Logo
Logo
×

প্রথম পাতা

দেশ ছাড়ছেন আ.লীগ নেতাকর্মী

সাবেক প্রতিমন্ত্রী পলক ও ২ ছাত্রলীগ নেতা আটক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সাবেক প্রতিমন্ত্রী পলক ও ২ ছাত্রলীগ নেতা আটক

দেশ ছেড়ে পালানোর সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলককে। দুজন ব্যক্তিগত কর্মকর্তাসহ নেপাল যাওয়ার সময় তাদের আটক করা হয়। অন্যদিকে পালাতে গিয়ে আটক হন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ। এছাড়া ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান পালানোর সময় ইমিগ্রেশন সম্পন্ন না হলে তাকে ফেরত পাঠানো হয়। বিমানবন্দরসংশ্লিষ্ট একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।

ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে, বর্তমানে দেশের সব ইমিগ্রেশন পোস্টে কার্যক্রম চলমান রয়েছে। প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে পরামর্শক্রমে বিভিন্ন হাই প্রোফাইল ব্যক্তি যেমন-সাবেক মন্ত্রী, এমপি, রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা, মিডিয়াকর্মীদের ইমিগ্রেশন সম্পন্ন না করে ফিরিয়া দেওয়া হচ্ছে।

এদিকে অবৈধ পথে ভারতে পালিয়ে যাওয়ার সময় ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সাবেক এমপি নিজাম হাজারীকে দুই সহযোগীসহ আটক করেছে সেনাবাহিনী ও বিজিবি। 
বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও গোয়েন্দা সংস্থার দুজন কর্মকর্তা যুগান্তরকে বলেন, মঙ্গলবার বেলা তিনটার দিকে ব্যক্তিগত দুজন কর্মকর্তাকে নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্?মেদ পলক। তারা ভিআইপি লাউঞ্জে অপেক্ষার সময় বিমানে উঠতে না দিয়ে কর্মকর্তারা তাকে আটক করেন। তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা থাকায় যেতে দেয়নি বলে জানা গেছে।

কর্মকর্তারা বলেন, প্রথমে তাকে বিমানে উঠতে না দিয়ে ইমিগ্রেশন হেফাজতে রাখা হয়। পরে সেনাবাহিনীর কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হলে তাকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়। দুই ব্যক্তিগত কর্মকর্তাকেও যেতে দেওয়া হয়নি বলে জানা গেছে। তারা নেপালে যেতে চেয়েছিলেন। সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, দেশ ছেড়ে পালানোর সময় ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদকে আটক করা হয়। 

মঙ্গলবার বিকালে তাদের দুজনকে আটক করা হয়। পরবর্তী সময়ে সেনাবাহিনীর কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হলে তাদেরও ক্যান্টনমেন্ট নিয়ে যাওয়া হয়। জানা যায়, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সময় গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে এই দুই নেতার বিরুদ্ধে। ওইদিন শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা ও ছাত্রীদেরও মারধর করা হয়। সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, একই সময়ে পালাতে গিয়ে ইমিগ্রেশন সম্পন্ন না হলে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে ফেরত পাঠায় বিমানবন্দর কর্তৃপক্ষ।
 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম