমাণ।
(স্কোর কার্ড খেলার পাতায়)
 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম