ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ক্ষেতলালে নিহত ৫
বিভিন্ন স্থানে সড়কে আরও ৭ জনের মৃত্যু
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জয়পুরহাটের ক্ষেতলালে ট্রাক-সিএনজি অটোরিকশা সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজিচালকসহ ৫ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হন এক নারী। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার জয়পুরহাট-বগুড়া সড়কের ক্ষেতলাল পৌরশহরের মালিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে। কক্সবাজারের রামুতে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেছে মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর। কিছুদিন পর তাদের বিদেশ যাওয়ার কথা ছিল। এছাড়া নাটোরের লালপুর, মানিকগঞ্জ, বরগুনার বামনা ও দিনাজপুরের বিরামপুরে সড়ক দুর্ঘটনায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
জয়পুরহাট ও ক্ষেতলাল : ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিবুল ইসলাম জানান, বেলা ১১টায় সিএনজি অটোরিকশাটি ৬ জন যাত্রী নিয়ে জয়পুরহাট থেকে ক্ষেতলাল শহরের দিকে আসছিল। ক্ষেতলাল পৌর এলাকার মালীপাড়ায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। তিনি জানান, পুলিশ ট্রাকচালককে আটকের চেষ্টা করছে। নিহতরা হলেন-ক্ষেতলাল পৌরশহরের ইটাখোলা বাজারের রাবিয়া হোসেনের ছেলে অটোচালক আমজাদ হোসেন (৫০), যাত্রী পৌরশহরের শাখারুঞ্জ চৌধুরীপাড়া মহল্লার রফিকুল ইসলামের ছেলে নাফিজ হোসেন (২২), নওগাঁর ধামুরহাট উপজেলার বাসিন্দা ও ক্ষেতলাল উপজেলার নশীরপুর গ্রামের জামে মসজিদের ইমাম সিরাজুল ইসলাম (৬০), ক্ষেতলাল পৌর এলাকার ইটাখোলা বাজারের রইস উদ্দিন খন্দকার বুলবুলের স্ত্রী শাহানাজ পারভিন (৪৫) এবং ক্ষেতলাল উপজেলা বিআরডিপি অফিসের মাঠকর্মী ও জয়পুরহাট সদরের বুলুপাড়া মহল্লার বাসিন্দা ফেরদৌস হোসেনের স্ত্রী শাহিনুর বেগম (৩৮)। এ সময় গুরুতর আহত হয়েছেন ক্ষেতলাল উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ও জয়পুরহাট সদরের রূপনগরের বাসিন্দা লায়লা নাসরিন জাহান। তাকে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী আমির হোসেন বলেন, সংঘর্ষের পর সিএনজি অটোরিকশার যাত্রীরা ছিটকে ট্রাকের নিচে পড়ে যান। এ কারণেই হয়তো সবাই ঘটনাস্থলে মারা গেছেন।
কক্সবাজার ও রামু : সকালে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁওয়ে মালবাহী কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। তারা হলেন-ঈদগাঁও ইউনিয়নের চান্দেরঘোনা কাটামোরার মৃত আব্দুস সমদের ছেলে সৌদি প্রবাসী নুরুল আজিম (২৬) ও আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন সাঈদী (২১)। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কবির জানান, সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে দুই বন্ধু ঈদগাঁও স্টেশনের দিকে যাচ্ছিলেন। ঈদগাঁও কলেজের গেটে পৌঁছলে কক্সবাজার অভিমুখী একটি কাভার্ডভ্যানের ধাক্কায় তারা ঘটনাস্থলেই প্রাণ হারান। স্থানীয় মেম্বার মুহাম্মদ মহসিন জানান, আজিম ও সাঈদী দুজনেরই কিছুদিন পর বিদেশ যাওয়ার কথা ছিল।
রামু হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, দুর্ঘটনার সময় সড়ক কুয়াশায় আচ্ছন্ন ছিল। আমরা দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করেছি।
লালপুর (নাটোর) : লালপুরে মাটিবাহী ট্রাক্টর থেকে পড়ে ফরহাদ আলী (১৫) নামে এক হেলপার নিহত হয়েছে। ভোর সাড়ে ৫টায় উপজেলার মোহরকয়ায় এ দুর্ঘটনা ঘটে। ফরহাদ একই এলাকার আজিত মোল্লার ছেলে। দুপুরে উপজেলার হাসবাড়ীয়া গ্রামের সড়কে ট্রলিচাপায় সম্মাতুল বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি একই এলাকার বাবলু হোসেনের স্ত্রী।
মানিকগঞ্জ : হরিরামপুর উপজেলায় ইটভাঙার ট্রলি উল্টে প্রাণ হারালেন হেলাল মোল্লা (৫৬) নামের এক শ্রমিক। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। সকালে লেছড়াগঞ্জ-কাণ্ঠাপাড়া বাজার আঞ্চলিক সড়কে উপজেলার আন্ধারমানিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলাল উপজেলার চালা ইউনিয়নের দিয়াপাড় গ্রামের মৃত তারা মোল্লার ছেলে।
বামনা (বরগুনা) : দুপুর ২টায় বামনা উপজেলার চাড়াখালী গ্রামে মোটরসাইকেল চাপায় ইয়াসিন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ইয়াসিন চাড়াখালী গ্রামের ওয়ার্কশপ মিস্ত্রি কামাল হাওলাদারের ছেলে।
বিরামপুর (দিনাজপুর) : বিরামপুর শহরের কলেজ বাজারে দুপুরে ট্রাকচাপায় এক কলেজছাত্র নিহত হয়েছেন। তার নাম ওমর ফারুক (১৮)। তিনি বিরামপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং শহরের কৃষ্টচাঁদপুর মহল্লার আব্দুল খালেকের ছেলে।
