জিএম কাদেরই জাতীয় পার্টির চেয়ারম্যান
ফেক নিউজে বিভ্রান্ত হবেন না-রওশনের চেয়ারম্যান হওয়া প্রসঙ্গে জাপা মহাসচিব
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের নিজেকে দলের চেয়ারম্যান হিসাবে ঘোষণা করার বিষয়টি ‘ফেক নিউজ’ বলে দাবি করেছেন পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি। তিনি বলেছেন, গঠনতন্ত্র অনুযায়ী যে কেউ ইচ্ছে করলেই চেয়ারম্যানকে অব্যাহতি দিতে পারেন না। গঠনতন্ত্রের বাইরে কেউই কিছু করতে পারবেন না। মঙ্গলবার যুগান্তরকে মো. মুজিবুল হক চুন্নু এ কথা বলেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপির তিন দিনের ভারত সফরের মধ্যেই রওশন এরশাদের পার্টির চেয়ারম্যান হিসাবে ঘোষণা দেওয়া সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি বিভিন্ন গণমাধ্যমে পাঠানো হয়। রওশন এরশাদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্টির সিনিয়র নেতাদের পরামর্শে ও সিদ্ধান্তক্রমে দলের গতিশীলতা বজায় রাখার স্বার্থে দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলাম।
এ প্রসঙ্গে মো. মুজিবুল হক চুন্নু গণমাধ্যমে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি নিউজ এসেছে যে, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। এটি একটি ফেক নিউজ। জাতীয় পার্টির যে কজন কো-চেয়ারম্যানের নাম ব্যবহার করে নিউজটি করা হয়েছে, তাদের প্রত্যেকের সঙ্গে কথা হয়েছে। তারা জানিয়েছেন, এমন কোনো সিদ্ধান্তে তারা সহায়তা করেননি এবং সই করেননি।
তিনি আরও বলেন, গঠনতন্ত্র অনুযায়ী যে কেউ ইচ্ছে করলেই চেয়ারম্যানকে অব্যাহতি দিতে পারেন না। গঠনতন্ত্রের বাইরে কেউই কিছু করতে পারবেন না। জাতীয় পার্টির নেতাকর্মীরা গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছেন। জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত কিছু ব্যক্তি ম্যাডামের নাম ব্যবহার করে এমন একটি ফেক নিউজ দিয়েছে। এমন কোনো ঘটনা ঘটেনি এবং এমন ঘটনার সুযোগ নেই। ফেক নিউজে বিভ্রান্ত না হতেও সবার প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।
এদিকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি তার নাম জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। রওশন এরশাদ জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক। তিনি আরও বলেন, জিএম কাদেরকে তথাকথিত অব্যাহতির বিষয়ে আমি কোনো স্বাক্ষর করিনি। যারা এগুলো করছেন তারা দলকে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্র করছেন। আর জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ বলেছেন, আমি কখনো রওশন এরশাদকে দলের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিতে অনুরোধ করিনি। এক বছর, দুই বছর আগের কোনো স্বাক্ষরকে কেন্দ্র করে এ ধরনের বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই।
