Logo
Logo
×

প্রথম পাতা

সুরসম্রাজ্ঞী লতার সেরা গানগুলো

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সুরসম্রাজ্ঞী লতার সেরা গানগুলো

সেই ১৯৪১ সালের কথা। সারা দেশ যখন ব্রিটিশ সাম্রাজ্যবাদের অত্যাচারে জর্জরিত, তখন শুরু হয় মহারানির সুরসাধনা। সেই বছর ১৬ ডিসেম্বর গায়িকা হিসাবে পথচলা শুরু তার। প্রায় সাত দশকের সংগীত-জীবনে প্রায় ৩৬টি ভাষায় ৩০ হাজারেরও বেশি গান গেয়েছেন তিনি। তার সুরের জাদুতে মূর্ছিত হন কোটি কোটি গুণমুগ্ধ শ্রোতা। আর এই সুরের সমুদ্র থেকে কিছু সেরা গান বেছে নেওয়া যেন ঠিক মহাসাগর থেকে এক কলসি পানি নেওয়ার সমান। একবার ফিরে দেখা যাক তার অসামান্য সৃষ্টির কিছু সদাবাহার গান।

আজিব দাস্তা হ্যায় ইয়ে : ষাটের দশকের অনন্যা মোহময়ী অভিনেত্রী মীনা কুমারী যখনই পর্দায় আসতেন তার রূপ ও কণ্ঠস্বরের জাদুতে মোহিত হতেন না এমন ব্যক্তি বোধহয় ছিল না। আর সেক্ষেত্রে যদি প্লেব্যাক করেন লতাজি, সেক্ষেত্রে যে সেই গান সুর তাল লয়ের উচ্চতম মাত্রায় পৌঁছাবে তা বলা বাহুল্য। ১৯৬০ সালের ‘দিল আপনা প্রিত পড়াই’ ছবিতে রাজ কুমার, নাদিরার সঙ্গে ক্যাম্প ফায়ারে বসে মীনা কুমারীর ঠোঁটে ‘আজিব দাস্তা হ্যায় ইয়ে, কাহা শুরু কাহা খতম’ গান এখনো সবার কাছে সেরা গান হয়েই আছে।

নাম গুম যায়েগা : লতা মঙ্গেশকরের নাম সারা ভারতে সর্বকালীন সেরা হিসাবে অনন্তকাল থাকবে, এই কথা হয়তো স্বয়ং বিধাতাও জানতেন। আর তাই হয়তো তার গলা দিয়েই উচ্চারিত হয়েছিল সেই অবিস্মরণীয় গানের কথা, ‘নাম গুম যায়েগা, চ্যাহেরা ইয়ে বদল যায়েগা, মেরি আওয়াজ হি প্যাহেচান হ্যায়, আগর ইয়াদ রহে’। ১৯৭৭ সালে হেমা মালিনী, জিতেন্দ্র ও ধর্মেন্দ্র অভিনীত ‘কিনারা’ ছবির এই গান আজকের দিনে সবথেকে বেশি মনে পড়ছে সবার। আর ডি বর্মণের সুরে এই গানের কথা লিখেছিলেন গুলজার সাহেব। লগ যা গলে ১৯৬৪ সালে ‘উয়ো কউন থি’ ছবির আরএক ব্লকবাস্টার হিট গান ‘লগ যা গলে কে ফির ইয়ে হাসিন রাত হো না হো, গান অমর হয়ে রয়েছে শ্রোতাদের কাছে। এখনো এই গানের ফ্লেভার সম্পূর্ণ নতুন সব বয়সি শ্রোতার কাছে। সুরসম্রাজ্ঞীকে চিরবিদায় জানিয়ে আজ গোটা দেশ এই গানের লিরিক মনে করেই বলছে, ‘শায়দ ফির ইস জনম মে মুলাকাত হো না হো’ তেরে বিনা জিন্দেগি সে কোই ১৯৭৫ সালের ব্লকবাস্টার হিট সিনেমা ‘আঁধি’ শুধু যে কালজয়ী কাল্ট মুভি হিসাবে পরিচিত হয়েছে তাই নয়, এই ছবি রমণীর জন্য একটি মাইলস্টোন তৈরি করেছে। একজন বাংলার মহানায়িকা সুচিত্রা সেন, তো অপরজন নিঃসন্দেহে লতা মঙ্গেশকর। অন্যান্য সব গানের সঙ্গে সঙ্গেই এই সিনেমার ‘তেরে বিনা জিন্দেগি সে কোই’ গানটি সর্বকালের অন্যতম সেরা গান হিসাবে স্বীকৃতি লাভ করেছে। ‘এক প্যার কা নাগমা’ সংগীত পরিচালক লম্মীকান্ত-প্যারেলালা জুটির এই গান চোখে জল আনেনি, এমন শ্রোতার সংখ্যা সত্যিই বিরল। ১৯৭২ সালে ‘শোর’ ছবিতে নন্দার লিপে এই গান কালজয়ী গানের মধ্যে অন্যতম। লুকাছুপি বহত হুই ভারতীয় সংগীতজগতের অন্য এক লিজেন্ট। এ আর রহমানের সুরারোপিত গান ‘লুকাছুপি বহত হুই’ গান লতার কিছুকালের মধ্যে গাওয়া একটি গান। তবে এই গান যে কোনো শ্রোতার মনের মধ্যে গভীর দাগ কাটে। ২০০৬ সালে ‘রং দে বসন্তী’ সিনেমার এই গান লতাজির অল টাইম হিট গানের একটি। ইয়ারা সিলি সিলি ১৯৯১ সালের অন্যতম সেরা সিনেমা ‘লেকিন’-এর সুপারহিট গান ‘ইয়ারা সিলি সিলি বিরহা কি রাত কা জ্বলনা’-এর জন্য সেরা সংগীতশিল্পী হিসাবে জাতীয় পুরস্কার লাভ করেন লতা মঙ্গেশকর।

রজনী এখনো বাকি : হিন্দি, মারাঠির সঙ্গে লতা মঙ্গেশকরের বাংলা গানের তালিকাও নেহাত কম নয়। তার বহু সুপারহিট বাংলা গানের মধ্যে অন্যতম হল ‘না যেওনা’, ‘রজনী এখনও বাকি’, ‘যা রে উড়ে যা রে পাখি’, ‘সাত ভাই চম্পা জাগোরে’, ‘প্রেম একবার এসেছিল নীরবে’, ‘আষাঢ় শ্রাবণ মানে না তো মন’, ‘ও মোর ময়না গো’, ‘ও পলাশ ও শিমুল’, ‘আকাশপ্রদীপ জ্বেলে, ‘আমি যে কে তোমার’, ‘কি লিখি তোমায়’, ‘কেন কিছু কথা বলো না’, ‘আমারও তো সাধ ছিল’, ‘নিঝুম সন্ধ্যায় শ্রান্ত পাখিরা’, ‘ভালোবাসার আগুন জ্বেলে’, ‘বাঁশি কেনো গায়’, ‘চঞ্চলা মন আনমনা হয়’, ‘সাত ভাই চম্পা জাগোরো’, ‘না যেওনা রজনী এখনো বাকি’, ‘দাদা ভাই মূর্তি বানাও’সহ অসংখ্য কালজয়ী গান গেয়েছেন তিনি।

অন্যান্য সেরা গান : প্রায় ৩০ হাজার গানের মধ্যে লতা মঙ্গেশকরের সেরার সেরা গানের মধ্যে আরও কয়েকটি হলো-প্রেম পূজারি ছবির ‘রঙ্গিলা রে’, গাইড ছবির ‘গাতা র‌্যাহে মেরা দিল’, কাশ্মীর কি কলি সিনেমার ‘ইয়ে সমা সমা হ্যায় ইয়ে প্যার কা’, প্রেম রোগ সিনেমার ‘ইয়ে গলিয়া ইয়ে চউবারা’, অর্পণ সিনেমার ‘পরদেশ যা কে পরদেশিয়া’, রুদালি সিনেমার ‘দিল হুম হুম করে’, হিনা ছবির ‘আজা রে মাহি তেরা রাস্তা’, পুকার সিনেমার ‘ইক তু হি ভরোসা’।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম