বেলারুশ সীমান্তে রাশিয়া ও ইউক্রেন বৈঠক
আলোচনায় রাজি দুপক্ষ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর কারকিভে রুশ সেনাদের সঙ্গে সম্মুখ লড়াইয়ে দেশটির সেনারা -এএফপি
|
ফলো করুন |
|
|---|---|
রুশ প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় রাজি হয়েছে ইউক্রেনের প্রতিনিধি দল। ইউক্রেনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভজেনি ইয়েনিন বলেছেন, স্থানীয় সময় সোমবার সকালে বেলারুশ-ইউক্রেন সীমান্তে রুশ প্রতিনিধি দলের সঙ্গে ইউক্রেন প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হবে।
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক বিবৃতিতে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন। তবে বেলারুশের গোমেল শহরে রুশ প্রতিনিধিদের সঙ্গে আলোচনার প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছিলেন।
বিষয়টিকে ‘ধোঁকাবাজি’ হিসাবে দেখছে পশ্চিমা দেশগুলোও। তারা বলছে, মাথায় বন্দুক ঠেকিয়ে আলোচনার কথা বলতে পারে না রাশিয়া। খবর বিবিসি, এএফপি ও রয়টার্সের।
রোববার বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেংকোর সঙ্গে কথা বলার পর জেলেনস্কি বলেন, আমরা একমত হয়েছি- ইউক্রেনের প্রতিনিধি দল কোনো পূর্বশর্ত ছাড়াই রুশ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবে।
প্রিয়াপাত নদীরা কাছে ইউক্রেন বেলারুশ সীমান্তে ওই বৈঠক অনুষ্ঠিত হবে। এ সময় প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করার দায়িত্ব বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেংকো নিয়েছেন বলেও তিনি জানান। বিবিসি টিভির খবরে বলা হয়, ইউক্রেন-বেলারুস সীমান্তে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দলের মধ্যে একটি বৈঠক কিছু সময়ের মধ্যেই শুরু হতে যাচ্ছে।
সম্ভাব্য বৈঠক সম্পর্কে রাশিয়া বা বেলারুশ কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে এর আগে এক বিবৃতিতে রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, তাদের একটি প্রতিনিধি দল বেলারুশের গোমেল শহরে পৌঁছেছে।
তারা ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। রুশ প্রতিনিধি দলে সামরিক কর্মকর্তা ও কূটনীতিকরা আছেন।
এর আগে এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেছিলেন যেহেতু বেলারুশের ভূখণ্ড ব্যবহার করে ইউক্রেনের ওপর রুশ আক্রমণ হচ্ছে তাই বেলারুশের ভেতরে এরকম কোনো বৈঠকে তিনি যাবেন না।
তিনি বলেন, আমরা আলোচনা করতে চাই, আমরা যুদ্ধ শেষ করতে চাই। তবে বেলারুশে কোনোভাবেই বৈঠক হতে পারে না। এর পরিবর্তে পোল্যান্ডের ওয়ারশ, স্লোভাকিয়ার ব্রাতিস্লাভা, হাঙ্গেরির বুদাপেস্ট, তুরস্কের ইস্তাম্বুল কিংবা বাকু ভেন্যু হিসাবে চান তিনি। কারণ ইউক্রেনে রুশ আগ্রাসনের পেছনে বেলারুশও জড়িত।
