Logo
Logo
×

প্রথম পাতা

হলফনামা বিশ্লেষণ

দীপু মনির স্থাবর সম্পত্তি বেড়েছে ৬ গুণ

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দীপু মনির স্থাবর সম্পত্তি বেড়েছে ৬ গুণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে আওয়ামী লীগের প্রার্থী শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির গত ৫ বছরে স্থাবর সম্পদ বেড়েছে ৬ গুণ। একই সময়ে তার আয় বেড়েছে ৩ গুণ। রিটার্নিং কার্যালয়ে জমা দেওয়া নির্বাচনি হলফনামা থেকে এ তথ্য জানা গেছে।

২০১৮ সালের হলফনামায় স্থাবর সম্পদ হিসাবে তিনি দেখিয়েছিলেন অকৃষি জমি ১০ কাঠা। যার মূল্য ৩০ লাখ টাকা। এছাড়া ৩৫ লাখ টাকা মূল্যের দুটি ফ্ল্যাট। মোট স্থাবর সম্পদ ছিল ৬৫ লাখ টাকার। দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য দেওয়া হলফনামার তথ্য অনুযায়ী বর্তমানে দীপু মনির স্থাবর সম্পদের পরিমাণ ৩ কোটি ৯৪ লাখ ১ হাজার ৯৫৭ টাকা। গত ৫ বছরে তার স্থাবর সম্পত্তি বেড়েছে ৬ গুণের বেশি। স্থাবর সম্পত্তির মধ্যে প্রধানত রয়েছে ৩ কোটি ৬০ লাখ টাকা মূল্যের ৩টি ফ্ল্যাট। এছাড়া, ২০১৮ সালে নির্বাচনি হলফনামায় তার বার্ষিক আয় ছিল ৪০ লাখ ৪৯ হাজার ৩০২ টাকা। ২০২৩ সালে বার্ষিক আয় দেখানো হয়েছে ১ কোটি ২৩ লাখ ১০ হাজার ২৭০ টাকা। গত ৫ বছরে তার আয় বেড়েছে ৩ গুণ।

চাঁদপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে টানা তৃতীয়বার সংসদ-সদস্য নির্বাচিত হয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এবারও চতুর্থবারের মতো নৌকার প্রার্থী হয়ে নির্বাচনি মাঠে লড়ছেন।

২০১৮ সালের নির্বাচনে গাড়ি বাবদ এক্সিম ব্যাংকে ৫ লাখ ৮৬ হাজার ৯০৫ টাকা ঋণ দেখানো হয়েছিল। তবে এবার সেটা কয়েকগুণ বেশি দেখিয়েছেন। এর মধ্যে বর্তমানে ১ কোটি ১১ লাখ ৭৫ হাজার টাকা তিনি ব্যক্তিগত ঋণ দেখিয়েছেন। দীপু মনির বার্ষিক আয় মন্ত্রী হিসাবে সম্মানি ভাতাসহ ২১ লাখ ৩৯ হাজার ৩৯৬ টাকা। এছাড়া স্বামী ও ভাইয়ের কাছ থেকে ৯৮ লাখ ৬৯ হাজার ৬৭৪ টাকা এবং শেয়ার ও সঞ্চয়পত্রে ৩ লাখ ১ হাজার ২০০ টাকা রয়েছে।

স্থাবর সম্পদের মধ্যে রয়েছে ৩৪ লাখ ১ হাজার ৯৫৭ টাকা মূল্যের ১০ কাঠা জায়গা আর ৩ কোটি ৬০ লাখ টাকার তিনটি ফ্ল্যাট।

২০১৮ সালে দীপু মনি নিজের নামে ৩৫ লাখ টাকার দুটি ফ্ল্যাট দেখিয়েছেন। সে সময় স্বামীর নামে ৪০ লাখ টাকার ২টি ফ্ল্যাট দেখালেও বর্তমানে স্বামীর নামে দেখিয়েছেন ১৫ লাখ টাকার ১টি ফ্ল্যাট। এছাড়াও বর্তমান হলফনামায় পেশা থেকে কোনো আয় দেখাননি তিনি। তবে একাদশ নির্বাচনে পেশা থেকে আয় দেখিয়েছেন বছরে ১২ লাখ ৫০ হাজার টাকা। বর্তমানে ডা. দীপু মনির কাছে নগদ অর্থ রয়েছে ৬৬ লাখ ৮৯ হাজার ২৯৮ টাকা এবং তার স্বামীর নামে রয়েছে নগদ ১১ লাখ ২ হাজার টাকা।

এবার শিক্ষামন্ত্রীর রয়েছে ৬০ লাখ টাকার পাজেরো গাড়ি। গত একাদশ নির্বাচনের পর তার স্বর্ণের পরিমাণ বাড়েনি। এবার নিজের নামে ৯ লাখ টাকার স্বর্ণ আর স্বামীর নামে ৫০ হাজার টাকার স্বর্ণ দেখিয়েছেন তিনি।

২০২৩ সালের হলফনামায় তিনি ২ কোটি ৮৭ লাখ ৭২ হাজার টাকার অস্থাবর সম্পদের বিবরণ দিয়েছেন। এর মধ্যে নগদ ৬৬ লাখ ৮৯ হাজার ২৯৮ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা অর্থ ৬ লাখ ৬০ হাজার ৭৮৬ টাকা। বাকি টাকা বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র বা স্থায়ী আমানতে বিনিয়োগ, গাড়ি ও স্বর্ণালংকার।

২০১৮ সালে অস্থাবর সম্পদ হিসাবে নগদ ১২ লাখ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা অর্থ ৮ লাখ ২ হাজার ৮৮৫ টাকা। বিভিন্ন ধরনের সঞ্চয়পত্রে বা স্থায়ী আমানতে বিনিয়োগ ৭০ লাখ টাকা, স্বর্ণ ৯ লাখ টাকা। গাড়ির মূল্য ৪৬ লাখ ৫৭ হাজার টাকা ও অন্যান্য খাতে ১ লাখ টাকা। সব মিলিয়ে ১ কোটি ৪৬ লাখ ৬০ হাজার টাকার অস্থাবর সম্পদ ছিল তার।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম