Logo
Logo
×

প্রথম পাতা

এমপি আনার হত্যা

ঝিনাইদহের আ.লীগ নেতা বাবু আটক

সিয়ামকে পেল কলকাতা সিআইডি

Icon

যুগান্তর প্রতিবেদন ও ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঝিনাইদহের আ.লীগ নেতা বাবু আটক

ঝিনাইদহ-৪ আসনের সংসদ-সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় এবার জিজ্ঞাসাবাদের জন্য জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহম্মেদ ওরফে গ্যাস বাবুকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে ঝিনাইদহ জেলা শহরের আদর্শপাড়ার নিজ বাসা থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন। এমপি আনার হত্যার ঘটনায় এই প্রথম ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের কোনো নেতাকে আটক করা হলো। এ নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে বাবু ঝিনাইদহ সদর থানায় হাজির হয়ে একটি জিডি করেন। ওই জিডিতে তিনটি মোবাইল হারিয়ে গেছে বলে উল্লেখ করেন বাবু। এর একটি আইফোন, একটি ভি-ভো এবং একটি রেড-মি মোবাইল ফোন। জিডি করার পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে আটক করা হয় বাবুকে। ডিএমপির ডিবি পুলিশের একটি টিম আগে থেকেই ঝিনাইদহে অবস্থান করছিল।

সূত্রমতে, রাত ৯টা ৩০ মিনিট থেকে ১০টার মধ্যে স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে ডিবি। রাতেই ঢাকায় নিয়ে যাওয়া হয় তাকে (বাবু)। এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ যুগান্তরকে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য কামাল আহম্মেদকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।

গ্রেফতার করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, কাউকে হয়রানি করার উদ্দেশ্য আমাদের নেই। আনার হত্যার সঙ্গে তার সম্পৃক্ততা আছে কি না যাচাই করে দেখা হচ্ছে।

এদিকে আনার হত্যাকাণ্ডে অভিযুক্ত সিয়াম হোসেনকে কলকাতা সিআইডির কাছে হস্তান্তর করেছে নেপালের পুলিশ। সিয়ামকে গ্রেফতারের পর হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুক্রবার রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। বাংলাদেশ পুলিশের দেওয়া তথ্যে ৩০ মে নেপাল পুলিশ আটক করে সিয়ামকে। পরে সিয়ামকে আনতে ১ জুন নেপালে ছুটে যায় ডিবির একটি টিম। ভারতের সিআইডির একটি টিমও নেপাল যায়। কিন্তু নেপালের পুলিশ ঢাকার ডিবির কাছে সিয়ামকে হস্তান্তর করেনি।

কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার মাংসের টুকরোর ফরেনসিক প্রতিবেদন শুক্রবার পর্যন্ত ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে আসেনি। এমপি আনারের ব্যক্তিগত সহকারী আব্দুর রউফ শুক্রবার যুগান্তরকে বলেন, এমপি স্যারের মেয়েসহ আমরা প্রস্তুতি নিয়ে বসে আছি। ভারত থেকে ফরেনসিক প্রতিবেদন ডিবির কাছে এলে আমরা ভারত যাব। এরপরই ডিএনএ প্রোফাইলিং করা হবে।

শুক্রবার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন, সংসদ-সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে জড়িত সিয়ামকে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করেছে নেপাল পুলিশ। সিআইডি সিয়ামকে হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে। কলকাতার সিআইডি পুলিশের কাছে সিয়ামসহ দুজন আসামি রয়েছে।

আনার হত্যার বিচার কোন দেশে হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে ডিএমপি কমিশনার বলেন, যেখানে ঘটনা সংঘটিত হয়, সেখানেই তদন্ত হয়। এটি একটি সেট রুল। কিন্তু আমাদের বাংলাদেশের আইনেও বলা আছে-বিদেশে যদি কেউ অপরাধ করে থাকে, সে ক্ষেত্রে সেই অপরাধীকে আমরা বাংলাদেশে এনে বিচার করতে পারি। আমরাও তদন্ত করছি, তারাও (কলকাতা) তদন্ত করছে। একপর্যায়ে আমরা সিদ্ধান্ত নেই যে কোনো জায়গায় এই বিচারটি হতে পারে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চোরাচালান, মাদক ব্যবসা ও স্বর্ণ চোরাচালানের সঙ্গে বাবু জড়িত কি না সে বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ। একই সঙ্গে তার তিনটি মোবাইলের সন্ধান করছে গোয়েন্দারা। কী আছে ওই মোবাইলে প্রযুক্তির সাহায্যে খতিয়ে দেখছেন তারা। এছাড়া এমপি আনার হত্যার সঙ্গে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক বিরোধের যোগসূত্র আছে কি না তা নিয়ে সিআইডি’র একটি দল আগে থেকেই কাজ করছে। চিহ্নিত বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতার গতিবিধির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। কালীগঞ্জকেন্দ্রিক শাসক দলের মধ্যকার বিরোধের বিষয়টিও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে সূত্রটি নিশ্চিত করেছে।

জানা গেছে, গ্যাস বাবু ঝিনাইদহ জেলা শহরের ভুটিয়ারগাতি গ্রামের মৃত রায়হান উদ্দিন ও পটলী (ডাকনাম) দম্পতির ছেলে। পটলী কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী গ্রামের দাউদ হোসেন ওরফে বিষু বিশ্বাসের বোন এবং পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির থিমট্যাংক ক্রসফায়ারে নিহত মিজানুর রহমান ওরফে টুটুল ডাক্তারের একমাত্র ফুপু। সেই সূত্রে আনার হত্যার দায় স্বীকার করা পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার সৈয়দ আমান উল্লাহ আমান ওরফে শিমুল ভুঁইয়ার নিকটাত্মীয় বাবু। শিমুলের বোনের (প্রবাসী) বিয়ে হয় টুটুল ডাক্তারের সঙ্গে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম