Logo
Logo
×

প্রথম পাতা

কাল থেকে টানা ৩ দিনের অবরোধ কর্মসূচি বিএনপির

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাল থেকে টানা ৩ দিনের অবরোধ কর্মসূচি বিএনপির

হরতাল কর্মসূচি শেষে টানা তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামীকাল মঙ্গলবার, বুধ ও বৃহস্পতিবার দেশব্যাপী এই কর্মসূচি পালিত হবে। রোববার বিকালে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী জুমে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন। সড়ক, রেল, নৌ ও রাজপথে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালিত হবে।

তিনি বলেন, চলমান বিচারহীনতা, অপশাসন, সীমাহীন দুর্নীতি, অনাচার, অর্থ পাচার ও সিন্ডিকেটবাজির ফলে দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতিতে বিপর্যস্ত জনগণের জীবন-জীবিকা রক্ষার স্বার্থে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবি আদায়ের লক্ষ্যে শনিবার মহাসমাবেশের আয়োজন করা হয়। সেই মহাসমাবেশে হামলা, নেতা-কর্মীদের হত্যা, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের নেতা-কর্মীদের গ্রেফতারের প্রতিবাদ এবং একদফা দাবি আদায়ের লক্ষ্যে অবরোধ কর্মসূচি পালন করা হবে। হরতালের মতো এ কর্মসূচি সফলে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি দেশবাসীর প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা।

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী গত কয়েক দিনে বিএনপির নেতা-কর্মীদের ওপর পুলিশি হামলা ও গ্রেফতারের চিত্র তুলে ধরেন। তিনি জানান, শনিবার মহাসমাবেশের সময় থেকে রোববার বিকাল পর্যন্ত রাজধানীসহ সারা দেশ থেকে ৯৬০ জনের অধিক নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এ পর্যন্ত একজন সাংবাদিকসহ চারজন মারা গেছেন। তিনি অভিযোগ করেন, এর মধ্যে তিনজনকে পুলিশ ও সরকারি দলের সন্ত্রাসীরা হত্যা করেছে। পুলিশ ও সরকারি দলের হামলায় তিন হাজারের বেশি নেতা-কর্মী আহত হয়েছে। গত পাঁচ দিনে দুই হাজার ৬৪০ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম ও সহ-অর্থবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান।

অবরোধে গণতন্ত্র মঞ্চসহ সমমনা দল ও জোটও : মঙ্গলবার থেকে টানা ২ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি দিয়েছে বিএনপির সঙ্গে যুগপৎ থাকা গণতন্ত্র মঞ্চসহ সমমনা রাজনৈতিক দল ও জোটও। এক প্রেস বিবৃতিতে কর্মসূচির কথা জানায় গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, নুরুল হক নুর নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ, বাংলাদেশ লেবার পার্টিসহ আরও বেশ কয়েকটি রাজনৈতিক দল।

এদিকে বিএনপি ও সমমনা রাজনৈতিক দল ও জোট রোববার সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করে। তাদের কর্মসূচির সঙ্গে মিল রেখে হরতালের একই কর্মসূচি পালন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীও। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ১০টা) জামায়াতে ইসলামী অবরোধের কর্মসূচি ঘোষণা করেনি। তবে দলটির এক কেন্দ্রীয় নেতা জানান, জামায়াতও আগামীকাল মঙ্গলবার থেকে টানা তিন দিন সর্বাত্মক অবরোধের কর্মসূচি দেবে। সোমবার (আজ) প্রেস বিবৃতির মাধ্যমে এ কর্মসূচি দেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম