রেকর্ডের বরপুত্র লিওনেল মেসি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২২, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
বিশ্বকাপ শিরোপা জিতে আর্জেন্টিনার দীর্ঘ খরা ঘোচালেন লিওনেল মেসি। চ্যাম্পিয়ন হয়েই বিদায় জানালেন বৈশ্বিক ফুটবল আসরকে -এএফপি
|
ফলো করুন |
|
|---|---|
কিংবদন্তি লিওনেল মেসি মাঠে নামা মানেই এখন একেকটি রেকর্ড। রেকর্ডের ঝুড়ি নিয়ে বিশ্বকাপ শেষ করলেন এই আর্জেন্টাইন মহাতারকা। ফ্রান্সের বিপক্ষে ফাইনালে মাঠে নামার সঙ্গেই অসাধারণ এক রেকর্ড গড়েন তিনি। রেফারির বাঁশির সঙ্গে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ২৬ ম্যাচ খেলার কীর্তি গড়ে ফেলেন। ছাড়িয়ে গেছেন ২৫ ম্যাচ খেলা জার্মানির ’৯০ বিশ্বকাপজয়ী অধিনায়ক লোথার ম্যাথিউসকে। এরপর গোল করে গড়ে ফেলেন আরও বড় কীর্তি।
ফ্রান্সের গোলকিপার হুগো লরিস বিশ্বকাপে খেলেছেন ২০টি ম্যাচ। বর্তমান খেলা ফুটবলারদের মধ্যে যা দ্বিতীয় সর্বোচ্চ। ৩৬ বছর বয়সি লরিসের আর বিশ্বকাপ খেলার সম্ভাবনা ক্ষীণ। ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনাল ছিল মেসির বিশ্বকাপ ক্যারিয়ারে ২৫তম ম্যাচ। এদিন ২৩ মিনিটে গোল করার পর আরও একটি কীর্তি গড়েছেন। বিশ্বকাপ ইতিহাসে আর কেউই এমনটা করতে পারেনি। বিশ্বকাপে সব মিলে ২১ গোলে সম্পৃক্ততায় থাকলেন। গোল করে ও করিয়ে সবার ওপরে উঠে গেলেন। ফ্রান্সের বিপক্ষে পেনালটি গোলে এবং পরে দারুণ আরেকটি গোলে এই অর্জন ধরা দেয় রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকার।
এবারের আসরে ষষ্ঠ গোল করেছেন মেসি, সব মিলে গোল করলেন ১৩টি। এছাড়া গোল করিয়েছেন আটটি। ১৯ গোলে সম্পৃক্ত থেকে মেসির পরে আছেন তিনজন-জার্মানির জার্ড মুলার, মিরোস্লাভ ক্লোসা ও ব্রাজিলের রোনালদো। এর থেকেও আরও একটি বড় রেকর্ড গড়েছেন তিনি। প্রথম খেলোয়াড় হিসাবে বিশ্বকাপের এক আসরে গ্রুপ পর্ব, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালে গোল করলেন ৩৫ বছর বয়সি ফরোয়ার্ড। সেমিফাইনাল পর্যন্ত মেসি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের গোল ছিল সমান পাঁচটি করে। পুরো টুর্নামেন্টের মতো শেষ ম্যাচেও রয়ে গেল সেই প্রতিযোগিতা। ফাইনালে মেসি দুটি ও এমবাপ্পে হ্যাটট্রিক করেন। আট গোল নিয়ে গোল্ডেন বুট পেয়ে যান এমবাপ্পে। এক পিছিয়ে থেকে মেসি গোল্ডেন বুট না পেলেও দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে গোল্ডেন বল জিতে নেন। এদিকে ম্যাচ সংখ্যার পাশাপাশি মাঠে বেশি সময় খেলার রেকর্ডও এখন শুধুই মেসির। চারটি বিশ্বকাপ খেলা জার্মানির পাওলো মালদিনি মোট ২ হাজার ২১৭ মিনিট খেলেছিলেন। সেমিফাইনালের পর মেসির খেলার সময় ২ হাজার ১৯৪ মিনিট। কাল ফাইনালে ২৪ মিনিট মাঠে থাকার সঙ্গেই সবচেয়ে বেশি সময় খেলার রেকর্ডটি হয়ে যায় মেসির। ২০০৬ বিশ্বকাপে প্রথম খেললেও খুব বেশি ম্যাচ পাননি। এরপর খেলেছেন আরও চারটি বিশ্বকাপ। এবার বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে প্রতিটি মিনিটই খেলেছেন মেসি। ২০১৪ বিশ্বকাপে একবার দলকে ফাইনালে উঠানোর সঙ্গে সেরা খেলোয়াড় হয়েছিলেন।
