Logo
Logo
×

প্রথম পাতা

তৃতীয় ওয়ানডে

তানজিদ-রিশাদের ব্যাটে সিরিজ বাংলাদেশের

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

তানজিদ-রিশাদের ব্যাটে সিরিজ বাংলাদেশের

মুশফিকুর রহিম জয়সূচক বাউন্ডারি হাঁকাতেই ডাগআউটে নাজমুল হোসেনের উদযাপন ছিল দেখার মতো। ওয়ানডে সিরিজ জয় দিয়ে তিন সংস্করণে অধিনায়ক হিসাবে শুরু করা নাজমুলের উচ্ছ্বাস অনুমিত। আর এজন্য কৃতিত্ব অনেকখানি প্রাপ্য দুই তরুণ তুর্কি তানজিদ হাসান ও রিশাদ হোসেনের। ২৩৬ তাড়া করতে নামা বাংলাদেশ ১৭৮ রানে ছয় উইকেট হারানোর পর শুরু হয় রিশাদ-ঝড়। আটে নেমে মাত্র ১৮ বলে অপরাজিত ৪৮ রানের দুঃসাহসিক ইনিংস খেলে রিশাদ উল্লেখযোগ্য ভূমিকা রাখেন বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়ে। সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওডিআইতে মুশফিকের তৃতীয় বাউন্ডারিতে বাংলাদেশের জয় নিশ্চিত হয় চার উইকেট ও ৫৮ বল হাতে রেখে। শ্রীলংকার ২৩৫ বাংলাদেশ ৪০.২ ওভারে টপকে যায় ২৩৭/৬ করে। চার উইকেটের জয়ে স্বাগতিকরা ওয়ানডে সিরিজ নিজেদের করে নেয় ২-১ এ।

এমন বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি খেলোয়াড়, কোচ, ম্যানেজারসহ দলের সঙ্গে যুক্ত সবাইকে শুভকামনা জানান। শেখ হাসিনা আশা করেন, বাংলাদেশ দলের জয়ের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

শ্রীলংকার বিপক্ষে ওডিআইতে এটি বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নজির। গত বছরে ভারতের দিল্লিতে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ ২৮০ তাড়া করে জিতেছিল শ্রীলংকার বিপক্ষে। দ্বিতীয় জয় এই সিরিজে চট্টগ্রামেই ২৫৬ করে জয়ের নজির প্রথম ওয়াডেতে। তবে ফিল্ডিং করার সময় চোট পাওয়া সৌম্য সরকারের কনকাশন বদলি হিসাবে মাঠে নামা ওপেনার তানজিদ হাসানের ৮১ বলে ৮৪ বাংলাদেশের জয়ের ভিত তৈরি করে দেয়। তানজিদ সেঞ্চুরি মিস করলেও স্বাগতিকরা জয় হাতছাড়া করেনি সপ্তম উইকেটে মুশফিকুর রহিম ও রিশাদের মাত্র ২৫ বলে ৫৯ রানের অবিচ্ছিন্ন জুটির কল্যাণে। এর মধ্যে মুশফিকের অবদান ৩৬ বলে ৩৭*। মেহেদী হাসান মিরাজ ২৫ ও তাওহিদ হৃদয় ২২।

এর আগে প্রথম দুই ওয়ানডেতে একাদশের বাইরে থাকা লেগ-স্পিনার রিশাদ সুযোগ পেয়ে প্রথম বলেই উইকেট পেয়ে যান লংকা দলপতি কুশল মেন্ডিসের। ৫১ রানে ওই এক উইকেট এবং পরে ব্যাট হাতে ঝড় তোলার পুরস্কার হিসাবে ম্যাচসেরা হন রিশাদ। পেসার লাহিরু কুমারা চারটি ও স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা দুটি উইকেট নেন।

জানিথ লিয়ানাগে যদি সেঞ্চুরি না করতেন, শ্রীলংকা ২৩৫ অবধি পৌঁছত কি না সন্দেহ। ২৩৫ এর মধ্যে প্রায় অর্ধেক রান একাই করেন ডান-হাতি লংকান ব্যাটার লিয়ানাগে। নিজের নবম ওডিআইতে প্রথম সেঞ্চুরি হাঁকিয়ে সফরকারীদের দুশ পার করান ২৯ ছুঁই ছুঁই এই ব্যাটিং অলরাউন্ডার।

শ্রীলংকার ইনিংসে লিয়ানাগের শতকের পর দ্বিতীয় সর্বোচ্চ স্কোর চারিত আসালাঙ্কার ৩৭। অধিনায়ক কুশল মেন্ডিসের ব্যাট থেকে আসে ২৯ রান। টস জিতে শ্রীলংকার ব্যাট করার সিদ্ধান্ত সুফল বয়ে আনেনি। বাংলাদেশের বোলাররা হাসারাঙ্গাদের ব্যাটকে হাসতে দেননি। এর মধ্যে সবচেয়ে সফল ডান-হাতি পেসার তাসকিন আহমেদ ১০ ওভারে ৪২ রান দিয়ে তিন উইকেট নেন। দুটি করে উইকেট পান মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজ। পায়ের পেশিতে টান পড়ায় মোস্তাফিজকে মাঠ ছাড়তে হয় স্ট্রেচারে। অভিষেকের অপেক্ষায় থাকা জাকের আলীকে ফিল্ডিংয়ের সময় এনামুল হকের সঙ্গে সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে যেতে হয়।

আগামী শুক্রবার সিলেটে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট চট্টগ্রামে ৩০ মার্চ থেকে। তিন ম্যাচের টি ২০ সিরিজ ২-১ এ জিতে শ্রীলংকা শুরু করে এবারের পূর্ণাঙ্গ বাংলাদেশ সফর।     (স্কোর কার্ড খেলার পাতায়)
 

সিরিজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম